1st Chapter Flashcards
নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি
আন্তর্জাতিকতা
কে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন
চার্লস ব্যাবেজ
কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজ এর বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়
১৯৯১
কে আনালিটিক্যাল ইঞ্জিন নামক একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন
চার্লস ব্যাবেজ
এডা লাভলেস কত সালে প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন
১৮৩৩ সালে
কত সালে এন্ডা লাভলেজ চার্লস ব্যাবেজ এর সাথে পরিচয় করেন
১৮৩৩ সালে
কত সালে চার্লস ব্যাবেজ তু ঋণ বিশ্ববিদ্যালয় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন
১৮৪০ সালে
কত সালে অ্যাডা লাভলেসের নোট আবার প্রকাশিত হয়
১০০ বছর পর ১৯৫৩ সালে
কত সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন
১৮৯৫ সালে
কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়
১৯৭১ সালে
আপারনেট কত দশকের দিকে আবিষ্কৃত হয়
বিশ শতকের ষাট সত্যকে দশকে ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে
কে সর্বপ্রথম ইমেইল পদ্ধতি চালু করেন
রেমন্ড শ্যামল টমলিনসন
কত সালে অ্যাপেল কোম্পানি চালু করা হয়
১৯৭৬ সালের পহেলা এপ্রিল
কত সালে আই পি এম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরির জন্য মাইক্রোসফট এর দায়িত্ব দেয়
১৯৮১ সালে
হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল কত সালে আবিষ্কৃত হয়
১৯৮৯ সালে
কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক
স্যার টিমোথি জন বার্নাস-লি
দেশের মোট কতটি চিনিকলের সকল চাষি এখন এসএমএস এর মাধ্যমে পরিচিত অর্থ পাচ্ছে
15 টি
যেকোনো পণ্য বা সেবা বাণিজ্যের প্রধান শর্ত কি
বিক্রেতার সঙ্গে ক্রেতা সরাসরি যোগাযোগ
সেবা বাণিজ্যের প্রথম শর্ত কি
বিক্রেতার কাছে পণ্য থাকা
বিশ্বে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা কত
২.৭ বিলিয়ন
বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে
৫৭ তম
কত সালের কত তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে প্রেরণ করা হয়
২০১৮ সালের ১২ই মে