10th Chapter Flashcards
উদ্ভিদের কোন কোন কোষ হরমোন তৈরি করতে পারে
উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন তৈরি করতে পারে
পসটুলেটেড হরমোন কিসের বিকাশে সাহায্য করে
ফুল ও জনসংশ্লিষ্ট অঙ্গের
ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয় কোথায় স্থানান্তরিত হয়
পাতায় উৎপন্ন হয়ে পত্রমূলে স্থানান্তরিত হয় এবং পত্রমুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে
ফ্লোরিজেন উদ্ভিদে কোন কাজে সহায়তা করে
ফ্লোরিজন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে
কোনটির প্রয়োগের শাখা-কলমে মূল গজায়
অক্সিন
কোনটি প্রয়োগের ফলে অকালে ফলের ঝরা বন্ধ হয়
অক্সিন
উদ্ভিদ কোষে অক্সিন এর পরিবহন কিভাবে হয়
নিম্নমুখী ভাবে হয়
কোনটির প্রভাবে অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়
অক্সিন এর প্রভাবে
বীজ হীন ফল উৎপাদনে কিসের ব্যবহার রয়েছে
অক্সিন ও জিবেরেলিন
ধানের কোন রোগের ফলে ধান গাছের অতি বৃদ্ধি ঘটে
বাকানি
অধিকাংশ জিবেরেলিন কোথায় থাকে
উদ্ভিদের পাকা ভিজে থাকে
সাইটোকাইনিন হরমোন কোথায় পাওয়া যায়
ফল শস্য এবং ডাবের পানিতে তবে কোন কোন উদ্ভিদের মূলে ও এদের পাওয়া যায়
কোনটির ফলে ক্যাম্বিয়াম এর কার্যকারিতা বৃদ্ধি পায়
ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের অক্সিনের প্রভাবে
ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পেলে কোন ধরনের অনিয়ন্ত্রিত কোষ গুচ্ছের সৃষ্টি হয়
ক্যালাস নামক অনিয়ন্ত্রিত কোষ বিচ্ছেদ সৃষ্টি হয়
অভিকর্ষ উপলব্ধি কাকে বলে
ভ্রুণমূল বা ধ্রনকাণ্ডের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে একে অভিকর্ষ উপলব্ধি বলে
ছোটদিনের উদ্ভিদ কোনগুলো
চন্দ্রমল্লিকা, ডালিয়া
বড়দিনের উদ্ভিদ কোনগুলো
লেটুস, ঝিঙা
আলোক নিরপেক্ষ উদ্বৃত্ত কোনগুলো
সূর্যমুখী শশা
ভার্নালাইজেশন কাকে বলে
সত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়াকে
চলন সব সময় কিসের কারণে ঘটে
প্রভাবকের
পিপড়া খাদ্যের খোঁজ পেলে বাসায় আসার পথে কোন হরমোন নিঃসরণ করে
ফেরোমন
বাতাসে ফেরোমন নিশ্চিত হলে কত কিলোমিটার দূর থেকেও তার সঙ্গে আকৃষ্ট হয়
দুই থেকে চার কিলোমিটার
সেরিব্রাম কোন পর্দা দিয়ে আবৃত থাকে
মেনেনজেস
কর্টেক্স কি
সেরিব্রামের বাইরের স্তরের নাম পারটেক্স
কোনটি দর্শন ও শ্রবণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
মধ্য মস্তিষ্ক
বিভিন্ন পেশির কাজের মধ্যে সমন্বয় সাজানো ভারসাম্য রক্ষা করা কোনটির কাজ
মধ্য মস্তিষ্ক
পনস এর আকৃতি কেমন
নল আকৃতি
মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ কোনটি
মিডুলা অবলংগাটা
মোট কত জোড়া করোটিক স্নায়ু রয়েছে
১২ জোড়া
মোট ১২জুলাস না করোটিক স্নাইয়ের মধ্যে কত জোড়া মেডুলা অবলাং গাটা থেকে বের হয়ে আসে
আট জোড়া
মেরো রজ্জুতে অবস্থিত সেত পদার্থ ধূসর পদার্থের অবস্থান কেমন
মস্তিষ্কের ঠিক উল্টো
দুই কষ্টের মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরু রজ্য থেকে কত জোড়া মেরু রাজ্য স্নায়ু বের হয়ে আসে
৩১ জোড়া
অ্যাকশন যে পাতলা আবরণ দিয়ে আবৃত থাকে তাকে কি বলে
নিউরিলেমা
সিন্যাপসে কোন তরল পদার্থটি থাকে
নিউরো হিউমার
সিন্যাপসে কোন পদ্ধতিতে স্নায়ুতার না প্রবাহিত হয়
তড়িৎ রাসায়নিক
মানুষের মস্তিষ্কে কত নিউরণ রয়েছে
১০০ বিলিয়ন
প্রতিটি নিউরন অন্য কতটি নিউরনের সাথে সংযোগ করে থাকে
৭ থেকে ১০ হাজার নিউরনের সাথে
কোনটি স্নায় তাড়না প্রেরণ করে
অ্যাক্সন