কাজী নজরুল ইসলাম Flashcards
কাজী নজরুল কবে,কোথায় জন্মগ্রহণ করেন?
১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৫ মে ১৮৯৯) খ্রি:)
পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে
তিনি মৃত্যুবরণ করেন কবে?
২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
১৯৭২সালের ২৪মে
নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
১৯৭৬ সালের ১৮ই ফেব্রুয়ারী
নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে
নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
১৯৭৪ সালে
রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
১৯৬৯ সালে
ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
১৯৬০ সালে
কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
১৯৪৫সালে
কত সালে নজরুল ২১শে পদক পান ?
১৯৭৬সালে‘
কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?
১৯৭৭সালে
বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত ?
৩য়
বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় ?
১৯৭২সালের ২৪মে স্বীকৃতি (সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।
নজরুল কতবার ঢাকায় আসেনে ?
১৩বার । প্রথম ১৯২৬
নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
৫ বার
নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ?
ধ্রুব
নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)
নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)
নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
মুক্তি (প্রকাশ: শ্রাবণ ১৩২৬)
নজরুলের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।
নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)
নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)
নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
বাঁধনহারা (১৯২৭)
নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)