14th CHAPTER Flashcards
কে সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন
কার্ল এরেকি
কত সালে হাঙ্গেরিও প্রকৌশলী কালে রেখে বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন
১৯১৯ সালে
গাজন ও চুলায় করনের মতো প্রযুক্তি জ্ঞান মানুষ কত বছর আগেই রপ্ত করেছে
৮ হাজার বছর আগে
কে কওলী তথ্য ও জেনেটিকসের সূত্রগুলো আবিষ্কার করেন
গ্রেগর জোহান মেন্ডেল
কত সালে গ্রেগর জোহান মেন্ডেল করলি তত্ত্ব ও জেনেটিক্স এর সূত্রগুলো আবিষ্কার করেন
১৮৬৩ সালে
টিস্যু কালচার কিসের শাখা
উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত নতুন শাখা
উদ্ভিদের কোন কোন অঙ্গ বিশ্ব কালচারের জন্য ব্যবহার করা হয়
পরাগরেণু, শীর্ষ বা পার্শ্ব মুকুল, পর্ব, মূলাংশ ইত্যাদি
টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে কি বলে
এক্স প্লান্ট
টিস্যু কালচারে প্রায় কঠিন মাধ্যম তৈরি করার জন্য কোন জমাট বাধার উপাদান ব্যবহার করা হয়
অ্যাগার
অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রা রাখা হয়
১২১° ডিগ্রি সেলসিয়াস
অটোক্লেভ মেশিনের চাপ কত থাকে
15 lb/sq. inch
কতক্ষণ অটোক্লেম যন্ত্র কার্যকর রাখা হয়
২০ মি
নিয়ন্ত্রিত কক্ষে তাপমাত্রা কত থাকে
২৫+_ ২
কে প্রমাণ করে দেখান যে সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরি স্টেম থেকে এক বছরে ৪০ হাজার চারা পাওয়া সম্ভব
ফরাসি বিজ্ঞানী George Morel
কোথায় এক বছরে 50 মিলিয়ন অণু ছাড়া চারা উৎপাদন করা হয়
থাইল্যান্ডে
কত সালে কে মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করে
১৯৫২ সালে মার্টিন
কোথায় Oil Palm- এর বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়
মালয়েশিয়া
টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অংস্ট টুকরার মাধ্যমে বছরে কতটি চারা পাওয়া সম্ভব
৪৪ কোটি
কি থেকে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে
জুই সাস্পেনশন থেকে
ফুল উৎপাদনকারী বৃক্ষ কোনগুলো
চন্দ্রমল্লিকা গ্লাডিওলাস লিলি ও কার্নেশান
মানুষের অন্তরে কোন ব্যাকটেরিয়া বসবাস করে
Escherichia coli / E. coli
কোন এনজাইমটি আঠার মত কাজ করে
লাইগেজ
ট্রান্সফর্মেশন এর ফলে নতুন যে জীবের উদ্ভব ঘটে তাকে কি বলে
ট্রান্সজেনিক জীব বলে
কোন ব্যাকটেরিয়া জ্বীন শস্যে প্রবেশ করার কারণে জেনেটিক ভাবে পরিবর্তিত শস্যসমূহ বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে
Bacillus thuringiensis (Bt)
বিটি ধান কোথায় উদ্ভাবিত হয়েছে
চিনে
কোন প্রোটিন স্থানান্তরের মাধ্যমে ToMV, TMV, TMGMV প্রতিরোধে ফসলে জাত উদ্ভাবন করা হয়েছে
ভাইরাল কোট প্রোটিন
রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম কিসের জাত উদ্ভাবন করা হয়েছে
পেঁপের জাত
লেট ব্লাইট ছত্রাক প্রতিরোধে জিন স্থানান্তরের মাধ্যমে কিসের জাত উদ্ভাবনের জন্য গবেষণা চলছে
লেট ব্লাইট প্রতিরোধে গোল আলুর জাত
কোন দুটির মধ্যে একই সাথে একাধিক বৈশিষ্ট্য প্রবেশ করানো হয়েছে
তুলা ও ভুট্টার মধ্যে
ধানে কি স্থানান্তর করা হয়েছে
ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন
গরুর দুধে আমিষে পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিনিস স্থানান্তর করা হয়েছে
Protein C
ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কোন দুটি চীন ব্যবহার করা হয়
CysE and CysM
মাগুর, কমন কার্প, লইট্টা তেলাপিয়া মাছে কোন মাছের হরমোন ব্যবহার করা হয়েছে
শ্যামন মাসের দৈহিক বৃদ্ধি হরমোন
বিভিন্ন মাছের জিনিস এমন মাসে দৈহিক বৃদ্ধি হরমোন অনুপ্রবেশের ফলে মাছের আকার করা কত শতাংশ বৃদ্ধি করা সম্ভব হয়েছে
৬০%
কোনটি পরিবেশের তেল ও হাইড্রোকার দূরত্ব নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম
Pseudomonas