2nd Chapter Flashcards
উদ্ভিদের সব অংশে কিসের উপস্থিতি লক্ষ্য করা যায়
প্যারেনকাইমা
কোনটি বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি
কোলেনকাইমা
কোন টিস্যুর কোষ গুলো লম্বাটে ও সজীব
কোলেনকাইমা
কোলেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি
খাদ্য প্রস্তুত উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা
কোলেনকাইমাকে কোথায় দেখা যায়
পাতার শিরা ও পত্রবিন্তে
কোথায় কোলেনকাইমা দৃঢতা প্রদান করে
কুচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়ো দন্ড কলসের কান্ডে
স্টিলেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি
উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান এবং পানীয় খনিজ লবণ পরিবহন করা
কোথায় স্কেল রাইট টিস্যু দেখা যায়
নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স ফল ও বিস্তকে
বহিঃক জাইলেম এবং ফ্লেম এর সাথে একত্রে পত্র বৃন্তে রূপে থাকতে পারে কোনটি
স্ক্লেরাইড
ট্রাকেট কোথায় দেখা যায়
ফান বর্গ নগ্নবীজী ও আবৃতি বিচ্ছেদ উদ্ভিদের প্রাথমিক ও গৌণ চাইলেম কলায়
ট্রাকিডের প্রধান কাজ কি
কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা
তবে কখনো খাদ্য সঞ্চার কাজ এটি শো করে থাকে
কোন উদ্ভিদের সব অঙ্গে ভেসেল দেখা যায়
গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে
কোনটির প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে
নগ্নবীজি উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে
রেসেলের প্রধান কাজ কি
পানি এবং খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ
জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ কি
খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা
জাইলেম ফাইবার কোথায় অবস্থান করে
দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেম এ অবস্থান করে
জাইলেম ফাইবারের প্রধান কাজ কে
পানি ও খনিজ পদার্থ পরিবহন খাদ্য সঞ্চয় ও উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা
সিভ কোষের প্রাচীর কি যুক্ত
লিগনিন
সভনল কোথায় থাকে
সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে
কোন কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে
ফার্ন জাতীয়, নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদে
কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না
একবীজপত্রী উদ্ভিদের
পাটেরাস এক ধরনের কি ফাইবার
বাস্ট ফাইবার
ফ্লোয়েম ফাইবার কিভাবে উৎপন্ন হয়
উদ্ভিদঙ্গের গৌণ বৃদ্ধির সময়
কোলেনকাইমার কোষ প্রাচীরে কি জমা হয়ে প্রাচীর পুরু হয়
সেলুলোজ ও পেকটিন