১ম তারাবীহ Flashcards
সূরা ফাতিহাকে কি বলা হয়?
উম্মুল কুরআন বা কুরআনের মূল
সূরা ফাতিহার মূল বিষয় কয়টি?
তিনটি
প্রতিদিন ফরয সালাতে কমপক্ষে কতবার সূরা ফাতিহা পাঠ করা হয়?
সতেরো বার
আল কুরআনের সবচেয়ে বড় সূরা—
সূরা বাকারা
সূরা বাকারায় মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
তিন ভাগে— মুত্তাকী, কাফির ও মুনাফিক
কুরআনে বর্ণিত প্রথম ঘটনা?
আদম ও হাওয়া (আ.) এর ঘটনা
সূরাতুল বাকারা মানে?
গাভীর বিবরণ সংক্রান্ত সূরা
সুলাইমান (আ.) এর সময় কোন শহরে ফেরেশতা আগমন করেন?
বাবেল শহরে
সুলাইমান (আ.) এর যুগে আগত ফেরেশতা দুজনের নাম কি?
হারুত ও মারুত
মুসলমানদের প্রথম কিবলা?
বাইতুল মাকদিস
মদিনায় আসার পরও কত মাস বাইতুল মাকদিস কিবলা ছিল?
সতেরো মাস
বাইতুল্লাহ’র দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয় কোন সূরায়?
সূরা আল বাকারা
সূরা বাকারায় কাদের দৃষ্টান্ত বিবৃত হয়েছে?
মুনাফিকদের
সূরা বাকারায় মুনাফিকদের কয়টি দৃষ্টান্ত বিবৃত হয়েছে?
দুটি
হজ ও উমরাহকারীদের জন্য সাফা ও মারওয়া সায়ী করার নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরায়?
সূরা আল বাকারায়