বাংলা সাহিত্য ১ Flashcards
দীনবন্ধু মিত্রের কোন নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন ?
নীলদর্পণ
শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘ স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
আলাউদ্দিন আল আজাদ
“রূপালি বাতাস সোনালি আকাশ” গ্রন্থের রচয়িতা কে ?
এম আর আক্তার মুকুল
বাংলা সিনেমা ‘ বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে?
তেইশ নম্বর তৈলচিত্র
১৮৮৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে ?
বর্ণপরিচয়
কাজী নজরুল ইসলামের ‘ কাণ্ডারি হুশিয়ার’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের ?
সর্বহারা
ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেন ?
খেয়া পারের তরণী
পঞ্চকবি কে কে?
রবি , কাজী , দিজেন্দ্র , অতুল , রজনী কান্ত
পঞ্চকবি: পঞ্চকবি হলেন বাংলা সাহিত্যের ৫ জন কবি সাহিত্যিক যারা একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক । ৫ জন পঞ্চকবির নাম মনে রাখার ক্ষুদ্র প্রয়াস---- রবি কাজীকে রজনীতে অতুলনীয় উপহার দিলো। রবি= রবীন্দ্রনাথ ঠাকুর কাজী = কাজী নজরুল ইসলাম রজনী= রজনীকান্ত সেন অতুলনীয় = অতুল প্রসাদ সেন দিলো= দ্বিজেন্দ্রলাল রায়
পঞ্চপান্ডব কে কে?
বাংলা সাহিত্যে ত্রিশোত্তর সাহিত্যিকদের মধ্যে উল্লেখ যোগ্য ৫জনকে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব । মনে রাখার টেকনিক >>> অবুজ .বিসু . অ= অমিয় চক্রবর্তী বু = বুদ্ধদেব বসু জ= জীবনানন্দ দাস বি = বিঞ্চু দে সু = সুধীন্দ্রনাথ দত্ত
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ?
গীতিকাব্য
“কত ছবি কত গান” – এর লেখক কে ?
খোন্দকার ইলিয়াস হোসেন
‘পালামৌ’ কোন ধরণের রচনা
ভ্রমণ কাহিনি
সঞ্জীবচন্দ্র চট্টপাধ্যায় রচিত।
‘ To carry coals to Newcastle’ এর অনুবাদ হলো?
তেলে মাথায় তেল দেওয়া
সাহিত্য পত্রিকা “কবিতা” এর সম্পাদক?
বুদ্ধদেব বসু
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
কোলন
“হাঙ্গামা” কোন দেশী শব্দ?
ফারসি
excise duty এর বাংলা?
আবগারি শুল্ক
“কাঁদো নদী কাঁদো” উপন্যাসের রচয়িতা?
- সৈয়দ ওয়ালিউল্লাহ
নেই আঁকাড়া বাগধারাটির অর্থ?
একগুঁয়ে
যেখানে মাছি-ও প্রবেশ করতে পারেনা?
নির্মাক্ষিক
পঞ্চতন্ত্র লিখেছেন?
সৈয়দ মুজতবা আলী
চক্ষুদান করা বাগধারাটির অর্থ?
চুরি করা
শিতকর শব্দের অর্থ?
চাঁদ
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার?
মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার?
মীর মোশাররফ হোসেন
বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি?
বিহারীলাল চক্রবর্তী।
বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রথম সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী?
চালর্স উইলকিনস।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা উইলকিন্স ১৭৭৮ খ্রিস্টাব্দে হুগলি জেলার চুঁচুড়ায় একটি ছাপাখানা স্থাপন করেন। প্রথম দফায় উইলকিন্স যে টাইপ নির্মাণ করেন তাকে পরবর্তী সময়েপঞ্চানন কর্মকারআরও মার্জিত করে উন্নতমানের টাইপ নির্মাণ করেছিলেন। উইলকিন্সের সহকারী পঞ্চানন কর্মকার ছিলেন বাংলা টাইপ খোদাই করতে জানা প্রথম বাঙালি।
প্রথম বাংলা অক্ষর খোদাইকারী?
পঞ্চানন কর্মকার
প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক?
শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
খো’দকার শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকীর “উচিত শ্রবণ” অর্থাৎ “পারমার্থিক ভাব” (১৮৬০ খ্রি.) গ্রন্থকে প্রথম মুসলমান লিখিত গদ্যগ্রন্থ বলে দাবি করা হয়। এটি প্রকাশিত হয়েছিল উমেশ চ’দ্র দত্ত সম্পাদিত কলকাতার “বামা বোধিনী” পত্রিকায়।
প্রথম মুসলমান গদ্য লেখক হিসাবে আমরা কাকে ধরতে পারি। কে সে দুর্লভ সম্মানের অধিকারী ?
**এ প্রশ্নের মিমাংসা করার প্রথম চেষ্টা করেন ডঃ মুহম্মদ শহীদুল্লাহ সাহেব । ১৩৫৮ সালে, ইমরোজ পত্রিকার স্বাধীনতা সংখ্যায়, তিনি উনবিংশ শতাব্দীর প্রথম মুসলমান গদ্য লেখক’ নামে এক প্রবন্ধে খোন্দকার শামসুদিন মুহম্মদ সিদ্দিকী ও তার গ্রন্থ ‘উচিত শ্রবণ সম্পর্কে আলোচনা করেন।
প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা?
বিবি তাহেরন নেছা।
বিবি তাহেরনন্নেসা, ১৮৬৫ খ্রিষ্টাব্দে নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে বামাবোধিনী পত্রিকায় একটি পত্র লিখেছিলেন।
খো’দকার শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকীর “উচিত শ্রবণ” অর্থাৎ “পারমার্থিকভাব” (১৮৬০ খ্রি.) গ্রন্থ প্রকাশিত হবার পাঁচ বছরের মধ্যে বিবি তাহেরন নেসা নামক একজন মুসলমান মহিলার রচিত একটি গদ্য নিবন্ধ বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত হয় যে কথা আগেই উল্লেখ করা হয়েছে। এই মহিলাকেই সম্ভবত প্রথম মুসলমান গদ্য লেখিকা বলে আখ্যায়িত করা যায়।
তাঁর জন্ম সম্ভবত ১৮৪৫ খ্রিষ্টাব্দে বর্তমান পঞ্চগড় জেলার বোদা উপজেলার চ’দনবাড়ী গ্রামে
বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক?
লায়লা সামাদ
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবিঃ?
মাহমুদা খাতুন সিদ্দিকা
মাহমুদা খাতুন সিদ্দিকা(ডিসেম্বর ১৬,১৯০৬-মে ২,১৯৭৭) বাঙালি কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, মহিলা কবিদের মধ্যে প্রথম সনেটকার ও গদ্য ছন্দের কবি। তিনিপাবনাশহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাসকুষ্টিয়াজেলার নিয়াজতবাড়ি গ্রামে
তার প্রথম কবিতার বই ‘পসারিনী’ প্রকাশিত হয় ১৯৩২-এ। এই বই সম্পর্কে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের মন্তব্য: ‘বাংলা ভাষায় মুসলিম (মহিলা) কবির ইহাই প্রথম প্রকাশিত আধুনিক কবিতার বই।
ছাপার অক্ষরে প্রথম বাংলা বই?
কৃপার শাস্ত্রের অর্থভেদ;
রচয়িতাঃ ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
বাংলায় লেখা সবচেয়ে পুরোনো যে মুদ্রিত বইটি পাওয়া গেছে তার নাম ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’। বইটি লিখেছিলেন মনোএল দ্য আসসুম্পসাঁও। তবে বইটি বাংলা বর্ণে নয়, মুদ্রিত হয়েছিল রোমান হরফে। বইটি লেখা হয়েছিল ১৭৩৩ খ্রিস্টাব্দে। তবে স্পেনের লিসবন থেকে ছেপে বের হয় ১৭৪৩ সালে।
বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ?
কথোপকথন;
রচয়িতাঃ উইলিয়াম কেরী; ১৮০১ সাল।
বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস?
কপালকুন্ডলা; রচয়িতাঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; ১৮৬৬ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ?
বেদান্ত; রচয়িতাঃ রাজা রামমোহন রায়; ১৮১৫ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক?
কুলীনকুল সর্বস্ব; রচয়িতাঃ রাম নারায়ন তর্করন্ত; ১৮৫৪ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক?
একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ; মাইকেল মধুসুদন দত্ত; ১৮৫৯ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক?
ভদ্রাজুন;
রচয়িতাঃ তারাপদ সিকদার; ১৮৫২ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক?
কৃষ্ণকুমারী;
রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত; ১৮৬১ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি?
কীর্তি বিলাস;
রচয়িতাঃ যোগেন্দ্র নাথ গুপ্ত; ১৮৫২ সাল।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য?
পদ্মিনী উপাখ্যান;
রচয়িতাঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়; ১৮৫৮ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক?
স্বর্ণকুমারী দেবী;
উপন্যাসঃ মেবার রাজ; ১৮৭৭ সাল।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী?
দিকদর্শন;
প্রকাশকঃ শ্রীরামপুর মিশনারী জন ক্লার্ক মার্শম্যান; ১৮১৮ সাল।
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?
সমাচার সভারাজেন্দ্র;
সম্পাদকঃ শেখ আলীমুল্লাহ; ১৮৩০ সাল।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ?
নীলদর্পন,
রচয়িতাঃ দীনবন্ধু মিত্র; ১৮৬০ সাল।
ঢাকার প্রথম বাংলা ছাপাখানা?
বাংলা প্রেস (আজিমপুর);
প্রতিষ্ঠাতাঃ সুন্দর মিত্র; ১৮৬০ সাল।
প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন কোথায় হয়?
কাশিম বাজার;
সম্মেলনকালঃ ১৯০৬ সাল।
কোন কবিতা রচনার কারনে নজরুল কারাদন্ড
হয়েছিল?
আনন্দময়ীর আগমনে।
কাজী নজরুলের প্রথম প্রকাশিত লেখা/গল্প কোনটি.?
বাউন্ডেলের আত্নকাহিনী,১৯১৯
সওগাত পত্রিকার সম্পাদক কে.?
মোহাম্মদ নাসির উদ্দীন
‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন.?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
অপলাপ শব্দের অর্থ কি.?
অস্বীকার
পদ বা পদাবলী বলতে কি বুঝায়.?
পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার লেখা.?
ড. মো. শহীদুল্লাহ
‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়.?
কৃত্রিম কবিভাষা
‘নদী ও নারী’ কার রচনা.?
হুমায়ুন কবির
কাজী নজরুলের প্রথম কবিতা কোনটি?
মুক্তি,১৯১৯
নীলিমা ইব্রাহিমের প্রথম উপন্যাস কোনটি?
বিশ শতকের মেয়ে (১৯৫৮)
ফররুখ আহমদের প্রথম কাব্য কোনটি?
সাত সাগরের মাঝি (১৯৪৪)
মুনীর চৌধুরীর প্রথম নাটক কোনটি?
রক্তাক্ত প্রান্তর (১৩৬৮ বঙ্গাব্দ)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
মন্দির (১৯০৫)
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
পথের পাঁচালী (১৯২৯)
জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
ঝরা পালক (১৯২৮)
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
পদ্মা নদীর মাঝি (১৯৩৬)
বেগম সুফিয়া কামালের প্রথম গল্প কোনটি?
কেয়ার কাঁটা (১৯৩৭)
মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি রচনা কোনটি?
ক্যাপটিভ লেডি (১৮৪৯)
মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি?
শর্মিষ্ঠা (১৮৫৯)
মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
তিলোত্তমাসম্ভব (১৮৬০)
মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য কোনটি?
মেঘনাদবধ (১৮৬১)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
দুর্গেশনন্দিনী (১৮৬৫)
মীর মশাররফ হোসেনের প্রথম নাটক কোনটি?
বসন্তকুমারী (১৮৭৩)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থ কোনটি?
বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
আবু ইসহাকের প্রথম উপন্যাস কোনটি?
সূর্য দীঘল বাড়ি (১৯৫৫)
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
বাঁধন-হারা (১৯২৭)
কাজী নজরুল ইসলামের প্রথম নাটক কোনটি?
ঝিলিমিলি (১৯৩০)
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
অগ্নিবীণা (১৯২২)