Day- 04 Flashcards
Laughing Stock
হাসির পাত্র
Ex- She was the laughing stock of her class
Lead Story
মূল গল্প/ প্রধান খবর
Ex- His arrest was the lead story on the evening news
Leading Light
বিশেষ ক্ষেত্র বা সংস্থার বিখ্যাত বা প্রভাবশালী ব্যক্তি
Ex- Shakib is a leading light in the Bangladesh Cricket team
Leave a lot to be desired
সন্তোষজনক না হওয়া
Ex- Arif’s cooking leaves a lot to be desired
Leave go/hold of something
ধরে না রাখা; ছেড়ে দেওয়া; মুক্ত করে দেওয়া
Ex- Leave hold of my arm!
Leave no stone unturned
চেষ্টার ত্রুটি না রাখা
Ex- He left no stone unturned in search of getting a job
Leave someone/ something out
কাউকে বা কোনোকিছু বাদ দেয়া/ গণনায় অন্তর্ভুক্ত না করা।
Ex- I’ve made a list of names- I hope i haven’t left anyone out.
Leave someone to their own devices
স্বাধীনভাবে কাজ করতে দেওয়া
Ex- The students were left to their own devices when the teacher failed to appear on time.
Leave to chance
কোনো প্রস্তুতি না নেওয়া/ দৈবের উপর ছেড়ে দেওয়া
Ex- That’s not the kind of thing you want to leave to chance [এই বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ঠিক হবে না]
Lend one’s ear
সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা
Ex- Some NGOs lend their ears to those in crisis.
Let alone
দূরের কথা/ মোট কথা- উদাহরণের সময় পার্থক্য বোঝাতে
Ex- He couldn’t walk 10 mile let alon 5 mile [সে দশ মেইল হাটবে দূরে থাক, পাচ মাইলই হাটতে পারে না]
Let loose
স্বাধীনভাবে চলতে দেওয়া
Ex- He let the dogs loose in the courtyard
Light up
(ব্যক্তির মুখ বা অভিব্যক্তি) উজ্জ্বল হওয়া/ সুখী
Ex- Ena’s face lit up when she saw the flower
Line someone / something up
সাজানো/ সংঘটিত করা/ আয়োজন করা
Ex- Have you lined up a band to play at the party? [তুমি কি পার্টিতে বাজানোর জন্য ব্যান্ডের আয়োজন করেছ?]
Live (from) hand to mouth
দিন এনে দিন খাওয়া/ কোন রকম খেয়ে পড়ে বাঁচা
Live to tell the tale
সফলতার সাথে কঠিন পরিস্থিতি সামলানো
Ex- We had a horrific journey, but we lived to tell the tale. [আমাদের যাত্রা খুব বিপদসংকুল ছিলো, কিন্তু আমরা সফলতার সাথে তা সম্পন্ন করেছি]
Live up to one’s reputation
সুনাম অক্ষুণ্ণ রেখে চলা
Ex- He lived up to her reputation for being extremely kind and generous. [তিনি তার অত্যন্ত দয়ালু ও উদার হওয়ার সুনাম অক্ষুণ্ণ রেখেছিলেন]
Live up to something
বিশেষত উচ্চাভিলাষী প্রত্যাশা পূরণে সমর্থ হওয়া
Ex- We expected a lot of her, and her performance lived up to our expectations. [তার কাছে আমাদের অনেক উচ্চাশা ছিল এবং সে তা পূরণে সমর্থ হয়েছে]
Loaves and fishes
বৈষয়িক লাভ/ জাগতিক বিষয় অর্জন
Ex- Everything he does is for loaves and fishes.
Look alive (lively)/ Look sharp
তাড়াহুড়ো করা/ কোনো কিছু তাড়াতাড়ি করতে বলা
Ex- The bus is on the way, please look alive. [বাস আসলো বলে, তাড়াতাড়ি করো]
Look down on someone
নিজেদের থেকে অন্যদের ছোট ভাবা
Ex- Some homeowners often look down on tenants
Look forward
সানন্দে প্রতীক্ষা করা
Ex- We look forward to seeing you [আমরা আপনার দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি]
Look out for number one
নিজের জন্য যেটা ভালো মনে করে সেটাই করা
Ex- I always look out the number one for me, that’s why i chose LiveMCQ
Look something out
দেখেশুনে খুঁজে বের করা/ দেখেশুনে পছন্দ করা
Ex- I’ll look out that recipe I told you about and send it to you.
Look upto
পূজনীয়/ অনেক সম্মানের পাত্র
Ex- I have always looked up to my older brother. [আমি সবসময় আমার বড়ভাইকে অনেক শ্রদ্ধা করেছি]
Lose ground
জনপ্রিয়তা হারানো/ উন্নতি করতে না পারা
Ex- In Bangladesh football is loosing ground
Mad about
প্রবল আগ্রহ কোনো বিষয় বা ব্যক্তির প্রতি
Ex- He is mad about football [ফুটবলে তার প্রবল আগ্রহ]
Made-up
বানোয়াট/ কৃত্রিম
Ex- I don’t believe it, it is a made up story
Make a case for something
পক্ষে যুক্তি দেখানো
Ex- We will only publish a new edition if you can make a convincing case for it.
Make a killing
অর্থোপার্জনে অসাধারণ সাফল্য লাভ করা
Ex- They made a killing with the sale of their London house.