মুক্তিযুদ্ধ -৯ Flashcards

1
Q

১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল-

A

শুক্রবার।

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

বঙ্গোপসাগরে খুঁজে পাওয়া ‘বঙ্গবন্ধু আইল্যান্ড’ এর আয়তন-

A

৭.৮৪ বর্গ কি.মি.।

বঙ্গোপসাগরে খুঁজে পাওয়া ‘বঙ্গবন্ধু আইল্যান্ড’ এর আয়তন-৭.৮৪ বর্গ কি.মি.।

বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ১৫ কিলোমিটার এবং দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। যা বঙ্গবন্ধু চর, বঙ্গবন্ধু আইল্যান্ড নামেও ডাকা হয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় ব্যবহৃত টেবিলটি আনা হয়েছিল

A

ঢাকা ক্লাব থেকে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় ব্যবহৃত টেবিলটি আনা হয়েছিল-ঢাকা ক্লাব থেকে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্র বাহিনীর ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ-

A

চীন।

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী সর্বশেষ দেশ-চীন।

☑ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশসমূহ:

প্রথম দেশ - ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১, সকালে)।
দ্বিতীয় দেশ - ভারত (৬ ডিসেম্বর ১৯৭১, দুপুরে)।
প্রথম এশীয় মুসলিম দেশ- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (২৫ ফেব্রু. ১৯৭২)।
প্রথম আরব দেশ এবং প্রথম মধ্যপ্রাচ্যের দেশ - ইরাক (৮ জুলাই ১৯৭২)।
প্রথম মুসলিম দেশ/ আফ্রিকান দেশ/অনারব মুসলিম দেশ - সেনেগাল (১ ফেব্রু.১৯৭২)।
প্রথম ইউরোপের দেশ - পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)।
প্রথম সমাজতান্ত্রিক দেশ- পূর্ব জার্মানি।
প্রথম আমেরিকান দেশ – কানাডা।
প্রথম ওশেনিয়া (অস্ট্রেলিয়া মহাদেশের) দেশ – টোঙ্গা।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ -ব্রুনাই।চীন।

ব্যাখ্যা:

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী সর্বশেষ দেশ-চীন।

☑ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশসমূহ:

প্রথম দেশ - ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১, সকালে)।
দ্বিতীয় দেশ - ভারত (৬ ডিসেম্বর ১৯৭১, দুপুরে)।
প্রথম এশীয় মুসলিম দেশ- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (২৫ ফেব্রু. ১৯৭২)।
প্রথম আরব দেশ এবং প্রথম মধ্যপ্রাচ্যের দেশ - ইরাক (৮ জুলাই ১৯৭২)।
প্রথম মুসলিম দেশ/ আফ্রিকান দেশ/অনারব মুসলিম দেশ - সেনেগাল (১ ফেব্রু.১৯৭২)।
প্রথম ইউরোপের দেশ - পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)।
প্রথম সমাজতান্ত্রিক দেশ- পূর্ব জার্মানি।
প্রথম আমেরিকান দেশ – কানাডা।
প্রথম ওশেনিয়া (অস্ট্রেলিয়া মহাদেশের) দেশ – টোঙ্গা।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ -ব্রুনাই।চীন।

ব্যাখ্যা:

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী সর্বশেষ দেশ-চীন।

☑ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশসমূহ:

প্রথম দেশ - ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১, সকালে)।
দ্বিতীয় দেশ - ভারত (৬ ডিসেম্বর ১৯৭১, দুপুরে)।
প্রথম এশীয় মুসলিম দেশ- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (২৫ ফেব্রু. ১৯৭২)।
প্রথম আরব দেশ এবং প্রথম মধ্যপ্রাচ্যের দেশ - ইরাক (৮ জুলাই ১৯৭২)।
প্রথম মুসলিম দেশ/ আফ্রিকান দেশ/অনারব মুসলিম দেশ - সেনেগাল (১ ফেব্রু.১৯৭২)।
প্রথম ইউরোপের দেশ - পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)।
প্রথম সমাজতান্ত্রিক দেশ- পূর্ব জার্মানি।
প্রথম আমেরিকান দেশ – কানাডা।
প্রথম ওশেনিয়া (অস্ট্রেলিয়া মহাদেশের) দেশ – টোঙ্গা।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ -ব্রুনাই।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

১৯৭১ সালের কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী-

A

জর্জ হ্যারিসন।

১৯৭১ সালের কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।

✔️ The concert for Bangladesh: ১ আগস্ট ,১৯৭১ সালে নিউইয়র্ক ম্যাডিসন স্কয়ারে পন্ডিত রবি শংকরের অনুরোধে জর্জ হ্যারিসন ও তার বন্ধুরা ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ এই অনুষ্টানের আয়োজন করেন। উদ্দেশ্য ছিল বাংলাদেশের শরণার্থীদের জন্য সাহায্য করা।

ব্যান্ডদল ছিল “দ্যা বিটলস” লন্ডনের। প্রধান শিল্পি ছিলেন জর্জ হ্যারিসন (ব্রিটিশ)। অন্যান্য শিল্পি ছিলেন-বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিয়ন রাসেল, বিলি প্রিস্টন, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার। বব ডিলান ছিলেন মার্কিন নাগরিক। অনুষ্ঠানের পরিচালক ছিলেন পল সুইমার।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

মুক্তিযুদ্ধের ১০ সেক্টরকে পরিচালনা করত কোন সেক্টর থেকে?

A

১ নং সেক্টর।

১৯৭১ সালের আগস্ট মাসে নৌ-পরিবহনমন্ত্রী এইচএম কামারুজ্জামান দশম সেক্টরে প্রথম নৌবাহিনীর উদ্বোধন করেন। এ সেক্টরে কোনো কমান্ডার ছিলেন না। নৌ কমান্ডো বাহিনী সরাসরি প্রধান সেনাপতির অধীনস্ত ছিল। ১নং সেক্টর থেকে বার্তা পেত।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিচুক্তি স্বাক্ষরিত হয় কোন তারিখে?

A

১২ ডিসেম্বর, ১৯৯৬।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি সাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম জলসরাবরাহের গ্যারান্টি সহ ৩০ বছরের জলবণ্টন চুক্তি।
এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীন ছিল?

A

সেক্টর-৭।

সেক্টর-৭ গঠিত হয়েছিল রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল নিয়ে। সেক্টর কমান্ডার: মেজর নাজমুল হক ও মেজর কাজী নুরুজ্জামান।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত-

A

র‍্যাডক্লিফ কমিশন।

১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত-র‍্যাডক্লিফ কমিশন।

১৯৪৭ সালে ভারত পাকিস্তানের বিভক্তির মাধ্যমে উপমহাদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করা হয়। এ সময় এ দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণে স্যার র‍্যাডক্লিফ এর নেতৃত্বাধীন একটি কমিশন গঠন করা হয় যা র‍্যাডক্লিফ কমিশন নামে পরিচিত।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল

A

জগন্নাথ হল।

তৎকালীন আইনসভার সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা হাইকোর্টের সন্নিকটে জগন্নাথ হলে অনুষ্ঠিত হতো। এলাকাটি ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের কেন্দ্রস্থল ছিল।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

মুজিবনগর সরকারের সদস্য ছিলেন-

A

৬ জন।

মুজিবনগর সরকারের সদস্য ছিলেন ৬ জন।

☑ মুজিবনগর সরকার:

স্থান: আগরতলা (ত্রিপুরার রাজধানী)।
গঠনের সময় : ১০ এপ্রিল ১৯৭১।
অন্য নাম: প্রবাসী/ অস্থায়ী সরকার /বাংলাদেশের প্রথম সরকার/Govt in Exile।

☑ মুজিবনগর সরকার শপথ:

আব্দুল মান্নান: ১৭ এপ্রিল, ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথের স্থান: মুজিবনগর (পূর্বনাম মেহেরপুর ভবেরপাড়া)। শপথ বাক্য পড়ান: মেহেরপুর জেলার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথ তলায় অধ্যাপক ইউসুফ আলী (চিফ হুইপ)।

☑ মুজিবনগর সরকার মন্ত্রিসভা:

✔ রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✔ সৈয়দ নজরুল ইসলাম : মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি।
✔ তাজউদ্দীন আহমেদ: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার মন্ত্রী।
✔ এম মনসুর আলী: মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, অর্থ ও জাতীয় রাজস্ব, শিল্প-বাণিজ্য, পরিবহন, খাদ্য, বস্ত্র মন্ত্রী।
✔ এএইচএম কামরুজ্জামান: স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষি, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।
✔ খন্দকার মোশতাক: পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।

☑ মুজিবনগর সরকার মন্ত্রণালয়:

মুজিবনগর সরকারের মোট মন্ত্রণালয় ১২টি। সচিব ছিল: ১০ জন।
অর্থ সচিব ছিল: খন্দকার আসাদুজ্জামান। পররাষ্ট্রসচিব: জনাব মাহবুবুল আলম চাষী। কেবিনেট সচিব ছিলেন এইচ টি ইমাম।

☑ শপথ গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে চুয়াডাঙ্গার SDPO মাহবুব উদ্দিনের নেতৃত্বে ১২ জন গার্ড অফ অনার প্রদান করেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী। নারীনেত্রী ছিলেন বেগম রাজিয়া ওসমান।

☑ মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ: মওলানা আবদুল হামিদ, খান ভাসানী, কমরেড মনি সিংহ, অধ্যাপক মোজাফফর আহমেদ, শ্ৰী মনোরঞ্জন ধর।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয় ?

A

১৯৯৬ সালে।

১৯৭৫ সালে ২৬ সেপ্টেম্বর স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের হত্যাকান্ডের বিচারের পথ রুদ্ধ করেন। ১৯৯৬ সালে ১২ নভেম্বর জাতীয় সংসদ ইনডেমনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল - ১৯৯৬ পাস করে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কী ?

A

৩০৫৩ দিন।

বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম ৩০৫৩ দিন।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না কে বলেছিলেন?

A

নোবেল বিজয়ী উইলিবান্ট।

নোবেল বিজয়ী উইলিবান্ট বলেছিলেন, “মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না”

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

A

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিলো সিপাহী। তিনি ৪ নং সেক্টরে যুদ্ধ করেন।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?

A

জে. আতাউল গনি ওসমানি।

বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন জে. আতাউল গনি ওসমানি।

বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জে. আতাউল গনি ওসমানি। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের প্রধান সেনাপতির দায়িত্ব তাকে দেয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।

17
Q

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

18
Q

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি লাভ করে কতজন?

A

৪২৪ জন।

বীর প্রতীক খেতাব প্রাপ্ত ৪২৬ জন ছিলেন। বঙ্গবন্ধুর মোট ৪ জন খুনীর খেতাব বাতিল করা হয়। যার মধ্যে ২ জন ছিলেন বীর প্রতীক। সেজন্য মোট বীর প্রতীক ৪২৪ জন হবে। বর্তমানে-বীরশ্রেষ্ঠ - ৭ জন, বীর-উত্তম - ৬৭ জন, বীরবিক্রম - ১৭৪ জন, বীরপ্রতীক - ৪২৪ জন।

19
Q

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?

A

২০০১ সনে।

মুক্তিযুদ্ধ ভিত্তিক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১ সালে।

সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে এ মন্ত্রণালটি গঠন করেন।

20
Q

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ?

A

এ এইচ এম কামরুজ্জামান।

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

☑ মুজিবনগর সরকার মন্ত্রিসভা:

✔ রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✔ সৈয়দ নজরুল ইসলাম : মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি।
✔ তাজউদ্দীন আহমেদ: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার মন্ত্রী।
✔ এম মনসুর আলী: মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, অর্থ ও জাতীয় রাজস্ব, শিল্প-বাণিজ্য, পরিবহন, খাদ্য, বস্ত্র মন্ত্রী।
✔ এএইচএম কামরুজ্জামান: স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষি, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।
✔ খন্দকার মোশতাক: পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।

21
Q

বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো-

A

পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন।

১ মার্চ ১৯৭১ ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চের ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করেন। ঐ স্থগিতাদেশের প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে আসে। সেদিন থেকে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর পূর্ব মূহুর্ত পর্যন্ত পূর্ব পাকিস্তান জুড়ে চলে অসহযোগ আন্দোলন।

22
Q

মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?

A

১৯৯৬।

মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ২২ মার্চ, ১৯৯৬।

23
Q

নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?

A

হুলিয়া।

মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া নির্মাণ করেন তানভীর মোকাম্মেল।

মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী নির্মাণ করেন মোরশেদুল ইসলাম।

24
Q

সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?

A

নিতুন কুন্ডু।

‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যের ভাস্কর নিতুন কুন্ডু।

✔️ নিতুন কুণ্ডুর অন্যান্য ভাস্কর্যের মধ্যে রয়েছে: সার্ফ ফোয়ারা, কদমফুল ফোয়ারা, সাম্পান ইত্যাদি।

✔️ রবিউল হুসাইনের নকশায় তৈরি উল্লেখযোগ্য স্থাপনা: বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও স্বাধীনতা তোরণ ইত্যাদি।

✔️ আব্দুর রাজ্জাকের আঁকা উল্লেখযোগ্য শিল্পকর্ম হল টেকনাফ, সুন্দরবন-১, রিভার-১।

✔️বঙ্গভবনের প্রবেশপথে ফোয়ারায় স্থাপিত পাখি পরিবার শীর্ষক ভাস্কর্যটি হামিদুজ্জামান এর কাজের মধ্যে অন্যতম

25
Q

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা?

A

হুমায়ুন আহমেদ।

আগুনের পরশমণি লিখেছেন হুমায়ুন আহমেদ।

✔️ হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো: আগুনের পরশমণি, দেয়াল ও শ্যামল ছায়া।

✔️ শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো: জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী।

✔️ সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ: নীলদংশন, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়।

26
Q

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন?

A

এ. কে. খন্দকার।

১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে পাকবাহিনীর আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। পাকিস্তানের পক্ষে লে. জেনারেল এ এ কে নিয়াজী এবং যৌথবাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা প্রতিনিধিত্ব করেন।

27
Q

২০১৫ সালে কোন বীরাঙ্গনা সর্বপ্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান?

A

ফেরদৌসি প্রিয়ভাষিণী।

২০১৫ সালে বীরাঙ্গনা সর্বপ্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান ফেরদৌসি প্রিয়ভাষিণী।

ফেরদৌসী প্রিয়ভাষিণী ছিলেন একজন বাংলাদেশি ভাস্কর। তিনি নিন্দিত নন্দন নামে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ রচনা করেছেন।

28
Q

মুক্তিযুদ্ধ চলাকালীন ৬নং সেক্টরে নেতৃত্ব দেন -

A

উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।

এসব সেক্টরকে আবার কতগুলো সাব সেক্টরে বিভক্ত করা হয়। প্রত্যেক সেক্টরে একজন করে সেক্টর কমান্ড নিযুক্ত করা হয়।
✔️ মুক্তিকালীন ১১টি সেক্টরের কমান্ডারগণ:
▪️১ নং সেক্টর: মেজর জিয়াউর রহমান
এবং মেজর রফিকুল ইসলাম।
▪️ ২ নং সেক্টর: মেজর খালেদ মোশাররফ এবং মেজর এ.টি.এম হায়দার।
▪️ ৩ নং সেক্টর: মেজর কে. এম শফিউল্লাহ এবং মেজর এ.এন.এম নূরুজ্জামান।
▪️ ৪ নং সেক্টর: মেজর চিত্তরঞ্জন দত্ত
এবং ক্যাপ্টেন এ রব।
▪️ ৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
▪️ ৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
▪️ ৭ নং সেক্টর: মেজর নাজমুল হক সুবেদার, মেজর এ. রব এবং মেজর কাজী নূরুজ্জামান।
▪️ ৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম.এ মঞ্জুর।
▪️ ৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল, মেজর এম.এ মঞ্জুর, মেজর জয়নাল আবেদীন।
▪️ ১০ নং সেক্টর: কোন নিয়মিত সেক্টর ছিলো না।
▪️ ১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের, স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।

29
Q

১৯৭৫ সালের ৩রা নভেম্বর বাংলাদেশের কয় জন জাতীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়?
0

A

৪ জন।

১৯৭৫ সালের ৩রা নভেম্বর রাতে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তাই প্রতিবছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়।

হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতা হলেন: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।

এই হত্যাকাণ্ড ইতিহাসে জেলহত্যা নামে পরিচিত।