বাগধারা Flashcards
1
Q
অক্কা পাওয়া
A
মারা যাওয়া
2
Q
অন্ধের যষ্টি
A
একমাত্র অবলম্বন
3
Q
অরণ্যে রােদন
A
নিষ্ফল আবেদন/অনুনয়
4
Q
আঙুল ফুলে কলাগাছ
A
হঠাৎ বড়ালােক হওয়া
5
Q
আষাঢ়ে গল্প
A
আজগুবি গল্প
6
Q
উড়ােচিঠি
A
বেনামি চিঠি
7
Q
এসপার ওসপার
A
চূড়ান্ত মীমাংসা
8
Q
কড়ায় গন্ডায়
A
চুলচেরা হিসাব
9
Q
কলুর বলদ
A
একটানা খাটুনি
10
Q
কুয়াের ব্যাঙ
A
সংকীর্ণমনা লােক
11
Q
খেজুরে আলাপ
A
অকাজের কথা
12
Q
গড্ডলিকা প্রবাহ
A
অন্ধ অনুকরণ
13
Q
গোঁফ খেজুরে
A
খুব অলস
14
Q
গােল্লায় যাওয়া
A
নষ্ট হওয়া
15
Q
চোখে সরষে ফুল দেখা
A
বিপদে দিশেহারা হওয়া
16
Q
জিলাপির প্যাঁচ
A
কূটবুদ্ধি
17
Q
টনক নড়া
A
সজাগ হওয়া
18
Q
ডুমুরের ফুল
A
অদৃশ্য বস্তু
19
Q
তালপাতার সেপাই
A
ছিপছিপে
20
Q
তাসের ঘর
A
স্বল্পস্থায়ী
21
Q
তীর্থের কাক
A
সুযােগ সন্ধানী
22
Q
দা-কুমড়া সম্পর্ক
A
শক্রতা
23
Q
দুধের মাছি
A
সুসময়ের বন্ধু
24
Q
পটল তােলা
A
মারা যাওয়া
25
বিনা মেঘে বজ্রপাত
অপ্রত্যাশিত বিপদ
26
ভিজে বিড়াল
কপট ব্যক্তি
27
মগের মুল্লুক
অরাজকতা
28
লেফাফা দুরস্ত
বাইরে পরিপাটি
29
সােনায় সােহাগা
উপযুক্ত মিলন
30
হাতেখড়ি
শিক্ষার শুরু
31
অকট বিকট
ছটফটানি
32
অজগর বৃত্তি
আলসেমি
33
অগত্যা মধুসূদন
অনন্যোপায় হয়ে
34
অকাল বােধন
অসময়ে আবির্ভাব
35
অন্নজল ওঠা
শেষ সময় আসা
36
অক্ষয় বট
প্রাচীন মানুষ
37
অন্তর টিপুনি
গােপন ব্যথা
38
অতি দর্পে হত লঙ্কা
অহংকারের পতন
39
অষ্টব্রজ সম্মেলন
বিখ্যাত ব্যক্তিদের সম্মেলন
40
অকাল কুম্মাণ্ড
অনিষ্টকারী ব্যক্তি/ অপদার্থ
41
অগ্নি পরীক্ষা
কঠিন পরীক্ষা
42
অক্ষরে অক্ষরে
যথাযথ
43
অদৃষ্টের পরিহাস
ভাগ্যের খেলা
44
অনধিকার চর্চা
অপরের বিষয়ে হস্তক্ষেপ
45
অন্ধকার দেখা
দিশেহারা হয়ে পড়া
46
অমাবস্যার চাঁদ
দুর্লভ বস্তু
47
অর্ধচন্দ্র
ঘাড় ধাক্কা দেয়া
48
আসলে মুষল নেই;টেঁকি ঘরে চাঁদোয়া
উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব
49
আঙ্গুর ফল টক
পান না তাই খান না
50
আগুন লাগা সংসার
ক্ষয়িষ্ণু সংসার
51
আচাভুয়ার বােম্বাচাক
অসম্ভব ব্যাপার
52
আমি আমি করা
আত্ম প্রশংসা
53
আঠারাে আনা
বাড়াবাড়ি
54
আকাশ ধরা
বৃষ্টি বন্ধ
55
আকাশ- পাতাল
বিশাল ব্যবধান
56
আকাশের চাঁদ
দুর্লভ বস্তু
57
আক্কেল গুড়ুম
হতভম্ব অবস্থা
58
আক্কেল সেলামি
বােকামির দণ্ড
59
আকাশে তােলা
অতিরিক্ত প্রশংসা করা
60
আটকপালে
হতভাগ্য
61
আদায় কাঁচকলায়
শত্রুভাবাপন্ন
62
আমড়াগাছি করা
তােষােমােদ করা
63
আঁটকুড়াে
নিঃসন্তান
64
আগুনে ঘি ঢালা
রাগ বাড়ানাে
65
আগুন নিয়ে খেলা
ভয়ঙ্কর বিপদ/বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা
66
আঁকু পাঁকু করা
অতিরিক্ত ব্যস্ততার ভাব
67
আঁতে ঘা
খুব কষ্ট
68
আকাশ কুসুম
অসম্ভব কল্পনা
69
আঠারাে মাসে বছর
দীর্ঘসূত্রিতা
70
আদা-জল খেয়ে লাগা
প্রাণপণ চেষ্টা করা
71
আমড়া কাঠের ঢেঁকি
অপদার্থ
72
ইন্দ্রপতন
বিখ্যাত ব্যক্তির বিদায়
73
ইঁচড়ে পাকা
অকালপক্ক
74
ইতর বিশেষ
পার্থক্য
75
উস্তন খুস্তন করা
জ্বালাতন করা
76
উজানের কৈ
সহজলভ্য
77
উলুখাগড়া
গুরুত্বহীন লােক
78
উনকোটি চৌষট্টি
প্রায় সম্পূর্ণ
79
উড়নচণ্ডী
বেহিসেবি
80
উড়ে এসে জুড়ে বসা
অপ্রত্যাশিতভাবে জায়গা দখল করা
81
উড়ােকথা
গুজব
82
উত্তম-মধ্যম
বেদম প্রহার
83
উনিশ-বিশ
সামান্য পার্থক্য
84
উনাে বর্ষার দুনাে শীত
যে বছর বৃষ্টি কম হয়; সে বছর শীত বেশি পড়ে
85
উনপঞ্চাশ বায়ু
পাগলামি
86
এক বনে দুই বাঘ
প্রবল প্রতিদ্বন্দ্বী
87
এক গােয়ালের গরু
একই শ্রেণিভুক্ত
88
এককথার মানুষ
দৃঢ়সংকল্প ব্যক্তি
89
এক ঢিলে দুই পাখি
এক প্রচেষ্টায় দুই ফল
90
এলাহি কাণ্ড
বিরাট আয়ােজন
91
ওলা ওঠা
কলেরা রােগ হওয়া
92
ওজন বুঝে চলা
আত্মসম্মান রক্ষা করা
93
কলির সন্ধ্যা
দুর্দিনের সূত্রপাত
94
কানাকানি পড়িয়া যাওয়া
গােপন নিন্দা করা
95
কাকের মুখের খবর
কলরব
96
কচু বনের কালাচাঁদ
অপদার্থ
97
কংস মামা
নির্মম আত্মীয়
98
কেষ্ট বিষ্টু
বিশিষ্ট ব্যক্তি
99
কড়ায় গণ্ডায়
পুরাপুরি
100
কেঁচে যাওয়া
পণ্ড হওয়া
101
কাঁঠালের আমসত্ত্ব
অসম্তব বস্ত
102
কুবেরের ভান্ডার
অফুরন্ত ঐশ্বর্য
103
কড়িকাঠ গোনা
কাজ না করে কালহরণ
104
কড়িতে বাঘের দুধ মেলে
টাকায় সব হয়
105
কচুকাটা করা
ধ্বংস করা
106
কথার কথা
গুরুত্বহীন কথা
107
কলমের এক খোঁচা
লিখিত আদেশ
108
কান খাড়া করা
ওত পেতে থাকা
109
কপাল ফেরা
সৌভাগ্য লাভ
110
কাঁচা পয়সা
নগদ উপার্জন
111
কাগজে কলমে
লিখিতভাবে
112
কাছাঢিলা
অসাবধান
113
কাঠখােট্টা
নীরস ও অনমনীয়
114
কানকাটা
নির্লজ্জ
115
কান ভাঙানো
কুপরামর্শ
116
কিস্তিমাত করা
সফলতা লাভ
117
কৈ মাছের প্রাণ
যা সহজে মরে না
118
কোমর বাঁধা
দৃঢ় সংকল্প
119
খাঁদা নাকে তিলক
অশােভন সজ্জা
120
খড়ের দেবতা
অলস
121
খাবি খাওয়া
হিমশিম খাওয়া
122
খাতির জমা
নিরুদ্বিগ্ন
123
খাল কেটে কুমির আনা
বিপদ ডেকে আনা
124
খয়ের খাঁ
চাটুকার
125
গদাই লস্করি চাল
ধীরগতি
126
গৌরীসেনের টাকা
অফুরন্ত অর্থ
127
গা টেপাটেপি করা
অন্যকে লুকিয়ে কোনাে ইঙ্গিত
128
গরিবের ঘােড়া রােগ
সাধ্যের অতিরিক্ত সাধ
129
গলগ্রহ
পরের বােঝা হয়ে থাকা
130
গোঁয়ার গােবিন্দ
কাণ্ডজ্ঞানহীন
131
গৌরচন্দ্রিকা
ভূমিকা
132
গজ কচ্ছপের যুদ্ধ
শক্তিমানের বিবাদ
133
গরু মেরে জুতাে দান
গুরুতর সাহায্য করে কিঞ্চিত সাহায্য দান
134
গলায় গামছা দেওয়া
অপমান করা
135
গােবর গণেশ
অকর্মণ্য
136
গভীর জলের মাছ
খুব চালাক
137
গরম গরম
তৎক্ষণাৎ
138
গা ঢাকা দেওয়া
পলায়ন করা
139
গায়ে পড়া
অযাচিত
140
গায়ে ফুঁ দিয়ে বেড়ানাে
ফাঁকির মনােভাব
141
গুড়ে বালি
আশায় নৈরাশ্য
142
গােড়ায় গলদ
শুরুতেই ভুল
143
ঘর থাকতে বাবুই
সুযােগ থাকেতে নষ্ট
144
ঘটি ডােবেনা নামে তালপুকুর
অক্ষমতা সত্ত্বেও বড়াই করা
145
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া
মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
146
ঘােড়ার ডিম
কিছুই না
147
চিচিং ফাঁক
স্বার্থ লাভের সহজ পথ
148
চাপা দেওয়া
গােপন করা
149
চক্ষুস্থির
ভয় হতবাক
150
চুলায় দেওয়া
গােল্লায় দেওয়া
151
চিত্রগুপ্তের খাতা
সবকিছু লিখিত খাতা
152
চর্বিত চর্বণ
পুনরাবৃত্তি
153
চক্ষুদান
চুরি
154
চৌদ্দবুড়ি
প্রচুর
155
চশমখাের
বেহায়া
156
চিনির বলদ
ফল লাভে অংশীদার না হওয়া
157
চিনে জোঁক
নাছােড়বান্দা
158
চুনােপুঁটি
সামান্য ব্যক্তি
159
চুলােয় যাওয়া
নষ্ট হওয়া
160
চোখ পাকানাে
রাগ দেখানাে
161
চোখ বুঁজে থাকা
ভূমিকা না রাখা
162
ছা-পােষা
অত্যন্ত গরিব
163
ছেলের হাতের মোয়া
সহজলভ্য
164
ছক্কা পাঞ্জা করা
বড়াে বড়াে কথা বলা
165
ছুঁচোর কেওন
অবিরাম কলহ
166
জলের দাগ
ক্ষণস্থায়ী
167
জগদ্দল পাথর
গুরুভার
168
জীয়ন্তে মরা
জীবন্মৃত
169
জোড়ের পায়রা
ঘনিষ্ঠ বন্ধু
170
জগাখিচুড়ি
বিশৃঙ্খল
171
ঝোপ বুঝে কোপ মারা
অবস্থা বুঝে সুযােগ গ্রহণ
172
ঝাঁকের কৈ
একই দলভুক্ত
173
টুপ ভুজঙ্গ
নেশাগ্রস্ত
174
টীকা ভাষ্য
দীর্ঘ আলােচনা
175
টাকার কুমির
ধনী ব্যক্তি
176
টইটম্বুর
ভরপুর
177
টাকার গরম
বিত্তের অহংকার
178
ঠোঁট কাটা
বেহায়া
179
ঠুঁটো জগন্নাথ
অকর্মণ্য
180
ডাকে ওঠা
নষ্ট হওয়া
181
ডানায় ভর দিয়ে থাকা
শূন্যলোকে অবস্থান
182
ডামাডোল
গােলযােগ
183
ডান হাতের ব্যাপার
খাওয়া
184
ডুব মারা
পালিয়ে যাওয়া
185
টিমে তেতালা
মন্থর
186
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
অভ্যস্ততা
187
ননীর পুতুল
শ্রমবিমুখ
188
নয়-ছয়
অপব্যবহার
189
নয়- দুয়ারি
দ্বারে দ্বারে
190
নাচতে দাঁড়িয়ে ঘােমটা টানা
কৃত্রিম লজ্জা
191
নিরানব্বইয়ের ধাক্কা
সঞ্চয়ের প্রবৃত্তি
192
নগদ নারায়ণ
কাঁচা টাকা
193
নজর দেওয়া
খারাপ দৃষ্টি
194
নেই আকড়া
এক স্বভাবের
195
ণত্ব ষত্ব জ্ঞান
কাণ্ডজ্ঞান
196
তেল-নুন-লাকড়ি
মৌলিক প্রয়ােজন
197
তুর্কি নাচন
নাজেহাল অবস্থা
198
তুলসী বনের বাঘ
সুবেশের দুর্বৃত্ত/ভণ্ড
199
তালকানা
কাণ্ডজ্ঞানহীন
200
তিলকে তাল করা
ছােটোকে বড়া করা
201
তেল মাখানাে
তােশামােদ করা
202
ত্রিশঙ্কু দশা
দোটানা অবস্থা
203
তক্কে তক্কে থাকা
গােপনে সতর্ক থাকা
204
তামার বিষ
অর্থের কুপ্রভাব
205
থতমত খাওয়া
অপ্রস্তুত হয়ে পড়া
206
দক্ষযজ্ঞ
ব্যাপক আয়াজন
207
দক্ষিণ হস্তের ব্যাপার
ভােজন
208
দোহাই মানা
নজির দেখানাে
209
দশ চক্রে ভগবান ভূত
দশ জনের চক্রান্ত করে ন্যায়কে অন্যায় করা
210
দাঁদুড়ে
দুর্দান্ত
211
দুধে ঘিয়ে শ্রাদ্ধ করা
অপব্যয়
212
দিবাস্বপ্ন
অলীক কল্পনা
213
ধরাকে সরা জ্ঞান
অহংকার করা
214
ধর্মের ষাঁড়
যথেচ্ছাচারী
215
ধর্মের কল
বিশ্বাস/ সত্য
216
ধান ভানতে শীবের গীত
অপ্রাসঙ্গিক বিষয়
217
ধর্মপুত্র যুধিষ্ঠির
ধার্মিক
218
ধর্মের কল বাতাসে নড়ে
অপকর্ম প্রকাশ ঘটে
219
পঞ্চত্ব প্রাপ্ত
মারা যাওয়া
220
পর্বতের মূষিক প্রসব
বিরাট সম্তাবনা কিন্তু প্রাপ্তি সামান্য
221
পৃষ্ঠ প্রদর্শন
পালানো
222
পঞ্চমুখ
প্রশংসামুখর
223
পুঁটি মাছের প্রাণ
ছােটো মন
224
বিড়ালের আড়াই পা
বেহায়াপনা
225
বাঘের মাসি
নির্ভীক
226
বনেবাগীশ
কথায় পটু
227
বিয়ে করতে কড়ি ঘর বাধতে দড়ি
প্রয়ােজনীয় কাজে যথাযথ খরচ
228
বুকের মাঝে ঢেঁকির পাড়
অন্তরবেদনা
229
ব্যাঙের লাথি
নগন্য লােকের দ্বারা অপমান
230
ব্যাঙের সর্দি
অসম্তব ব্যাপার
231
বাঘে মহিষে একঘাটে জল খাওয়া
বিপদে সবাই সমান
232
বারা সতেরো
খুঁটি নাটি
233
বাহাত্তরে ধরা
মতিচ্ছিন্ন হওয়া
234
বাজারে কাটা
বিক্রি হওয়া
235
বেদবাক্য
অভ্রান্ত বাক্য
236
বারােভূত
আত্বীয় স্বজন
237
বইয়ের পােকা
সব সময়ে বই পড়ে এমন
238
বর্ণচোরা
ভণ্ড
239
বাঘের দুধ
অসম্ভব বস্তু
240
বুদ্ধির ঢেঁকি
নির্বোধ
241
ভেরেণ্ডা ভাজা
বেকার জীবন
242
ভরাডুবি
সর্বনাশ
243
ভিটায় ঘুঘু চরানাে
নিঃস্ব করা
244
ভুঁইফোঁড়
নতুন আগমন
245
ম্যাওধরা
গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া
246
মারে ঠাকুর না মরে কুকুর
সবলকে সমীহ ও দুর্বলকে অত্যাচার
247
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
লক্ষ্য অর্জনে প্রাণপন চেষ্টা
248
মতিগতি
ভাবগতি
249
মাথা খাওয়া
সর্বনাশ করা
250
মনপাওয়া
সম্মতি পাওয়া
251
মাছি-মারা-কেরানি
বিচারবােধহীন নকলনবিশ
252
মগজ দৌড়ানাে
বুদ্ধি শানানো
253
মীনক্ষোভাকুল কুবলয়
মাছের তাড়নে যে পদ্ম কাঁপিছে
254
মণিকাঞ্চন যােগ
উপযুক্ত মিলন
255
মানিক জোড়
গভীর সম্পর্ক
256
যমের অরুচি
যা সহজে মরে না
257
যত দোষ নন্দ ঘােষ
দুর্বলের প্রতি সর্বদা দোষারােপ
258
রাবণের চিতা
চির অশান্তি
259
রাগ মুলাে
গুণহীন তবে সুন্দর
260
রাগ শুক্রবার
অনির্দিষ্ট
261
রাজ ঘােটক
চমৎকার মিলন
262
লােটা কম্বল
সামান্য সংগতি
263
শিবরাত্রির সলতে
একমাত্র বংশধর
264
শিরে সংক্রান্তি
আসন্ন বিপদ/মাথার ওপর বিপদ
265
শ্যাম রাখি না কুল রাখি
উভয় সংকট
266
শকুনি মামা
কুচক্রী লােক
267
শিকায় তােলা
মুলতবি রাখা
268
শরতের শিশির
সু-সময়ের বন্ধু
269
সরস্বতীর বরপুত্র
বিদ্বান লােক
270
সােনার পাথর বাটি
অলীক
271
সাতকাহন
প্রচুর
272
সপ্তমে চড়া
প্রচণ্ড উত্তেজনা
273
সাক্ষী গােপাল
নিষ্ক্রিয় দর্শক
274
সাপের ছুঁচো গেলা
উভয় সঙ্কটে পড়া
275
সস্তার বাজার
সহজলভ্য
276
হাতটান
চুরির অভ্যাস
277
হালে পানি পাওয়া
বিপদমুক্ত হওয়া
278
হাড় হাভাতে
হতভাগ্য
279
হরিলুট
অপচয়
280
হচ্ছে হবে
দীর্ঘসূত্রিতা
281
হাড়ে বাতাস লাগা
শান্তি পাওয়া
282
হলুদের গুঁড়ো
সবক্ষেত্রে বিরাজমান
283
হরিহর আত্মা
অন্তরঙ্গ বন্ধু
284
হাতের লক্ষ্মী পায়ে ঠেলা
সুযােগ নষ্ট করা
285
হাড়ে দুর্বা গজানাে
অসম্তব কুঁড়ে