Day- 04 Flashcards
Laughing Stock
হাসির পাত্র
Ex- She was the laughing stock of her class
Lead Story
মূল গল্প/ প্রধান খবর
Ex- His arrest was the lead story on the evening news
Leading Light
বিশেষ ক্ষেত্র বা সংস্থার বিখ্যাত বা প্রভাবশালী ব্যক্তি
Ex- Shakib is a leading light in the Bangladesh Cricket team
Leave a lot to be desired
সন্তোষজনক না হওয়া
Ex- Arif’s cooking leaves a lot to be desired
Leave go/hold of something
ধরে না রাখা; ছেড়ে দেওয়া; মুক্ত করে দেওয়া
Ex- Leave hold of my arm!
Leave no stone unturned
চেষ্টার ত্রুটি না রাখা
Ex- He left no stone unturned in search of getting a job
Leave someone/ something out
কাউকে বা কোনোকিছু বাদ দেয়া/ গণনায় অন্তর্ভুক্ত না করা।
Ex- I’ve made a list of names- I hope i haven’t left anyone out.
Leave someone to their own devices
স্বাধীনভাবে কাজ করতে দেওয়া
Ex- The students were left to their own devices when the teacher failed to appear on time.
Leave to chance
কোনো প্রস্তুতি না নেওয়া/ দৈবের উপর ছেড়ে দেওয়া
Ex- That’s not the kind of thing you want to leave to chance [এই বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ঠিক হবে না]
Lend one’s ear
সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা
Ex- Some NGOs lend their ears to those in crisis.
Let alone
দূরের কথা/ মোট কথা- উদাহরণের সময় পার্থক্য বোঝাতে
Ex- He couldn’t walk 10 mile let alon 5 mile [সে দশ মেইল হাটবে দূরে থাক, পাচ মাইলই হাটতে পারে না]
Let loose
স্বাধীনভাবে চলতে দেওয়া
Ex- He let the dogs loose in the courtyard
Light up
(ব্যক্তির মুখ বা অভিব্যক্তি) উজ্জ্বল হওয়া/ সুখী
Ex- Ena’s face lit up when she saw the flower
Line someone / something up
সাজানো/ সংঘটিত করা/ আয়োজন করা
Ex- Have you lined up a band to play at the party? [তুমি কি পার্টিতে বাজানোর জন্য ব্যান্ডের আয়োজন করেছ?]
Live (from) hand to mouth
দিন এনে দিন খাওয়া/ কোন রকম খেয়ে পড়ে বাঁচা
Live to tell the tale
সফলতার সাথে কঠিন পরিস্থিতি সামলানো
Ex- We had a horrific journey, but we lived to tell the tale. [আমাদের যাত্রা খুব বিপদসংকুল ছিলো, কিন্তু আমরা সফলতার সাথে তা সম্পন্ন করেছি]
Live up to one’s reputation
সুনাম অক্ষুণ্ণ রেখে চলা
Ex- He lived up to her reputation for being extremely kind and generous. [তিনি তার অত্যন্ত দয়ালু ও উদার হওয়ার সুনাম অক্ষুণ্ণ রেখেছিলেন]
Live up to something
বিশেষত উচ্চাভিলাষী প্রত্যাশা পূরণে সমর্থ হওয়া
Ex- We expected a lot of her, and her performance lived up to our expectations. [তার কাছে আমাদের অনেক উচ্চাশা ছিল এবং সে তা পূরণে সমর্থ হয়েছে]
Loaves and fishes
বৈষয়িক লাভ/ জাগতিক বিষয় অর্জন
Ex- Everything he does is for loaves and fishes.
Look alive (lively)/ Look sharp
তাড়াহুড়ো করা/ কোনো কিছু তাড়াতাড়ি করতে বলা
Ex- The bus is on the way, please look alive. [বাস আসলো বলে, তাড়াতাড়ি করো]
Look down on someone
নিজেদের থেকে অন্যদের ছোট ভাবা
Ex- Some homeowners often look down on tenants
Look forward
সানন্দে প্রতীক্ষা করা
Ex- We look forward to seeing you [আমরা আপনার দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি]
Look out for number one
নিজের জন্য যেটা ভালো মনে করে সেটাই করা
Ex- I always look out the number one for me, that’s why i chose LiveMCQ
Look something out
দেখেশুনে খুঁজে বের করা/ দেখেশুনে পছন্দ করা
Ex- I’ll look out that recipe I told you about and send it to you.
Look upto
পূজনীয়/ অনেক সম্মানের পাত্র
Ex- I have always looked up to my older brother. [আমি সবসময় আমার বড়ভাইকে অনেক শ্রদ্ধা করেছি]
Lose ground
জনপ্রিয়তা হারানো/ উন্নতি করতে না পারা
Ex- In Bangladesh football is loosing ground
Mad about
প্রবল আগ্রহ কোনো বিষয় বা ব্যক্তির প্রতি
Ex- He is mad about football [ফুটবলে তার প্রবল আগ্রহ]
Made-up
বানোয়াট/ কৃত্রিম
Ex- I don’t believe it, it is a made up story
Make a case for something
পক্ষে যুক্তি দেখানো
Ex- We will only publish a new edition if you can make a convincing case for it.
Make a killing
অর্থোপার্জনে অসাধারণ সাফল্য লাভ করা
Ex- They made a killing with the sale of their London house.
Make a living
জীবিকা অর্জন করা
Ex- He made a living by working as a cook
Make a pile
প্রচুর অর্থ অর্জন করা
Ex- He made a pile selling computers and retired by the time he was 40.
Make do
সন্তোষজনক না হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়া
Ex- We didn’t have cupboards so we made do with boxes [আমাদের তৈজসপত্র রাখার দরজাসহ আলমারি ছিলো না, তাই আমরা বক্স দিয়ে কাজ চালিয়ে নিয়েছি]
Make good
সফল হওয়া
Ex- A working-class boy made good [একটি শ্রমিক শ্রেণির ছেলে জীবনে সফল হয়েছে]
Make or break
সাফল্য অর্জন করা অথবা ধ্বংস হয়ে যাওয়া
Meet one’s Waterloo
শক্তিশালী প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়া
Ex- The governor finally met his Waterloo in the last election [গত নির্বাচনে গভর্নর চূড়ান্তভাবে পরাজিত হয়েছে
Mind/ Watch one’s manners
ভদ্র হওয়ার জন্য বিশেষ চেষ্টা করা
Ex- His mother taught him to always mind his manners with his elders
Moot point
অমীমাংসিত বিষয়
Ex- Who is the best player is a moot point.
Narrow Scape
অল্পের জন্য রক্ষা পাওয়া
Ex- We had a narrow escape from a fatal accident
Neck and neck
সমানে সমান/ প্রবল প্রতিদ্বন্দ্বিতা/ যেকোনো প্রতিযোগিতা জিততে পারে এমন অবস্থা/ বাঘে-মহিষে লড়াই
Ex- Opinions polls show that the two major parties neck and neck [মতামত জরিপে দেখা যাচ্ছে, নির্বাচনে প্রধান দুই দলের মধ্যে বাঘে মহিষে লড়াই হবে।
New/ Fresh blood
উদ্যমী/ যারা কোনো সংস্থায় যোগ দিয়ে নতুন ধারণা ও শক্তির যোগান দেয়।
Not believe someone eyes/ ears
বিস্মিত হওয়া/ নিজের চোখ বা কানকে বিশ্বাস করতে না পারা
Ex- I couldn’t believe my ears when she said they were getting divorced
On a par with
সমকক্ষ
Ex- His new book is on par with his best sellers [তার নতুন বইটি বহুল বিক্রিত বইয়ের সমতুল্য]
On and on
না থেমে, ক্রমাগত
Ex- They walked on and on [তারা ক্রমাগত হাটতেই থাকলো]
On top of something
একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো পরিবর্তন সম্পর্কে অবগত থাকা
Ex- The stock market has been unpredictable, and you really have to stay on top of things [শেয়ারবাজার খুবই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, তোমাকে তাই সবকিছুর ব্যাপারে অবগত থাকতে হবে[
Once and again
মাঝেমধ্যে
Ex- Once and again this sort of thing will happen [এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটবে]
One and all
প্রত্যেকে
Ex- He gave equal attention to one and all [সে সবাইকে সমান গুরুত্ব দিয়েছে]
Order of the day
আলোচ্য কার্যসূচী/ নির্দিষ্ট স্থান বা কালের সাধারণ বিষয়
Ex- A time in Britain’s history when small-scale agriculture was the order of the day [ব্রিটেনের ইতিহাসে ক্ষুদ্র আকারের কৃষিকাজ একসময় সাধারণ বিষয় ছিলো]
Out of gear
অকেজো হয়ে যাওয়া/ নিয়ন্ত্রণহীন
Ex- Sometimes his brain seems to slip out or gear [মাঝেমধ্যে মনেহয় তার মাথা যেনো অকেজো হয়ে গেছে]
Out of one’s wits
অত্যন্ত বিচলিত বা বিপর্যস্ত/ ভয়ার্ত
Ex- You’ll drive me out of my wits if you go on behaving in this way [তুমি এরকম করতে থাকলে আমাওএ পাগল হিয়ে যাবো]
Out of turn
অনুমোদিত সময়ের আগে বা পরে/ পালার বাইরে
Ex- He shouldn’t play out of (his) turn [তার খেলার সময় না আসলে খেলা উচিত না]
Out-of-the-wayness
দূরে/ নির্জনে/ লোকালয় থেকে দূরে
Ex- The post office is a bit out of the way [ডাকঘরটি একটু দূরে অবস্থিত]
Over the top
অতিরঞ্জিত / প্রয়োজনের অতিরিক্ত
Ex- He realized he’d gone over the too with the seating arrangements [সে বুঝতে পারলো বসার ব্যবস্থাটা নিয়ে অতিরিক্ত করা হয়ে গেছে]
Pandora’s box
চিন্তাও করে নি এমন সমস্যার উদ্ভব
Ex- Sadly, his reforms opened up a Pandora’s box of domestic problems [দুঃখজনক যে তার আইন সংস্কার অভ্যন্তরীণ সমস্যা আরো তীব্র করেছে]
Pass the buck
অন্যায়ভাবে দোষারোপ করা/ একজনের দোষ অন্যের ঘাড়ে চাপানো
Ex- She’s always trying to pass the buck and I’m sick of it!
Pay lip service to
(কোনো কাজের ক্ষেত্রে) মৌখিকভাবে একমত হওয়া, কিন্তু কোন কার্যকর পদক্ষেপ না নেওয়া
Ex- She claims to be in favour of training, but so far She’s only paid lip service to the idea.
Pick a fight/ quarrel/ argument
কারো সাথে ঝগড়া/ তর্ক করা/ উস্কানি দেওয়া
Play duck and drakes
অপব্যবহার করা/ টাকা উড়ানো
Ex- Rahim played duck and drakes with the financial system of the company [রহিম কোম্পানির অর্থনৈতিক কাঠামো নিয়ে ছিনিমিনি খেলেছে]
Point-blank
কোনো রাখঢাক না রেখে সরাসরি/ বুলেট, মিসাইল ইত্যাদি ফায়ারের ক্ষেত্রে খুব কাছে থেকে গুলি করা
Ex- He refused point-blank to be photographed [সে সরাসরি বলে দিলো ছবি তুলবে না]
Pot luck
হাতের কাছে যা পাওয়া যায় তার সদ্ব্যবহার করা
Ex- We had no idea which hotel would be best, so we just took pot luck with the first one on the list.
Pull oneself together
আত্মসংবরণ করা
Ex- Just pull yourself together, there’s no point crying about it.
Pull someone’s leg
কারো দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে হাসিতামাশা করা/ কাউকে বিরক্ত করা
Ex- Stop pulling my leg- you didn’t have lunch with Bill Gates [আমার সাথে ঠাট্টা করা বন্ধ করো, তুমি বিল গেটসের সাথে দুপুরে খাবার খাও নি]
Pull strings
প্রভাব খাটানো/ প্রতিপত্তি জাহির করা
Ex- I maybe able to pull a few strings if you need the document urgently.
Pull the wool over someone’s eyes
ধোঁকা দেওয়া
Ex- I’m not stupid, you can’t pull the wool over my eyes like that.
Put off something
বাতিল বা মুলতবি করা/ দেরী করানো
Ex- The meeting has been put off for a week.
Put someone up to something
কাউকে খারাপ কিছু করার মতলব যোগানো
Ex- She never stole anything before- maybe her friends put her up to it.
Put the cart before the horse
নিয়মসিদ্ধ নয় এমন উলটো কাজ করা/ প্রকৃতির বিরুদ্ধ কিছু করা
Ex- Aren’t you putting the cart before the horse by deciding what to wear for the wedding before you’ve even been invited to it?
Put their heads together
পরামর্শ করে একত্রে কাজ করা (সমস্যার সমাধানে)
Ex- I think if we put our heads together we can come up with something.
Rank and file
সাধারণ স্তরের
Ex- He is a rank-and-file solider
[সে একজন সাধারণ সৈনিক]
Rise to the occasion/ challenge
কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ প্রচেষ্টা/ তাল মিলিয়ে চলা
Ex- When the company needed to increase its sales, its employees rose to the challenge [যখন কোম্পানির বিক্রয় বাড়ানো প্রয়োজন হলো তখন কর্মীরা এই চাহিদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করলো]
Root and branch
সমূল/ অমূল/ সম্পূর্ণরূপে
Ex- We need root-and-branch reform of rape laws of our country.
Run counter to
বিরুদ্ধ হওয়া/ কারো সাথে মতের অমিল হওয়া
Ex- His theory run counter to the beliefs of his time [তার তত্ত্ব তার সময়ের বিশ্বাসের বিরুদ্ধে ছিলো]
Run low/ short
ফুরিয়ে যাওয়া/ ঘাটতি
Ex- Food supplies had run short
Run riot
উন্মত্ত এবং লাগামহীন আচরণ
Ex- I dread them coming here because they let their kids run riot
Scapegoat
বলির পাঠা
Ex- The captain was made a scapegoat for the team’s failure.
Serve one’s/ it’s turn
প্রয়োজন মেটানো/ উপকারে আসা
Ex- History throws individuals away once they have served their turn [কেউ তার দায়িত্ব শেষ করার পর ইতিহাস তাকে ভুলে যায়]
Sit on the fence
বিতর্কিত বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়া/ নিরপেক্ষতা অবলম্বন করা
Ex- You can’t sit on the fence any longer- you have to decide whose sidw you’re on.