বাংলাদেশের ইতিহাস - প্রাচীনযুগ ১ Flashcards

1
Q

বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?

A

অস্ট্রিক

বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল– অস্ট্রিক।

প্রায় পাঁচ-ছয় হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে । অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়।

খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে আর্যদের আগমনের ফলে ধীরে ধীরে অস্ট্রিক ভাষা হারিয়ে যেতে থাকে এবং বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত?

A

চন্দ্ৰদ্বীপ

পিরোজপুর জেলা প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ জনপদের অন্তর্ভুক্ত।

প্রাচীনকালে বর্তমান বাংলাদেশ কোনো ‘অখণ্ড’ রাষ্ট্র গড়ে ওঠেনি। ছোট ছোট অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল। ঐতিহাসিকরা এগুলোকে ঠিক রাজ্য বা রাষ্ট্র না বলে ‘জনপদ’ হিসেবে উল্লেখ করেছেন।

বরিশাল, পটুয়াখালি, বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ অঞ্চল প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ জনপদের অন্তর্ভুক্ত ছিল।

বঙ্গ: ‘বঙ্গ’-র সঙ্গে ‘আল’ যুক্ত হয়ে ‘বাঙ্গাল’ সেখান থেকে ‘বাংলা’ নামের উৎপত্তি। ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর অঞ্চল, ঢাকা, বৃহত্তর বরিশাল (প্রাচীন বাকেরগঞ্জ) ও পটুয়াখালী অঞ্চল এই অঞ্চলের অন্তর্গত।

সমতট: রাজধানী – বড়কামতা। কুমিল্লা ও নোয়াখালী এই অঞ্চলের অন্তর্গত।

হরিকেল: শ্রীহট্ট (সিলেট) ও চট্টগ্রাম।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

হরিকেল জনপদ-

A

সিলেটের সমার্থক।

হরিকেল জনপদ সিলেটের সমার্থক। প্রাচীনকালে বর্তমান বাংলাদেশ কোনো ‘অখণ্ড’ রাষ্ট্র গড়ে ওঠেনি। ছোট ছোট অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল। ঐতিহাসিকরা এগুলোকে ঠিক রাজ্য বা রাষ্ট্র না বলে ‘জনপদ’ হিসেবে উল্লেখ করেছেন।

সিলেট (শ্রীহট্ট) ও চট্টগ্রাম অঞ্চল প্রাচীন ‘হরিকেল’ জনপদের অংশ ছিল।

বগুড়া (মহাস্থানগড়), রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল ‘পুণ্ড্র’ জনপদের অন্তর্গত ছিল।

ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর অঞ্চল, ঢাকা, বৃহত্তর বরিশাল (প্রাচীন বাকেরগঞ্জ) ও পটুয়াখালী অঞ্চল ‘বঙ্গ’ অঞ্চলের অন্তর্গত। ‘বঙ্গ’ বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ।

সমতট: রাজধানী – বড়কামতা। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল এই জনপদের অংশ ছিল।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

A

পুন্ড্র

বাংলার সর্বপ্রাচীন ও সমৃদ্ধ জনপদের নাম ‘পুণ্ড্র’।

বগুড়া (মহাস্থানগড়), রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল এই জনপদের অন্তর্গত ছিল।

প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়ার মহাস্থানগড় (পুণ্ড্রনগর/পুণ্ড্রবর্ধন)। মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র জনপদের স্বাধীন সত্তা বিলুপ্ত হয়।

গৌড়: রাজধানী-কর্ণসুবর্ণ (চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া, বিহার ও উড়িষ্যা।)

হরিকেল: শ্রীহট্ট (সিলেট) ও চট্টগ্রাম

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল?

A

হরিকেল

হরিকেল জনপদের অন্তর্ভুক্ত অঞ্চল: সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম (বাংলার পূর্বাঞ্চল)। এখানে ভ্রমণ করেন চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ (৭ম শতকে)।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

উয়ারি বটেশ্বর’ কী?

A

প্রাচীন জনপদ

উয়ারী-বটেশ্বর ছিল গঙ্গাঋদ্ধি রাজ্যের অংশ। আড়াই হাজার বছর আগে নরসিংদীর উয়ারী-বটেশ্বরে অনেক সমৃদ্ধ সভ্যতা ছিল।

উয়ারী বটেশ্বর নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী ও বটেশ্বর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে অবস্থিত ছিল।

এটি ছিল নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

বরেন্দ্র বলতে বোঝায় কোনটি?

A

উত্তরবঙ্গ

বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত অঞ্চল: বগুড়া, দিনাজপুর, রাজশাহী, ও পাবনার কিছু অংশ (গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল)।

বর্তমানে বরেন্দ্র অঞ্চল বলতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার ১২৫টি উপজেলাকে বুঝায়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

রাজতরঙ্গিনী’ ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?

A

কলহন

‘রাজতরঙ্গিনী’ ইতিহাস গ্রন্থের রচয়িতা হলেন কলহন। তিনি কাশ্মীরের রাজা জয়সিংহের সভাকবি ছিলেন বলে জানা যায়।

কলহনের রাজতরঙ্গিনী কথার অর্থ “রাজাদের নদী”। এই ঐতিহাসিক গ্রন্থটি উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশের, বিশেষ করে কাশ্মীরের রাজাদের একটি ছন্দময় কিংবদন্তি এবং ঐতিহাসিক উপাদান।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

বাংলাদেশের মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কার হয়েছে কোথায়?

A

নাটেশ্বর

বাংলাদেশে মাটির স্তূপ ও গড় অঞ্চল খনন করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে প্রাচীন বাংলার কিছু জনপদ আবিষ্কৃত হয়।

এগুলো হলো- রাজশাহীর পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, বগুড়ার মহাস্থানগড়, নরসিংদীর উয়ারি বটেশ্বর এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নাটেশ্বর সভ্যতা।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

হরিকেল জনপদের সময়কাল-

A

৭ম শতক

হরিকেল: শ্রীহট্ট (সিলেট) ও চট্টগ্রাম।

চীনা ভ্রমণকারী ইিসং বলেছেন, হরিকেল ছিল পূর্ব ভারতের শেষ সীমায়।

আবার কারো কারো লিপিতে হরিকেলের যে পরিচয় পাওয়া যায়, তাতে বর্তমান চট্টগ্রামেরও অংশ খুঁজে পাওয়া যায়।

সব তথ্য পর্যালোচনা করে ধরে নেওয়া যায় যে পূর্বে শ্রীহট্ট (সিলেট) থেকে চট্টগ্রামের অংশবিশেষ পর্যন্ত হরিকেল জনপদে বিস্তৃত ছিল। সপ্তম ও অষ্টম শতক থেকে ১০ ও ১১ শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

বাকেরগঞ্জ বলতে কোনটিকে বোঝায় না?

A

বগুড়া

চন্দ্রদ্বীপ/বাকলা/বাকেরগঞ্জ এর অবস্থানঃ বর্তমান বরিশাল, পিরোজপুর ও বাগেহাটের কিছু অংশ। মধ্যযুগে বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

বিশেষত্ব: ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে উল্লেখিত বাকলা বর্তমান বরিশাল জেলার অন্তর্গত।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?

A

নরসিংদি

উয়ারী-বটেশ্বর ছিল গঙ্গাঋদ্ধি রাজ্যের অংশ। আড়াই হাজার বছর আগে নরসিংদীর উয়ারী-বটেশ্বরে অনেক সমৃদ্ধ সভ্যতা ছিল।

উয়ারী বটেশ্বর নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী ও বটেশ্বর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে অবস্থিত ছিল।

এটি ছিল নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

তাম্রলিপ্ত একটি-

A

নৌবন্দর

তাম্রলিপ্ত প্রাচীন বাংলার একটি প্রধান বন্দর নগরী। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত নগরী।

তাম্রলিপ্ত ছিল কলিঙ্গ রাজ্যের প্রধানতম বন্দর। ঐতিহাসিকদের মতে সম্রাট অশোক তাম্রলিপ্ত বন্দর দখল করার জন্যই কালিঙ্গের সাথে যুদ্ধ করেন। এটি দখল করার পর মৌর্য সাম্রাজ্যের প্রধান নৌ বন্দরে পরিণত হয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’ নামক গ্রন্থে কোন জনপদের নাম পাওয়া যায়?

A

গঙ্গারিডাই

গঙ্গারিডাই এর অবস্থান: ভারতীয় উপমহাদেশের বঙ্গ অঞ্চল বা বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ।

গঙ্গারিডাই এর আরও নানা নাম রয়েছে। গঙ্গাহৃদি, গঙ্গাঋদ্ধি, গঙ্গারাঢ়ী ইত্যাদি।

মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’তে উল্লেখ রয়েছে গঙ্গারিডি তথা গঙ্গাহৃদির।

মেগাস্থিনিসের বর্ণনা থেকে জানা যায়, গঙ্গার সবচেয়ে পশ্চিম ও সবচেয়ে পূর্ব নদীমুখ পর্যন্ত বিস্তৃত ছিল এই জনপদ। যার রাজধানী ছিল চন্দ্রকেতুগড়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে?

A

চাঁপাইনবাবগঞ্জ

গৌড় নগরীর অন্তর্ভুক্ত অঞ্চল: চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান ও নদীয়া জেলা।

গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায়: পাণিনির গ্রন্থে।

রাজধানী: কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লিখিত হয়েছে?

A

আইন-ই-আকবরী

ফার্সি ভাষায় ৩ খণ্ডের ‘আকবরনামা’ ও এর তৃতীয় খণ্ড ‘আইন-ই-আকবরী’ রচনা করেন আবুল ফজল। তিনি আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। আকবরের আমলে সমগ্র বাংলা পরিচিতি পায় ‘সুবেহ বাঙ্গালা’ নামে। সম্রাট আকবর মনসবদারী (পদমর্যাদা) প্রথা, বাংলা সন এবং বর্ষপঞ্জী চালু করেন। সম্রাট আকবর ফতেহপুর সিক্রি’র বুলন্দ দরওয়াজা, অমৃতসর স্বর্নমন্দির নির্মান করেন।

17
Q

গঙ্গা-ভাগিরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল কোন জনপদ?

A

সমতট

গঙ্গা-ভাগিরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল সমতট।
সমতটের অন্তর্ভুক্ত অঞ্চল-বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও ত্রিপুরা।

18
Q

বাঙালি জাতি গড়ে উঠেছে কোন জাতি থেকে?

A

দ্রাবিড়
আর্য
অষ্ট্রিক
সবগুলােই

সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়।

১। অনার্য/আর্যপূর্ব জনগোষ্ঠী ২। আর্য জনগোষ্ঠী।

অনার্য জনগোষ্ঠী ছিল ৪ ভাগে বিভক্ত। যথা- নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনীয়/মঙ্গোলীয়। বাঙালি জাতি অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে। তাই বাঙালি জাতি সংকর জাতি হিসেবে পরিচিত।

19
Q

সমতট (কুমিল্লা-নোয়াখালি) রাজ্যের উদ্ভব হয় কখন?

A

৪র্থ শতকে

সমতট (কুমিল্লা-নোয়াখালি) রাজ্যের উদ্ভব হয় ৪র্থ শতকে।

খ্রিস্টীয় ৪র্থ শতকে সমতট (কুমিল্লা-নোয়াখালি) রাজ্যের উদ্ভব হয়।

এ অঞ্চলে যারা শাসন করেন তারা হলেন বৈন্যগুপ্ত , খড়গ বংশ, চন্দ্র, বর্মণ।

বৈন্যগুপ্ত ৫০৭ খ্রিস্টাব্দে নিজেকে ‘দশ আদিত্য’ ও ‘মহারাজাধিকার’ উপাধি ধারণ করে স্বাধীন বলে ঘোষণা করে ।

সপ্তম শতকের প্রথম দিকে (৬২৫-৭০৫) সমতট অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বী খগড় রাজবংশের শাসন চলে।

খড়গদের রাজ্যের রাজধানী ‘কর্মান্ত বসাক’- যা বড় কামতা নামক স্থান বলে অনুমান করা হয়ে থাকে।

20
Q

বরেন্দ্রভূমি নামে পরিচিত?

A

রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত অঞ্চল: বগুড়া, দিনাজপুর, রাজশাহী ও পাবনার কিছু অংশ, গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। এটি একটি শক্ত মাটির জনপদ।

বর্তমানে বরেন্দ্র অঞ্চল বলতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার ১২৫টি উপজেলাকে বুঝায়।

21
Q

বরিশাল ছিল কোন জনপদের মূল ভূ-খন্ড ও প্রাণকেন্দ্র?

A

বঙ্গ

বঙ্গ জনপদের অবস্থান: ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল (বাকেরগঞ্জ) ও পটুয়াখালী।

ঋগবেদের ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে প্রথম ‘বঙ্গ’ শব্দের উল্লেখ পাওয়া যায়।

মহাভারতের বর্ণনায় বঙ্গ অঞ্চল পুন্ড্র, তাম্রলিপি ও সূহ্মের সংলগ্ন।

কালিদাসের গ্রন্থেও বঙ্গ অঞ্চলের উল্লেখ পাওয়া যায়।

বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বাস করা ‘বঙ্গ’ নামের এক জাতি হতে ‘বঙ্গ’ নামের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়।

22
Q

প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার শাসনামল থেকে?

A

শামসুদ্দিন ইলিয়াস শাহ

ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন।

প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে শামসুদ্দিন ইলিয়াস শাহ এর শাসনামল থেকে।

23
Q

বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল ?

A

মুর্শিদাবাদ

কর্ণসুবর্ণ ছিল বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী। শশাঙ্ক ছিলেন স্বাধীন রাজ্য ‘গৌড়ের’ রাজা। তিনি পুরো বাংলাকে একত্র করে শাসন করেছিলেন।
এজন্য উনাকে বাংলার প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা হয়।

24
Q

প্রাচীন বাংলায় বুনিয়াদ গড়ে ওঠেছিল-

A

আর্যপূর্ব যুগে

প্রাচীন বাংলায় বুনিয়াদ গড়ে ওঠেছিল আর্যপূর্ব যুগে।

সমগ্র বাঙালি জাতিকে মোটাদাগে দুভাগে ভাগ করা যায়।

১. প্রাক আর্য/ আর্যপূর্ব জনগোষ্ঠী/ অনার্য নরগোষ্ঠী ও
২. আর্য নরগোষ্ঠী।
প্রাক আর্য নরগোষ্ঠিকে আবার চার ভাগে ভাগ করা যায়।
ক. নেগ্রিটো, খ. অস্ট্রিক, গ. দ্রাবিড় ও ঘ. ভোটচীনীয়।

প্রায় পাঁচ-ছয় হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে এবং নেগ্রিটোদের পরাজিত করে। বাঙালি জাতির প্রধান অংশ এ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

25
Q

শালবন বিহার কোন জনপদের উদাহরণ?

A

সমতট

শালবন বিহার সমতট জনপদের উদাহরণ।

সমতট জনপদ বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও ত্রিপুরা নিয়ে গঠিত। কুমিল্লা থেকে ১২ মাইল পশ্চিমে বড় কামতায় (রোহিতগিরি) এই জনপদের রাজধানী ছিল।

শালবন বিহার ময়নামতীর প্রত্নতাত্ত্বিক খননস্থানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। কুমিল্লার কাছে কোটবাড়ির বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এটি অবস্থিত।

26
Q

মহাস্থানগড় এর পূর্ব নাম কী ছিল?

A

পুন্ড্র

মহাস্থানগড় এর পূর্ব নাম ছিল পুন্ড্র।

প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুণ্ড্র। বলা হয় যে, ‘পুণ্ড্র’ বলে এক জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বৈদিক সাহিত্য ও মহাভারতে এ জাতির উল্লেখ আছে।

পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়।

মহাস্থানগড় বগুড়া থেকে ৮ মাইল উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত।

27
Q

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ নয়-

A

রাজশাহী

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ নয় রাজশাহী। গৌড়ের অন্তর্ভুক্ত অঞ্চল- মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ।

রাজশাহী প্রাচীন বরেন্দ্র অঞ্চলের অংশবিশেষ।

28
Q

আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল-

A

উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে

আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে।

আর্যদের আদিনিবাস ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি এলাকায়। খ্রিস্টপূর্ব ১ম শতকে তারা বাংলায় প্রবেশ করে।

বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। আর্যদের আগমনের ফলে ধীরে ধীরে অস্ট্রিক ভাষা হারিয়ে যেতে থাকে এবং বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়।

29
Q

বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

A

বঙ্গ

বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।

বঙ্গ বাংলার একটি সুপ্রাচীন মানব-বসতির স্থান বা জনপদ, যা চৌদ্দ শতকে মুসলমান শাসনামলে পরিবর্তিত রূপে বাঙ্গালাহ হিসেবে পরিচিত হয়ে ওঠে।

পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়।

বঙ্গ জনপদের অবস্থান: ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল (বাকেরগঞ্জ) ও পটুয়াখালী। ‘বঙ্গ’ থেকে ‘বাঙালি’ জাতির উৎপত্তি ঘটেছিল।

30
Q

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

A

চাঁপাইনবাবগঞ্জ

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত ছিল।

গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গ নগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

31
Q

বরেন্দ্র বলতে বোঝায় কোনটি?

A

উত্তরবঙ্গ

বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত অঞ্চলঃ বগুড়া, দিনাজপুর, রাজশাহী, ও পাবনার কিছু অংশ (গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল)।

বর্তমানে বরেন্দ্র অঞ্চল বলতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার ১২৫টি উপজেলাকে বুঝায়।