Quiz # 65- 72( P, Q, R) Flashcards
POLARIZE
দুই বিপরীত মেরুর বা প্রান্তের প্রতি আকৃষ্ট করান অথবা হওয়া to break up into opposing factions or groupings
POLEMIC
কোন কিছু আক্রমণে বা খন্ডন করতে শক্তিশালী যুক্তি
a powerful argument often made to attack or refute a controversial issue
PONDEROUS
ভারী,প্রকাণ্ড দুর্বহ
so large as to be clumsy; massive; dull
PORTENT
ভবিষ্যতের পূর্বলক্ষণ, অশুভ পূর্বলক্ষণ
an omen; a sign of something coming in the future
POSTULATE
স্বীকার করিয়া লত্তয়া
something accepted as true without proof; an axiom
PRAGMATIC
প্রয়োগিক
practical; down-to-earth; based on experience rather than
theory
PRECEDENT
অতীতের উদাহরণ বা নজির
an earlier example or model of something
PRECEPT
ধর্মানুশাসন
a rule to live by; a principle establishing a certain kind of
action or behavior; a maxim
PRECIPITATE
ত্বরান্বিত করা (পশ্চাতদিকে), হঠাত করে ঘটানো,
to cause to happen abruptly
PRECIPITOUS
অত্যন্ত খাঁড়া
steep
PRECLUDE
প্রতিরোধ করা (V), নিবারণ করা (V)
to prevent something from ever happening
PRECURSOR
অগ্রদূত,পূর্বগামী বা পূর্ববর্তী ব্যক্তি ঘটনাদির পূর্বাভাস
forerunner, something that goes before and anticipates or paves the way for whatever it is that follows
PREDILECTION
আগে থেকেই মনস্থির করা, পক্ষপাত
a natural preference for something
PREEMINENT
প্রধান, সর্বশ্রেষ্ঠ
better than anyone else; outstanding; supreme
PREEMPT
অগ্রাধিকার বলে দখল করা
to seize something by prior right
PREMISE
প্রতিজ্ঞা, সিদ্ধান্তে আসার মূলভিত্তি, ধারণা, (V)
an assumption; the basis for a conclusion
PREPOSSESS
পূর্ব থেকেই আচ্ছন্ন,
to preoccupy; to influence beforehand or prejudice; to make a good impression on beforehand
PREROGATIVE
বিশেষ অধিকার (N), বিশেষ ক্ষমতা (N), পদগর্ব (N)
a right or privilege connected exclusively with a position, a person, a class, a nation, or some other group or classification
PREVAIL
বিজয়লাভ করা প্রবল হওয়া, চালু হওয়া
to triumph; to overcome rivals; (with on, upon, or with) to persuade
PRISTINE
বিশুদ্ধ, আসল
original; unspoiled; pure
PRODIGAL
প্রচন্ড উড়নচণ্ডী
wastefully extravagant
PRODIGIOUS
বিস্ময়কর অস্বাভাবিক রকমর বিশালকায় মস্ত বড় দৈত্যাকার extraordinary; enormous
PRODIGY
পরম বিষ্ময়কর ব্যক্তি বা বস্তু, অসাধারণ কোন অর্জন বা ঘটনা
an extremely talented child; an extraordinary accomplishment or occurrence
PROFANE
অপবিত্র, অবজ্ঞাশীল
not having to do with religion; irreverent; blasphemous
PROFESS
প্রকাশ্যে বা দৃঢ়ভাবে ঘোষণা করা, দক্ষতার দাবি করা, অধ্যাপক হওয়া
to declare; to declare falsely or pretend
PROFICIENT
দক্ষ বা কুশলী, দক্ষ ব্যক্তি
thoroughly competent; skillful; good
PROFLIGATE
অসচ্চরিত্র বা লম্পট বা লক্ষ্মীছাড়া ব্যক্তি, উচনচণ্ডে ব্যক্তি extravagantly wasteful and, usually, wildly immoral
PROFOUND
গভীর
deep
PROFUSE
স্রোতের মত প্রাচুর্যপূর্ণ বা অঢেল
flowing; extravagant
PROLETARIAT
প্রলেতারিয়েত, শ্রমজীবী শ্রেণী (N)
the industrial working class
PROLIFERATE
প্রচুর সংখ্যায় স্বীয় বৃদ্ধি
to spread or grow rapidly
PROLIFIC
উর্বর, প্রচুরপরিমাণে, উত্পাদনশীল
abundantly productive; fruitful or fertile
PROMULGATE
জনসাধারণের সামনে ঘোষণা দেওয়া, জাহির করা, ব্যাপকভাবে প্রচার করা
to proclaim; to publicly or formally declare something
PROPENSITY
প্রবণতা ,প্রবৃত্তি
a natural inclination or tendency; a predilection
PROPITIOUS
প্রসন্ন শুভলক্ষপূর্ণ
marked by favorable signs or conditions
PROPONENT
সমর্থক
an advocate; a supporter of a position
PROPRIETARY
মালিকানা
characteristic of an owner of property; constituting property
PROPRIETY
যথাযথতা
properness; good manners
PROSAIC
নীরস
dull; unimaginative; like prose
PROSCRIBE
নির্বাসিত করা
to outlaw; to prohibit
PROSELYTIZE
রুপান্তরিত করা
to convert (someone) from one religion or doctrine to another; to recruit converts to a religion or doctrine
PROTAGONIST
প্রধান অভিনেতা বা চরিত্র বা যোদ্ধা, নায়ক, অধিবক্তা বা সমর্থক the leading character in a
PROTRACT
দীর্ঘকাল স্থায়ী করা, দীর্ঘসূত্রতা করা
to prolong
PROVIDENT
ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার গুণ, মিতব্যয়ী, দূরদর্শী
preparing for the future; providing for the future; frugal
PROVINCIAL
সংকীর্ণ
limited in outlook to one’s own small corner of the world; narrow
PROVISIONAL
শর্তাধীন,সাময়িক, পরীক্ষামূলক
conditional; temporary; tentative
PROXIMITY
নৈকট্য
nearness
PRUDENT
বিচক্ষণ, দূরদর্শি
careful; having foresight
PURPORTED
গুজবকৃত, দাবীকৃত
rumored; claimed
PUTATIVE
স্বীকৃত, ধরে নেওয়া হয়ে জনগণ কর্তৃক অনুমোদিত, অনুমিত commonly accepted; supposed; reputed
QUALIFY
গুণগত পরিবর্তন করা
to modify or restrict
QUALITATIVE
গুণগত,গুনাত্মক
having to do with the
QUERULOUS
ঝগড়াটে
complaining; grumbling; whining
QUIXOTIC
বাস্তবজ্ঞানহীন, ভাববিলাসী
romantic or idealistic to a foolish or impractical degree
RAMIFICATION
প্রশাখা, ফলাফল
a consequence; a branching out
RANCOR
তিক্ততা, শত্রুতা
bitter, long lasting ill will or resentment
RAPACIOUS
প্রচন্ড লোভী, অর্থলোলুপ
greedy; plundering; avaricious
REBUKE
তীব্র তিরস্কার করা, গালাগালি দেওয়া
to criticize sharply
REBUT
মিথ্যা প্রমাণ করা, বিপক্ষে যুক্তি দেওয়া, প্রতিহত করা
to contradict; to argue in opposition to; to prove to be false
RECALCITRANT
কর্তৃত্ব নিয়মশৃঙ্খলা ইঃ মানতে চায় না এমন, অবাধ্য, দুর্বশ্য stubbornly defiant of authority or control; disobedient
RECANT
পূর্বের বলা কথা তুলে নেওয়া, সবার সামনে ভুল স্বীকার করা
to publicly take back and deny (something previously said or believed); to openly confess error
RECIPROCAL
পারস্পরিক, বিপরীত
mutual; shared; interchangeable
RECLUSIVE
নিভৃতচারী
hermitlike; withdrawn from society
RECONDITE
দুর্বোধ্য, মাথার উপর দিয়ে যায় এমন
hard to understand; over one’s head
RECRIMINATION
পাল্টা অভিযোগ
a bitter counteraccusation, or the act of making a bitter counteraccusation
REDOLENT
সুরভিত (Adj.), সুগন্ধ (Adj.)
fragrant
REDUNDANT
অতিরিক্ত প্রয়োজনাতিরিক্ত, বাড়তি, অপ্রয়োজনীয়
unnecessarily repetitive; excessive; excessively wordy
REFUTE
খণ্ডন করা, মিথ্যা প্রমাণ করা
to prove to be false; to disprove
REITERATE
পুনরাবৃত্তি করা, বার বার বলা
to say again; to repeat
RELEGATE
ন্যস্ত করা (V), নির্বাসিত করা (V), নিম্নপদে সরান (V)
to banish; to send away
RELENTLESS
অবিরাম
continuous; unstoppable
RELINQUISH
ছেড়ে দেওয়া,পরিত্যাগ করা, বর্জন করা,পরিহার করা
to release or let go of; to surrender; to stop doing
REMONSTRATE
আপত্তি তোলা, প্রতিবাদ করা
to argue against; to protest; to raise objections
RENAISSANCE
রেনেসাঁস
a rebirth or revival
RENOUNCE
বর্জন করা, পরিহার করা, পরিত্যাগ করা, ত্যাগ করা
to give up formally or resign; to disown; to have nothing to do with anymore