6th Chapter Flashcards
ডেটাবেজ মূলত কিসের সমন্বয়ে গঠিত
কলাম এবং শাড়ির
কবে থেকে কম্পিউটারে ডাটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয়
ষাটের দশক থেকে
কোথায় বিভিন্ন শর্তারোপ করে ডাটাবেজ থেকে রেকর্ড সমূহকে আলাদা করে ডেটা টেবিল তৈরি করা যায়
কুয়েরিতে
কিসের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যায়
একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে
ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য কি ব্যবহার করা হয়
ইনডেক্স
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে একটি প্রধান কার্যাবলী কি
বেটার অনুলিপি রোধ করা
মাইক্রোসফট এক্সেস এর ফোল্ডার আইকন কোথায় অবস্থিত
ফাইন নেম ইডিট বারের ডানদিকে
কোন ড্রপ ডাউন মেনু থেকে Design View সিলেক্ট করতে হয়
View
View ড্রপ ডাউন থেকে Design View সিলেক্ট করলে কোন ডায়ালগ বক্স আসে
Save as
কোন ফিল্ডের ডাটা সাহায্যে গাণিতিক কাজ যেমন যোগ-বিয়োগ গুন ভাগ ইত্যাদি করা যাবে না
বর্ণভিত্তিক ফিল্ডের ডাটা