২য় তারাবীহ Flashcards
আল্লাহ কাকে বনী ইসরাইলের নেতা মনোনীত করে তার নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেন?
তালুত
আল্লাহ তাআলা তাঁর পুনরুত্থান করার ক্ষমতা কয়টি ঘটনার মাধ্যমে সূরা বাকারায় পেশ করেন?
চারটি
কাকে আল্লাহ মৃত্যু দিয়ে ১০০ বছর পর জীবিত করেন?
উজায়ের (আ.)
আল্লাহ ইবরাহীম (আ.) কে কয়টি পাখি টুকরো করে বিভিন্ন পাহাড়েবরেখে আসতে বলেছিলেন?
চারটি
আলে ইমরান মানে কি?
ইমরানের বংশধর
ঈসা (আ.) এর নানা কে?
ইমরান (আ.)
ইয়াহইয়া (আ.) এর পিতার নাম কি?
যাকারিয়া (আ.)
আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়?
সাত’শ গুণ
লোকদেখানো দানকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
মসৃণ পাথরের সাথে যার উপর কিছু মাটি জমে ছিল
কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা কেমন হবে?
শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো
আল্লাহ কাদেরকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন?
ঈসা (আ.) ও আদম (আ.)
ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে বলা হয়েছে কোন সূরায়?
সূরা বাকারায়
ঋণ আদান-প্রদানের সময় কয়জন সাক্ষী রাখতে হবে?
দুইজন
ঈলার বিধি-বিধান নাযিল হয়েছে কোন সূরায়?
সূরা বাকারায়
শিশুদের সর্বোচ্চ কতদিন দুধপান করানো যাবে?
দুই বছর