কাজী নজরুল ইসলাম Flashcards

1
Q

কাজী নজরুল কবে,কোথায় জন্মগ্রহণ করেন?

A

১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৫ মে ১৮৯৯) খ্রি:)

পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

তিনি মৃত্যুবরণ করেন কবে?

A

২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?

A

১৯৭২সালের ২৪মে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?

A

১৯৭৬ সালের ১৮ই ফেব্রুয়ারী

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?

A

১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?

A

১৯৭৪ সালে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?

A

১৯৬৯ সালে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?

A

১৯৬০ সালে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?

A

১৯৪৫সালে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

কত সালে নজরুল ২১শে পদক পান ?

A

১৯৭৬সালে‘

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?

A

১৯৭৭সালে

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত ?

A

৩য়

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় ?

A

১৯৭২সালের ২৪মে স্বীকৃতি (সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

নজরুল কতবার ঢাকায় আসেনে ?

A

১৩বার । প্রথম ১৯২৬

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?

A

৫ বার

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ?

A

ধ্রুব

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
17
Q

নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?

A

ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
18
Q

নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?

A

বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
19
Q

নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?

A

মুক্তি (প্রকাশ: শ্রাবণ ১৩২৬)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
20
Q

নজরুলের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?

A

বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
21
Q

নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?

A

ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
22
Q

নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?

A

অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
23
Q

নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?

A

বাঁধনহারা (১৯২৭)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
24
Q

নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?

A

তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
25
নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
যুগবাণী (অক্টোবর ১৯২২)
26
নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)
27
প্রথম প্রকাশিত নাট্য গ্রন্থ কী?
ঝিলিমিলি (১৩৩৭)। এই গ্রন্থে মোট তিনটি নাটক আছে
28
নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)
29
বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে?
কাজী নজরুল ইসলাম।
30
নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
বাংলা একাডেমিতে
31
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন?
রবি-হারা
32
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
২৩টি
33
কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
নির্ঝর
34
ঝিঙেফুল ও সাতভাই চম্পা কি?
কাজী নজরুলের ছোটদের কাব্যগ্রন্থ
35
কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)
36
বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে , মিথ্যাকে , মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে ‘’’– কার কথা?
কাজী নজরুল ইসলামের।
37
কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ?
কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।
38
ব্যথারদান , রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি?
গল্পগ্রন্থ
39
বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয়?
প্রমীলা
40
চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
১৯৯৬সালে
41
নজরুল প্রতিভা কার লেখা ?
কাজী আবদুল ওয়াদুদ
42
কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত্ করেন ?
১৯২১সালের অক্টোবর মাসে
43
নজরুলের গজলগুলোকে বলা হয়?
নজরুলিয়া । (তিনিই প্রথম বাংলা গজল লেখেন)
44
প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
কাজী নজরুল ইসলাম
45
কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয় ?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে
46
কাজী নজরুলকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করেছে ?
কানাডা
47
জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত?
৬মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে
48
 ’সঞ্চিতা’ কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
রবীন্দ্র নাথ ঠাকুরকে
49
অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
বারীন্দ্র কুমার ঘোষকে
50
বাঁধন হারা ‘ উপন্যাস নজরুল কাকে উত্সর্গ করেন ?
নলিনীকান্ত সরকারকে
51
কাজী নজরুলের পিতার নাম কী?
কাজী ফকির আহমদ
52
নজরুলের প্রাতিষ্ঠানিক শিক্ষার বর্ণনা।
দশ বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারী পরীক্ষায় উত্তীর্ণ (১৯০৯) হন্ এরপর ১৯১৪ সালের ত্রিশালের দরিরামপুর স্কুলে, ১৯১৫ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ারশোল রাজস্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯১৭ সালে দশম শ্রেণী প্রি-টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।
53
রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত?
২১ চরণ
54
রণসঙ্গীত কী শিরোনামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
নতুনের গান শিরোনামে ঢাকার শিখা পত্রিকায় ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দে) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়।
55
কাজী নজরুলের কোন গ্রন্থে রণ সঙ্গীত অন্তর্ভুক্ত আছে?
সন্ধ্যা কাব্য গ্রন্থে।
56
‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
‘সাপ্তাহিক বিজলী’র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়
57
কাজী নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন?
‘সান্ধ্য দৈনিক নবযুগ’ (১৯২০)-এর। এই পত্রিকার সঙ্গে আরও দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন।কমরেড মুজাফফর আহমদ ও শেরে বাংলা ফজলুল হক।
58
ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু-’
59
কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
ধূমকেতু’র পূজা সংখ্যায় (১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’
60
হুগলি জেলে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ নজরুলকে কী লিখে টেলিগ্রাফ পাঠান?
Give up hunger strike. Our literature claims you.
61
কাজী নজরুল জেল থেকে মুক্তি পান কবে?
১৯২৩-এর ১৫ অক্টোবর
62
কাজী নজরুল ইসলাম কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন কখন?
১৯২৫-এ ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে
63
নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?
১৯২৫ সাল
64
কাজী নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় কোথায় এবং কখন?
১৯২৯-এর ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে
65
নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়, কী কী?
৫টি। বিশের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী
66
জেলে বসে লেখা জবানবন্দির নাম কী?
রাজবন্দির জবানবন্দি। রচনার তারিখ: | ৭/১/১৯২৩
67
‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
সিন্ধু হিন্দোল কাব্যের
68
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
রক্তাম্বরধারিনী মা।
69
 ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নি-বীণা
70
অগ্নি-বীণার প্রথম কবিতা কোনটি?
প্রলয়োল্লাস
71
প্রশ্নঃঅগ্নিবীণাতে কয়টি কবিতা আছে?
১২টি
72
সঞ্চিতাতে কয়টি কবিতা আছে?
৭৮টি কবিতা
73
নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত।
বাঁধনহারা।
74
কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী?
‘অগ্নি-বীণা’ (১৯২২), বিষের বাঁশি (১৯২৪), ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫), সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), জিঞ্জির (১৯২৮), সন্ধ্যা (১৯২৯), প্রলয় শিখা (১৯৩০) ইত্যাদি।
75
জীবনী কাব্যগুলো কী কী?
‘চিত্তনামা’ (১৯২৫) ও মরু-ভাস্কর (১৯৫০)।
76
চিত্তনামা ও মরু-ভাস্কর কার জীবনভিত্তিক কাব্য?
চিত্তনামা : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ: মরু-ভাস্কর: হয়রত মুহম্মদ (সা)
77
কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম উল্লেখ কর।
‘বাঁধনহারা’ (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
78
কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলোর নাম কর।
ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
79
সংগীত বিষয়ক গ্রন্থাবলীর উল্লেখ কর।
চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকী, বনগীতি প্রভৃতি।
80
বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
কাজী নজরুল ইসলাম।
81
কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন?
৪৯ নং
82
আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কী?
রাজবন্দীর জবানবন্দি
83
১৯৩৩ সালে প্রকাশিত ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন।
মিসেস এম রহমান
84
‘চন্দ্রবিন্দু’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
গল্প
85
 ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
কাব্যগ্রন্থ।
86
নারী কবিতাটি কে লিখেছেন ?
কাজী নজরুল ইসলাম ।
87
আবুল মনসুর আহমদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন?
আয়না
88
কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম করুন।
ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে
89
১৯৩০ সালে কোন কবিতার জন্য নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
প্রলয় শিখা
90
কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
শিউলীমালা
91
‘আমি সৈনিক’ রচনাটি কবি নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত।
দুর্দিনের যাত্রী।
92
 ‘সাম্যবাদী’ কাজী নজরুলের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’ | পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
93
এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
৫১টি
94
কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন?
১৯২৪ সালে
95
নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়।
বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
96
বাংলা একাডেমী প্রাঙ্গণে দুটি বৃক্ষ আছে। তার একটি রবীন্দ্রনাথের নামে অপরটি কার নামে?
কাজী নজরুল ইসলামের নামে।
97
‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য করে রচনা করেছেন?
নার্গিসকে
98
নার্গিসের বাড়ি কোথায়?
কুমিল্লা জেলার দৌলতপুরে।
99
মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তাঁর ছেলের নাম কী রাখেন?
কৃষ্ণ-মোহাম্মদ
100
নজরুল মায়ের মত সম্মান করতো কোন মহিলাকে?
বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে