বাংলা সাহিত্য ১ Flashcards
দীনবন্ধু মিত্রের কোন নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন ?
নীলদর্পণ
শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘ স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
আলাউদ্দিন আল আজাদ
“রূপালি বাতাস সোনালি আকাশ” গ্রন্থের রচয়িতা কে ?
এম আর আক্তার মুকুল
বাংলা সিনেমা ‘ বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে?
তেইশ নম্বর তৈলচিত্র
১৮৮৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে ?
বর্ণপরিচয়
কাজী নজরুল ইসলামের ‘ কাণ্ডারি হুশিয়ার’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের ?
সর্বহারা
ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেন ?
খেয়া পারের তরণী
পঞ্চকবি কে কে?
রবি , কাজী , দিজেন্দ্র , অতুল , রজনী কান্ত
পঞ্চকবি: পঞ্চকবি হলেন বাংলা সাহিত্যের ৫ জন কবি সাহিত্যিক যারা একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক । ৫ জন পঞ্চকবির নাম মনে রাখার ক্ষুদ্র প্রয়াস---- রবি কাজীকে রজনীতে অতুলনীয় উপহার দিলো। রবি= রবীন্দ্রনাথ ঠাকুর কাজী = কাজী নজরুল ইসলাম রজনী= রজনীকান্ত সেন অতুলনীয় = অতুল প্রসাদ সেন দিলো= দ্বিজেন্দ্রলাল রায়
পঞ্চপান্ডব কে কে?
বাংলা সাহিত্যে ত্রিশোত্তর সাহিত্যিকদের মধ্যে উল্লেখ যোগ্য ৫জনকে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব । মনে রাখার টেকনিক >>> অবুজ .বিসু . অ= অমিয় চক্রবর্তী বু = বুদ্ধদেব বসু জ= জীবনানন্দ দাস বি = বিঞ্চু দে সু = সুধীন্দ্রনাথ দত্ত
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ?
গীতিকাব্য
“কত ছবি কত গান” – এর লেখক কে ?
খোন্দকার ইলিয়াস হোসেন
‘পালামৌ’ কোন ধরণের রচনা
ভ্রমণ কাহিনি
সঞ্জীবচন্দ্র চট্টপাধ্যায় রচিত।
‘ To carry coals to Newcastle’ এর অনুবাদ হলো?
তেলে মাথায় তেল দেওয়া
সাহিত্য পত্রিকা “কবিতা” এর সম্পাদক?
বুদ্ধদেব বসু
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
কোলন
“হাঙ্গামা” কোন দেশী শব্দ?
ফারসি
excise duty এর বাংলা?
আবগারি শুল্ক
“কাঁদো নদী কাঁদো” উপন্যাসের রচয়িতা?
- সৈয়দ ওয়ালিউল্লাহ
নেই আঁকাড়া বাগধারাটির অর্থ?
একগুঁয়ে
যেখানে মাছি-ও প্রবেশ করতে পারেনা?
নির্মাক্ষিক
পঞ্চতন্ত্র লিখেছেন?
সৈয়দ মুজতবা আলী
চক্ষুদান করা বাগধারাটির অর্থ?
চুরি করা
শিতকর শব্দের অর্থ?
চাঁদ
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার?
মাইকেল মধুসূদন দত্ত