Quiz # 41- 48( E, F, G, H, I) Flashcards
EXIGENCY
জরুরি
an emergency; an urgency
EXISTENTIAL
অস্তিত্বগত
having to do with existence; having to do with the body of thought called existentialism, which basically holds that human beings are responsible for their own actions but is otherwise too complicated to summarize in a single sentence
EXONERATE
বর্জন করা
to free completely from blame; to exculpate; to absolve
EXPATRIATE
নির্বাসিত করা (V), নির্বাসিত ব্যক্তি (N), দেশত্যাগী ব্যক্তি
to throw (someone) out of his or her native land; to move away from one’s native land; to emigrate
EXPEDIENT
সমীচীন ,সুবিধাজনক
providing an immediate advantage; serving one’s immediate self-interest; practical
EXPEDITE
ত্বরান্বিত করা
to speed up or ease the progress of
EXPLICIT
স্পষ্ট, বিশদ ব্যক্ত
clearly and directly expressed
EXTOL
অত্যধিক প্রশংসা করা
to praise highly; to laud
EXTRANEOUS
unnecessary; irrelevant; extra
EXTRAPOLATE
আগেই জানা (V), পূর্বেই দেখা (V), দূরদর্শন করা (V)
to project or deduce from something known; to infer
EXTRICATE
বিজড়িত অবস্থা হইতে মুক্ত করা, মুক্ত করা
to free from difficulty
EXTROVERT
an open, outgoing person; a person whose attention is focused on others rather than on himself or herself
EXULT
অতিশয় আনন্দ করা, উল্লসিত হওয়া
to rejoice; to celebrate
FABRICATION
বানোয়াট, মিথ্যা কথা
a lie; something made up
FACETIOUS
সরস ,হাস্যরসাত্মক, মজার ইয়ারকিতে ভরা
humorous; not serious; clumsily humorous,
FACILE
সাবলীল, সহজ, কাজে দক্ষ কিন্তু দ্রুত নিষ্পন্ন না করলে আরো সুন্দর হতে পারত
fluent; skillful in a superficial way; easy
FACTION
দলের মধ্যে ছোট অংশ, দলাদলি
a group, usually a small part of a larger group, united around some cause; disagreement within an organization
FARCICAL
হাস্যকর,আজগুবি, অবজ্ঞাপূর্ণ
absurd; ludicrous
FASTIDIOUS
খুঁতখুঁতে, অতিসুক্ষ্ম রুচিসম্পন্ন
meticulous; demanding; finicky
FATALIST
অদৃষ্টবাদী (N)
someone who believes that future events are already determined and that humans are powerless to change them
FATUOUS
বোকা-বোকা, নির্বোধের মতো
foolish; silly; idiotic
FAUNA
নির্দিষ্ট এলাকা বা যুগের জাবতীয় প্রাণীকুল, তার তালিকা বা তসম্পর্কিত গ্রন্থ
animals
FECUND
ফলপ্রসূ,বহুপ্রসূ,উর্বর
fertile; productive
FELICITY
সুখ, পারদর্শিতা,সুখে থাকা, সুনির্বাচিত বা সুপ্রযুক্ত উক্তি happiness; skillfulness, especially at expressing things; adeptness
FERVOR
ব্যগ্রতা, উৎসাহ,
great warmth or earnestness; ardor, zeal
FETTER
পায়ের বেড়ি বন্দিদশা, প্রতিবন্ধক, বাধা দেওয়া
to restrain; to hamper
FIDELITY
আনুগত্য, বিশ্বস্ততা (N)
faithfulness; loyalty
FIGURATIVE
আলংকারিক প্রতীকী
based on figures of speech; expressing something in terms usually used for something else; metaphorical
FINESSE
নিপুণতা, কৌশল বা চাতুরির আশ্রয় নেওয়া
skillful maneuvering; subtlety; craftiness
FLAGRANT
বেপরোয়া,প্রকট,ঘোরা, জঘন্য
glaringly bad; notorious; scandalous
FLAUNT
জাহির করা, লোক দেখানো
to show off; to display ostentatiously
FLOUT
DISREGARD
BB AD 2001
কোনো কিছুর বিরোধিতা করা হেয় জ্ঞান করা, উড়িয়ে দেওয়া
to disregard something out of disrespect
FOIBLE
দুর্বলতা (N)
a minor character flaw
FOMENT
উসকে দেওয়া, মদত দেওয়া
to stir up; to instigate
FORBEAR
পূর্বপুরুষ বিরত থাকা, ধৈর্যশীল হওয়া
to refrain from; to abstain
FOREGO
ত্যাগ করা, বিরত থাকা,
to do without; to forbear
FORSAKE
পরিত্যাগ করা, বেরিয়ে আসা, সম্পর্ক ত্যাগ করা
to abandon; to renounce; to relinquish
FORTUITOUS
আকস্মিক (Adj.)
accidental; occurring by chance
FOUNDER
ধসে পড়া,ভেঙে পড়া, পানি দিয়ে পূর্ণ করা, প্রতিষ্ঠাতা
to fail; to collapse; to sink
FRATERNAL
ভ্রাতৃসুলভ
like brothers
FRENETIC
ক্ষিপ্ত, উন্মত্ত
frantic; frenzied
FRUGAL
মিতব্যয়ী
economical; penny-pinching
FURTIVE
চুপিচুপি, চোরের মতো
secretive; sly
FUTILE
অকার্যকর, নিরর্থক
useless; hopeless
GARRULOUS
বাচাল,অকারণ বকবক করে এমন
talkative; chatty
GAUCHE
পরিস্থিতি বা লোক বুঝে কথা বলার বা আচরণ করার ক্ষমতাবর্জিত,কান্ডজ্ঞানহীন, আনাড়ি
unskillful; awkward; maladroit
GENRE
বিশেষত শিল্পসাহিত্যের প্রকরণগত রীতি, ধরণ, শৈলী, গোত্র, ঘরানা a type or category, especially of art or writing
GENTEEL
বিনয়ী,সুশীল
refined; polite, aristocratic; affecting refinement
GESTICULATE
অঙ্গভঙ্গি করে বোঝান
to make gestures, especially when speaking or in place of speaking
GLUT
অত্যধিক সরবরাহ, প্রয়োজনের চেয়ে বেশী সরবরাহ
surplus; an overabundance
GRANDILOQUENT
শব্দঝংকৃত বাগাড়ম্বরপূর্ণ
pompous; using a lot of big, fancy words in an attempt to sound impressive
GRANDIOSE
জমকালো সাড়ম্বর,আড়ম্বর-প্রধান, জাঁকালো, সমারোহপূর্ণ absurdly exaggerated
GRATUITOUS
অবৈতনিক,অযাচিত সংবাদ
given freely
GRAVITY
গাম্ভীর্য, গুরুত্ব, পরিস্থিতির গুরুত্ব, ভার, অভিকর্ষ
seriousness
GREGARIOUS
যূথচর যূথচারী, দলপ্রিয়
sociable; enjoying the company of others
GUILE
ছলনা, ছলাকলা
cunning; duplicity; artfulness
HACKNEYED
বহুলব্যবহৃত, গতানুগতিক বস্তাপচা
overused; trite; stale
HAPLESS
ভাগ্যহীন, অসুখী
unlucky
HARBINGER
বার্তাবাহী দূত, সংকেত
a forerunner; a signal of
HEDONISM
ভোগসুখ বা আনন্দই শ্রেয়ঃ বিধান, আনন্দবাদ
the pursuit of pleasure as a way of life
HEGEMONY
কর্তৃত্ব , নেতৃত্ব
leadership, especially of one nation over another
HERESY
প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস
any belief that is strongly opposed to established beliefs
HERMETIC
বাতাসও ঢুকিতে পারে না এমনভাবে রুদ্ধ
impervious to external influence; airtight
HEYDAY
পরম বা পূর্ণ বিকাশ
golden age; prime
HIATUS
ফাঁক (N),বিরতি, বিচ্ছেদ (N)
a break or interruption, often from work
HIERARCHY
ক্রমোচ্চ শ্রেণীবিভাগ, যাজকতন্ত্র
an organization based on rank or degree, pecking order
HISTRIONIC
রঙ্গমঞ্চাভিনেতা সংক্রান্ত, নাটুকে, ভণ্ডামিপূর্ণ
overly dramatic; theatrical
HOMILY
সাদাসিধ ব্যাখ্যামূলক ব্যাখ্যামূলক ধর্মোপদেশ
a sermon
HOMOGENEOUS
সমসত্ত্ব, সমমাত্র সমজাতিক
uniform, made entirely of one thing
HUSBANDRY
কৃষিকার্য, মিতব্যয়িতা, সুপরিচালনা
thrifty management of resources; livestock farming
HYPERBOLE
অতিশয়োক্তি
an exaggeration used as a figure of speech; exaggeration
HYPOTHETICAL
প্রকল্পিত (Adj.)
uncertain; unproven
ICONOCLAST
জনপ্রিয় ব্যক্তি বা বিশ্বাস বা মতামতকে আক্রমণ করে যে
one who attacks popular beliefs or institutions
IDEOLOGY
অধিবিদ্যা, জ্ঞানতত্ব
a system of social or political ideas
IDIOSYNCRASY
বিশেষ অদ্ভুত স্বভাব
a peculiarity; an eccentricity
IDYLLIC
সরল শান্ত ত্ত মনোরম
charming in a rustic way; naturally
peaceful
IGNOMINY
কলঙ্ক
deep disgrace
ILLICIT
অবৈধ, বেআইনী
illegal; not permitted
IMMIGRATE
অভিবাসন
to move permanently to a
new country
IMMINENT
আসন্ন
just about to happen
IMMUTABLE
অপরিবর্তনীয়
unchangeable
IMPARTIAL
নিরপেক্ষ
fair; not favoring one side or the other; unbiased
IMPECCABLE
অনবদ্য, অনিন্দ্য
flawless; entirely without sin
IMPERIAL
সম্রাট্পক্ষীয় ব্যক্তি
like an emperor or an empire
IMPERVIOUS
অভেদ্য
not allowing anything to
pass through; impenetrable
IMPETUOUS
উদ্বেগজনক, বেগবান
impulsive; extremely impatient
IMPLEMENT
সম্পাদন করা
to carry out
IMPOTENT
ক্ষমতাহীন,অসহায় জরাগ্রস্ত,পুরুষত্বহীন, ধ্বজভঙ্গ
powerless helpless; unable to perform
IMPUGN
বাক্যবলে আক্রমণ করা, সত্যতা অস্বীকার করা
to attack, especially to attack the truth or integrity of something
INANE
অর্থহীন, অন্ত:সারশূণ্য
silly; senseless
INAUGURATE
উদ্বোধন করা
to begin officially; to induct formally into office