পূর্ণরূপ Flashcards
VIRUS
Vital Information Resources Under Siege
MODEM
Modulator / Demodulator
MICR
Magnetic Ink Character Recognition
NSI
National Security Intelligence
BIOS
Basic Input/Output System
PSC
BangladeshPublic Service Commission (Bengali: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
BSTI
BangladeshStandards and Testing Institution
BRTC
BangladeshRoad Transport Corporation
BTRC
BangladeshTelecommunication Regulatory Commission
LGED
Local Government Engineering Department
CID
Criminal InvestigationDepartment
FBI
Federal Bureau of Investigation
BTCL
BangladeshTelecommunications Company Limited
GPRS
General Packet Radio Service
SIM
subscriber identity module
SAARC
South Asian Association for Regional Cooperation
UNCLOS
United Nations Convention on the Law of the Sea
আন্তর্জাতিক সমুদ্র আইন
PLO
Palestine Liberation Organization
UNESCO
United Nations Educational, Scientific and Cultural Organization
LCD
Liquid Crystal Display
UNDP
The United Nations Development Programme
USB
Universal Serial Bus
WTO
World Trade Organization
শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি (General Agreement on Tariffs and Trade -GATT) অনেকগুলো দেশের মধ্যে একটি আইনি চুক্তি , যার সামগ্রিক উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাধা যেমন- শুল্ক, কোটা ইত্যাদি কমিয়ে বা নির্মূল করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো।
১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩ টি দেশ GATT সৃষ্টির জন্য স্বাক্ষর করে। ১লা জানুয়ারী ১৯৪৮ এ তা কার্যকর হয়। ১৪এপ্রিল ১৯৯৪ সালে উরুগুয়ের রাউন্ড এগ্রিমেন্টস এর মাধ্যমে এর অবসান ঘটে ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সৃষ্টি হয়। যা ১ জানুয়ারী ১৯৯৫ থেকে কার্যকর হয়। উরুগুয়ের রাউন্ডে বিশ্ব বাণিজ্য সংস্থা সৃষ্টিতে বিশ্বের ১২৩টি দেশ স্বাক্ষর করে।
১৯৪৭ সালে যেখানে শুল্কের হার ছিল ২২%, বিশ্ব বাণিজ্য সংস্থার সৃষ্টিতে তা ৫% এ নেমে আসে। তাই বলা যায় GATT এর সফল উত্তরাধীকার হল বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
IMF
International Monetary Fund
১৯৪৫ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে আইএমএফ(IMF-International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল) প্রিতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যার সমান ১৮৯ টি। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিস্বব্যাপী আর্থিক সহযোগিতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকারত্ব দূর করে বিশ্ব ব্যাপী দারিদ্র্য হ্রাস করা এইএমএফ এর মূল লক্ষ।