Day- 03 Flashcards
From cradle to grave
একজনের সম্পূর্ণ জীবনকাল/ দোলনা থেকে কবর পর্যন্ত
Ex- She lived in the same village from the cradle to the grave.
Full of oneself
নিজের ব্যাপারে খুব উচ্চ ধারণা পোষণ করা
Ex- She never stops talking about herself and is full of herself.
Functus officio
দায়িত্বে নেই/ দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত
Ex- Once a court has passed a valid sentence after a lawful hearing, it is functus officio and cannot reopen the case.
Gain ground
জনপ্রিয় হওয়া বা গ্রহনযোগ্যতা পাওয়া/ অগ্রসর হওয়া; উন্নতি করা
Ex- The company has been gaining ground of its competitors [সংস্থাটি তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যাচ্ছে]
Get away with
(অপ্রত্যাশিত কিছু থেকে) পলায়ন করা
Ex- If he thinks he can get away with cheating me, he’s very much mistaken
Gift of the gab
বাকপটু হওয়া/ আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা
Ex- She’s git the gift of gab- she should work in sales and marketing
Give (or lend) a hand
সহযোগিতা করা
Ex- The policemen lent a hand in getting the stretcher up the steps
Give away something
গোপন কথা বলে দেওয়া/ অনিচ্ছাকৃতভাবে মনের ভাব ব্যক্ত করা
Ex- The look on her face gave her away [তার মুখভঙ্গিই সব বলে দিচ্ছে]
Give in/ up
পরাজয় মেনে নেওয়া/ বশ্যতা স্বীকার করা
Ex- He reluctantly gave in to pressure [সে চাপের মুখে নতি স্বীকার করলো]
Give way
১. ভেঙ্গে পড়া ২. প্রতিস্থাপিত হওয়া ৩. রাস্তা ছেড়ে দেওয়া
Ex- You have to give way to traffic coming from the right [তোমাকে ডান দিক থেকে আসা গাড়িগুলোকে রাস্তা ছেড়ে দিতে হবে]
Give one’s right arm
কোনকিছু পেলে বা করতে পারলে খুশির তীব্রতা বুঝাতে/ যারপর নাই খুশি হওয়া
Ex- I would gave my right arm to meet the president [রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারলে যারপরনাই খুশি হতাম]
Go along with
একমত হওয়া
Ex- The G7 will decide the matter, and the IMF is expected to go along with the decision
Go all out
সর্বোচ্চ চেষ্টা করা
Ex- His company always went all out to make the customer happy.
Go in for
পছন্দ অথবা অভ্যাস থেকে অংশ নেওয়া/ আগ্রহ প্রকাশ করা
Ex- Are you planning to go in for the 100 metres race?
Go over
বিবেচনা করা/ খতিয়ে দেখা/ পরীক্ষা করা
Ex- I want to go over these plans with you again [আমি তোমার সাথে এই পরিকল্পনা আবার খতিয়ে দেখতে চাই]
Go through
খোঁজা/ খতিয়ে দেখা
Ex- I’m going through my wardrobe [আমি আমার ওয়্যার ড্রোব ঘেটে দেখছি] and throwing out all the clothes I don’t wear any more.
Go to the dogs
গোল্লায় যাওয়া
Ex- The country is going to the dogs.
Go up in smoke/ end up in smoke
নিস্ফল হওয়া/ ব্যর্থতায় পর্যবসিত হওয়া
Ex- When the business went bankrupt, twenty years of hardwork went up in smoke.
Grasp/ Clutch/ Catch at a straw (s)
খড়কুটো আঁকড়ে ধরা
Ex- She offered to take a pay cut to keep her job, but she was just clutching at straws [সে তার চাকুরিটা বাঁচানোর জন্য তার বেতন কমানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু এটা ছিল খড়কুটো আঁকড়ে থাকার চেষ্টা]
Habeas corpus
বিনা বিচারে আটক না থাকার অধিকার
Ex- Habeas corpus should not be denied
Half a chance
ক্ষীনতম সুযোগ/ কিছু সুযোগ
Ex- Given half a chance he can make anything work [সামান্য সুযোগ পেলে সে যেকোনো কিছু করতে পারে]
Hand in glove/ hand and glove
সহযোগী হিসেবে গভীর সর্ম্পক/ খারাপ কাজ করার সঙ্গী
Ex- They were working hand in glove with our enemies [তারা আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়ে কাজ করছিলো]
Hard and fast
বাঁধা-ধরা/ অপরিবর্তনীয় ভাবে লিপিবদ্ধ
Ex- There’re no hard and fast rules about that.
Hard up
দরিদ্র/ অভাবগ্রস্থ/ স্বচ্ছল নয়
Ex- I’m too hard up to buy fancy clothes.
Have/ Gain the upper hand
কোন কিছু/ কারোর উপর সুবিধা নেওয়া বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা
Ex- He usually has the upper hand because he’s older [সে বড় হওয়ার কারণে সবসময় সুবিধা পায়]
Have butterflies in stomach
খুব বিচলিত বোধ করা
Ex- I had terrible butterflies before I gave that talk in Venice [ভেনিসে বক্তব্য দেওয়ার আগে আমি খুব বিচলিত ছিলাম]
Had feet of clay
যে দোষ লুকিয়ে রাখা হয়
Ex- Some of the greatest geniuses in history had feet of clay
Have one’s head in the clouds
পরিস্থিতি সর্ম্পকে পূর্ণ ধারণা না রাখা/ আকাশ কুসুম কল্পনা
Ex- He’s always got his head in the clouds [সে সর্বদাই দিবা-স্বপ্নে বিভোর থাকে]
Head over ears
গভীরভাবে
Ex-:He is in head over ears debt [সে খুব ঋণগ্রস্ত]
Head over heels (in love)
গভীরভাবে একজনের প্রেমে পরা
Ex- Rahim fell head over heels in love with Zarin.
Herculean task
খুব কঠিন কাজ যা করতে অনেক শক্তি এবং প্রচেষ্টার প্রয়োজন হয়
Ex- To do this project within the deadline is a herculean task.
High spirits
খুব খুশি এবং আগ্রহী/ উচ্ছ্বসিত
Ex- All the children were in high spirits on the last day of school.
Hold water
গ্রহণযোগ্য / প্রমাণ সাপেক্ষে টিকে থাকা/ ধোপে টিকে থাকা
Ex- This argument just doesn’t hold water.
Hole-and-corner
জনসম্মুখে না আসা/ গোপন করা/ চোরাগুপ্তা
Ex- This is a hole-and-corner wedding [এটা একটি গোপন বিয়ে]
Hot potato
এমন কোনো বিষয় যার বিহিত করা দুরূহ বা অপ্রীতিকর
Ex- The abortion issue is a political hot potato in the United States
Hotchpotch
বিশৃঙ্খলা / জগাখিচুরি
Ex- The palace seems to be a complete hotchpotch of architectural styles.
Hush money
সাধারণত কলঙ্কজনক কোন কিছু চাপা দেওয়ার জন্য প্রদত্ত অর্থ/ ঘুষ
Ex- He’s accused of paying her hush money to keep their affair Secret.
In a body
সবাই মিলে একসাথে
Ex- The soldiers moved swiftly in a body towards the building [সৈন্যরা দ্রুতবেগে একসাথে বিল্ডিং এর দিকে অগ্রসর হলো]
In consonance with
মিল/একমত
Ex- His beliefs are in consonance with the political party’s views.
In for a penny, in for a pound
যেকোনো মূল্যে সূচিত কাজ সম্পন্ন করতেই হবে
Ex- I’m sure we can do this, in for a penny, in for a pound.
In full swing
জোরকদমে/ পুরোদমে
Ex- The economic recovery is now in full swing.
In good time
হাতে যথেষ্ট সময় নিয়ে/ দ্রুততার সাথে/ যথাযথ সময়ে
Ex- We will be at the airport in good time.
In lieu of
বদলে/ পরিবর্তে
Ex- Let’s play cricket in lieu of going to the cinema.
In low spirits
বিষণ্ণ, মনমরা
Ex- Everyone was in low spirits because of the rainy weather.
In seventh heaven
মহাখুশি
Ex- After i was given my first camera I was in seventh heaven.
In the aftermath
পরবর্তী প্রভাব
Ex- Many more have died in the aftermath of the explosion.
In the dark
অন্ধকারে রাখা বা থাকা/ জানা দরকার এমন জিনিস সম্পর্কে অবহিত নয়
Ex- Our boss tends to keep us in the dark most of the time.
In the nick time
শেষ মুহূর্তে / সন্ধিক্ষণে
Ex- We got there just in the nick of time.
In the pink
পূর্ণ স্বাস্থ্যবান/ খুব ভালো অবস্থা
Ex- After the excellent result, I’m in the pink now.
In teeth of
প্রবল বিরোধিতা/ সরাসরি বিরোধিতা
Ex- The bill is passed in the teeth of strong opposition.
In the wake of
একটা কাজের ফলস্বরূপ কিছু ঘটা/ পিছনে পিছনে
Ex- Airport security was extra tight in the wake of yesterday’s bomb attacks [গতকালের বোমা হামলার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে]
In vain
নিস্ফল, বৃথা
In view of
অবস্থাদৃষ্টে/ পরিপ্রেক্ষিতে
Ex- In view of late hour, we’ll have to put off that discussion untill our next meeting.
In/ By fits and starts
অনিয়মিত ভাবে ঘটা
Ex- If you study by fits and starts you will make no progress
It’s all Greek to me/ Greek and Latin
দুর্বোধ্য/ যা বলা বা লেখা হয়েছে তা বুঝা যায় না
Jack of all trades and master of none
সবজান্তা শমসের/ নানা ধরনের কাজ কিছু কিছু জানে কিন্তু কোনটাতেই দক্ষ নয় এমন
Keep (Someone) at it
কাউকে কিছু করতে জোর করা
Ex- The coach kept us (hard) at it untill late afternoon.
Keep an account of/ keep books
হিসাব রাখা
Ex- I kept a weekly account of my workload and activities.
Keep hold of
ধরে রাখা; ছেড়ে না দেওয়া
Ex- He kept hold of her hand while they crossed the road.
Keep in with
সুসম্পর্ক/ বন্ধুত্ব বজায় রেখে চলা
Ex- If you want to do well in this company, keep in with the boss.
Keep off
রোধ করা/ বিরিত রাখা/ সরে থাকা
Ex- Keep your hands off! It’s mine.
Keep one’s finger’s crossed
পরিকল্পনার চরম সাফল্য সর্ম্পকে আশা পোষণ করা
Ex- Let’s keep our fingers crossed that it doesn’t rain [আশা রাখি যে আজ বৃষ্টি হবে না]
Keep something down
দমিয়ে রাখা
Ex- It’s all part of conspiracy to keep the opposition down.
Keep something from
অন্যের কাছ থেকে গোপন রাখা
Ex- He can keep nothing from his wife
Keep the flag flying
সমর্থন যোগানো/ পতাকা তুলে ধরা
Ex- The diplomats represent our country aboard and keep the country’s flag flying.
Keep one’s hair on
কাউকে মাথা ঠান্ডা রাখতে বলা
Ex- Keep your hair on! Your car isn’t badly damaged.
Keep one’s nose out of
অন্যের ব্যাপারে নাক না গলানো
Keep one’s pecker up
মনোবল অটুট রাখা/ নিরুদ্যম না হওয়া
Ex- Keep you pecker up-prison food isn’t as bad as you think.
Kill someone with kindness
বেশি আদর বা করুণা দেখিয়ে কারো মাথা খাওয়া/ নষ্ট করা
Ex- You’re killing your son with kindness, he is going to dogs day by day.
Kith and kin
আত্মীয় স্বজন
Know no bounds
কোন সীমা নেই/ সীমাহীন
Ex- His generosity knows no bounds.