মুক্তিযুদ্ধ -৭ Flashcards

1
Q

সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?

A

শেখ নিয়ামত শাকের।

সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রচয়িতা আবু ইসহাক। এটি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় শেখ নিয়ামত আলী ও মসিইউদ্দিন শাকেরের পরিচালনায়।

✔ জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র: কাচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, Stop Genocide, A state is Born (প্রামাণ্য চলচিত্র) ইত্যাদি।

✔ খান আতা পরিচালিত চলচ্চিত্র: অনেক দিনের চেনা, সাত ভাই চম্পা, আবার তোরা মানুষ হ ইত্যাদি।

✔ সুভাষ দত্ত পরিচালিত চলচ্চিত্র: সুতরাং, আবির্ভাব, অরুণোদয়ের অগ্নিসাক্ষী ইত্যাদি।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?

A

৮ জন সদস্য।

মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটি গঠন মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেশ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধে সমর্থনদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় (৯ সেপ্টেম্বর ১৯৭১)।

✔ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা।
✔ এর আহবায়ক ছিলেন - তাজউদ্দীন আহমেদ।

✔ কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন-
অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি),
মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি),
মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা),
ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি),
এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি),
খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

অপারেশন জ্যাকপট বলতে কী বুঝেন?

A

মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান।

১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোরা পরিচালিত প্রথম অভিযান অপারেশন জ্যাকপট নামে পরিচিত। এদিন নৌ-কমান্ডোরা একযোগে চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে পাকবাহিনীর উপর হামলা চালায়।এতে পাকবাহিনীর ২৬টি নৌযান ধ্বংস হয়। মোট ১৪৮ জন নৌ-কমান্ডোরা চারটি গ্রুপে ভাগ হয়ে এ অপারেশনে অংশ নেয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?

A

৪৪৮ জন।

২০১৫ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ৪৩ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে দেশে বীরাঙ্গনার সংখ্যা ৪৪৮ জন।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন-

A

শাহজাহান সিরাজ।

৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। ঐদিনই বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা-

A

৬৭২ জন।

ব্যাখ্যা:

১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা- বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন এবং বীর প্রতীক ৪২৬ জন। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।

কিন্তু ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন-

A

ভোলা।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালে ভোলায় জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনীর সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২ নং সেক্টরে যুদ্ধ করেন।তিনি ১৮ এপ্রিল, ১৯৭১ সালে শহিদ হন। তাঁর সমাধি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি দাবি উত্থাপন করেছিলেন?

A

৭ই মার্চ।

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪টি দাবি উত্থাপন করেন। উত্থাপিত দফাগুলো হলো:
১. সামরিক আইন প্রত্যাহার করতে হবে,
২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে,
৩. গণহত্যা’র তদন্ত ও বিচার করতে হবে এবং
৪. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে “জাতির জনক” ঘোষণা করা হয় ?

A

: ৩ মার্চ, ১৯৭১।

১৯৭১ সালে ৩ মার্চ স্বাধীনতা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আ.স. ম. আবদুর রব বঙ্গবন্ধু কে জাতির জনক উপাধি প্রদান করেন।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

শহিদ আসাদ দিবস কবে?

A

২০ জানুয়ারি।

আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ২০ জানুয়ারি, ১৯৬৯ সালে আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময়ে পুলিশের গুলিতে মারা যায়। এই জন্য ২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস হিসেবে পালন করা হয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়?

A

২ মার্চ।

০২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিলো।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

৭ মার্চের ভাষণকে কবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো?

A

২০১৭ সালের ৩০ অক্টোবর।

২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

নিউজউইক ম্যাগাজিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ‘রাজনীতির কবি’ বলা হয়েছে?

A

৫ এপ্রিল ১৯৭১।

১৯৭১ সালের ৫ এপ্রিল ম্যাগাজিনটি তাদের প্রচ্ছদজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তাকে অভিহিত করে ‘পয়েট অব পলিটিক্স’ বা ‘রাজনীতির কবি’ হিসেবে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়?

A

৮ মার্চ ১৯৭১।

ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয় ০৮ মার্চ, ১৯৭১ সালে।

☑ ‘৭ মার্চের ভাষণ’ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ দেন- রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে)।

ভাষণের ১ম লাইন: ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

ভাষণের শেষ লাইন: এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।

ভাষণটি ছিল : ১৮ মিনিটের।

** ৭ ই মার্চের ভাষণের দাবি ছিল ৪ দফা-

ক. চলমান সামরিক আইন প্রত্যাহার।
খ. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া।
গ. গণহত্যার তদন্ত করা।
ঘ. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

১৯৭১ এর ২৬ মার্চ দুপুরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন-

A

এম এ হান্নান।

২৫ মার্চ, ১৯৭১ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে ১টা ৩০ মি. এ বঙ্গবন্ধু কে গ্রেফতার করা হয়। সেই দিন দিনের বেলা বুয়েটের অধ্যাপক নুরুল্লাহ সহ ৩২ নং বাড়িতে ট্রান্সমিটার স্থাপন করেন। বন্দী হওয়ার পূর্বে ২৬ মার্চ প্রথম পহরে ১২টা ২০মি. এ বঙ্গবন্ধু ওয়ারল্যাস যোগে স্বাধীনতার ঘোষণা দেন এবং এটি চট্টগ্রামে জহুর আহমেদ এর কাছে পাঠানো হয় ওয়ারল্যাসের মাধ্যমে।

২৬ মার্চ দুপুরে চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে তৎকালীন আওয়ামী লীগ নেতা এম.এ.হান্নান পাঠ করেন। সন্ধ্যা ৭টা ৪০ মি. এ আবুল কাশেম সন্দ্বীপ বাংলা থেকে পাঠ করেন। ২৭ মার্চ অপরাহ্ণে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা টি পাঠ করেন।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

তৎকালীন পূর্ব পাকিস্তান সামরিক উপদেষ্টা এবং ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কে?

A

রাও ফরমান আলী।

.##Footnote

রাও ফরমান আলী ছিলেন ১৯৭১ এর সময়কার পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম উচ্চপদস্থ অফিসার। তিনিই বুদ্ধিজীবী হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী।

জানা যায় যে, বুদ্ধিজীবী নিধনের নীলনকশা পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে অন্যূন দশ জনের একটি কমিটি কর্তৃক প্রণীত হয়। পরবর্তীকালে জানা যায় যে, ১৪ ডিসেম্বরের নিধনযজ্ঞ সরাসরি রাও ফরমান আলী কর্তৃক পরিচালিত হয়।

শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সব শহিদ বুদ্ধিজীবীর পরিচয় দূরের কথা, তাঁদের প্রকৃত সংখ্যাই অদ্যাবধি নিরূপণ করা সম্ভব হয় নি। প্রাপ্ত তথ্যসূত্র থেকে শহীদদের মোটামুটি একটা সংখ্যা দাঁড় করানো যায়।

এঁদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ৯ জন সাহিত্যিক ও শিল্পী, ৫ জন প্রকৌশলী, এবং অন্যান্য ২ জন।

17
Q

বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের অপারেশনটির নাম ছিল-

A

Operation Big Bird.

✔ Operation Big Bird: পরিচয়- বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানিদের হাতে বন্দি করার প্রক্রিয়ার নাম। নেতৃত্বে- পাকিস্তান আর্মির ব্রিমেডিয়ার (অবঃ) জহির আলম জনি ও মেজর বেলাল। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের রেডিও বার্তা ছিল: The Big Bird in Cage.

18
Q

স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে?

A

ব্যারিস্টার আমিরুল ইসলাম।

স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।

☑ ‘স্বাধীনতার ঘোষণা’ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য:

পৃথিবীর যে দুটি দেশের স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন- ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ শে মার্চ প্রথম প্রহরে ওয়ারলেসের মাধ্যমে।

২৬ মার্চ অপরাহ্ন ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করেন। ২৭শে মার্চ ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান প্রথমে নিজ নামে এবং পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় ১৭ এপ্রিল ১৯৭১ সালে। (মুজিবনগর হতে)

19
Q

জাতির জনকের প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা কোন বিদ্যালয়ে?

A

গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

শৈশবে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু তাঁর পাঠ শুরু করেন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর তিনি কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বি.এ পাস করেন।বেকার হোস্টেল ছিল তৎকালীন ইসলামিয়া কলেজের মুসলিম শিক্ষার্থীদের ছাত্রাবাস। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়।

20
Q

কত সালে অসুস্থতার কারণে বঙ্গবন্ধুর লেখাপড়া বন্ধ ছিলো ?

A

১৯৩৭ সালে।

১৯৩৪ সালে ১৪ বছর বয়সে বেরিবেরি রোগের আক্রান্ত হলে তার একটি চোখ কলকাতায় অপারেশন করা হয় এবং চক্ষুরোগের কারণে তাঁর ৪ বছর পড়ালেখা বন্ধ থাকে (১৯৩৪-১৯৩৭)।

21
Q

বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?

A

১৯৪৬ সালে।

১৯৪৬ সালে তিনি ইসলামিয়া কলেজে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং এ সময় থেকে তিনি সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন।