এক কথায় প্রকাশ Flashcards
অকালে পক্ব হয়েছে যা
অকালপক্ব
অক্ষির সমক্ষে বর্তমান
প্রত্যক্ষ
অভিজ্ঞতার অভাব আছে যার
অনভিজ্ঞ
অনেকের মধ্যে একজন
অন্যতম
অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে
অনুজ
আদি থেকে অন্ত পর্যন্ত
আদ্যন্ত / আদ্যোপান্ত
আচারে নিষ্ঠা আছে যার
আচারনিষ্ঠ
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা
আত্মকেন্দ্রিক
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার
আস্তিক
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার
নাস্তিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
ইতিহাসবেত্তা
ইন্দ্রিয়কে জয় করেছে যে
জিতেন্দ্রিয়
ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার
আঁষটে
উপকারীর উপকার যে স্বীকার করে
কৃতজ্ঞ
উপকারীর উপকার যে স্বীকার করে না
অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে
কৃতঘ্ন
একই মাতার উদরে জাত যে
সহােদর
এক থেকে শুরু করে ক্রমাগত
একাদিক্রমে
কর্ম সম্পাদনে পরিশ্রমী
কর্মঠ
কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না
অনিবার্য
চক্ষুর সম্মুখে সংঘটিত
চাক্ষুষ
জীবিত থেকেও যে মৃত
জীবন্মৃত
তল সপর্শ করা যায় না যার
অতলস্পর্শী
অহংকার নেই যার
নিরহংকার
আকাশে বেড়ায় যে
আকাশচারী / খেচর
আপনাকে যে পণ্ডিত মনে করে
পণ্ডিতম্মন্য
ইতিহাস রচনা করেন যিনি
ঐতিহাসিক
নষ্ট হওয়াই স্বভাব যার
নশ্বর
দিনে যে একবার আহার করে
একাহারী
নদী মেখলা যে দেশের
নদীমেখলা
যা কখনো নষ্ট হয় না
অবিনশ্বর
যা মর্ম স্পর্শ করে
মর্মস্পর্শী
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে
নাবিক
পা থেকে মাথা পর্যন্ত
আপাদমস্তক
ফল পাকলে যে গাছ মরে যায়
ওষধি
বিদেশে থাকে যে
প্রবাসী
বিশ্বজনের হিতকর
বিশ্বজনীন
মৃতের মতাে অবস্থা যার
মুমূর্ষু
যা দমন করা যায় না
অদম্য
যা দমন করা কষ্টকর
দুর্দমনীয়
যা নিবারণ করা কষ্টকর
দুর্নিবার
যা পূর্বে ছিল এখন নেই
ভূতপূর্ব
যার উপস্থিত বুদ্ধি আছে
প্রত্যুৎপন্নমতি
যার সর্বস্ব হারিয়ে গেছে
সর্বহারা / হৃতসর্বস্ব
যার কোনাে কিছু থেকেই ভয় নেই
অকুতােভয়
যার আকার কুৎসিত
কদাকার
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে
অযত্নলব্ধ
যা বার বার দুলছে
দোদুল্যমান
যা দীপ্তি পাচ্ছে
দেদীপ্যমান
যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন
অনন্যসাধারণ
যা পূর্বে দেখা যায়নি এমন
অদৃষ্টপূর্ব
যা কষ্টে জয় করা যায়
দুর্জয়
যা কষ্টে লাভ করা যায়
দুর্লভ
যা অধ্যয়ন করা হয়েছে
অধীত
যা জলে চরে
জলচর
যা স্থলে চরে
স্থলচর
যা জলে ও স্থলে চরে
উভচর
যা বলা হয়নি
অনুক্ত
যা বলার যোগ্য নয়
অকথ্য
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ
শ্বাপদসংকুল
যা অতি দীর্ঘ নয়
নাতিদীর্ঘ
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না
অজ্ঞাতকুলশীল
যার প্রকৃত বর্ণ ধরা যায় না
বর্ণচোরা
যা চিন্তা করা যায় না
অচিন্তনীয় / অচিত্ত্য
যা কোথাও উচু কোথাও নিচু
বন্ধুর
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়
ব্যয়বহুল
যা খুব শীতল বা উষ্ণ নয়
নাতিশীতােষ্ণ
যার বিশেষ খ্যাতি আছে
বিখ্যাত
যা আঘাত পায়নি
অনাহত
যা উদিত হচ্ছে
উদীয়মান
যার অন্য উপায় নেই
অনন্যোপায়
যার কোনাে উপায় নেই
নিরুপায়
যা ক্রমশ বর্ধিত হচ্ছে
বর্ধিষ্ণু
যা পূর্বে শােনা যায়নি
অশ্রুতপূর্ব
যে শুনেই মনে রাখতে পারে
শ্রুতিধর
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে
উদ্বাস্তু
যে নারী নিজে বর বরণ করে নেয়
স্বয়ংবরা
যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না
বনস্পতি
যে রােগ নির্ণয় করতে হাতড়ে মরে
হাতুড়ে
যে নারীর সন্তান বাঁচে না
মৃতবৎসা
যে গাছ কোনাে কাজে লাগে না
আগাছা
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে
পরগাছা
যে পুরুষ বিয়ে করেছে
কৃতদার
যে মেয়ের বিয়ে হয়নি
অনূঢ়া
যে ক্রমাগত রােদন করছে
রােরুদ্যমান
যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না
অপরিণামদর্শী
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে
অবিমৃষ্যকারী
যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই
অবিসংবাদিত
যিনি বক্তৃতা দানে পটু
বাগ্মী
যে সকল অত্যাচারই সয়ে যায়
সর্বংসহা
যে নারী বীর সন্তান প্রসব করে
বীরপ্রসু
যে নারীর কোনাে সম্তান হয় না
বন্ধ্যা
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে
কাকবন্ধ্যা
যে পুরুষের চেহারা দেখতে সুন্দর
সুদর্শন
যে রব শুনে এসেছে
রবাহুত
লাভ করার ইচ্ছা
লিন্সা
শুভ ক্ষণে জন্ম যার
ক্ষণজন্মা
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
প্রত্যুদগমন
সকলের জন্য প্রযাজ্য
সর্বজনীন
হনন করার ইচ্ছা
জিঘাংসা
যে নারীর হাসি সুন্দর
সুস্মিতা
যে নারীর হাসি পবিত্র
শুচিস্মিতা
যে নারীর স্বামী বিদেশে থাকে
প্রােষিতভর্তৃকা
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে
প্রােষিতপত্মীক/প্রােষিতভার্য
যে অন্যের লেখা চুরি করে
কুম্ভিলক
জয় করার ইচ্ছা
জিগীষা
যিনি অনেক দেখেছেন
ভূয়ােদশী
যা জয় করা যায় না
অজেয়
যার কিছু নেই
অকিঞ্চন/নিঃস্ব/হৃতসর্বস্ব
যার মনে কামনা/ আকাঙক্ষা আছে
আকিঞ্চন
যিনি যুদ্ধ হতে পলায়ন করেন না
সংশপ্তক
গমন করার ইচ্ছা
জিগমিষা
নিন্দা করার ইচ্ছা
জুগুপ্সা
অশ্ব/রথ/হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার
চতুরঙ্গ
পরের দ্বারা পালিত হয় যে
পরভৃত (কোকিল)
পরকে বা অন্যকে পালন করে যে
পরভৃৎ (কাক)