এক কথায় প্রকাশ Flashcards
অকালে পক্ব হয়েছে যা
অকালপক্ব
অক্ষির সমক্ষে বর্তমান
প্রত্যক্ষ
অভিজ্ঞতার অভাব আছে যার
অনভিজ্ঞ
অনেকের মধ্যে একজন
অন্যতম
অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে
অনুজ
আদি থেকে অন্ত পর্যন্ত
আদ্যন্ত / আদ্যোপান্ত
আচারে নিষ্ঠা আছে যার
আচারনিষ্ঠ
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা
আত্মকেন্দ্রিক
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার
আস্তিক
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার
নাস্তিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
ইতিহাসবেত্তা
ইন্দ্রিয়কে জয় করেছে যে
জিতেন্দ্রিয়
ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার
আঁষটে
উপকারীর উপকার যে স্বীকার করে
কৃতজ্ঞ
উপকারীর উপকার যে স্বীকার করে না
অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে
কৃতঘ্ন
একই মাতার উদরে জাত যে
সহােদর
এক থেকে শুরু করে ক্রমাগত
একাদিক্রমে
কর্ম সম্পাদনে পরিশ্রমী
কর্মঠ
কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না
অনিবার্য
চক্ষুর সম্মুখে সংঘটিত
চাক্ষুষ
জীবিত থেকেও যে মৃত
জীবন্মৃত
তল সপর্শ করা যায় না যার
অতলস্পর্শী
অহংকার নেই যার
নিরহংকার