Plant Physiology Flashcards
এক অণু গ্লুকোজ তৈরিতে কত কণা ফোটন প্রয়োজন?
৫০-৬০
প্রতিটি ফটোসিস্টেমে কি কি থাকে?
১. একটি বিক্রিয়া কেন্দ্র
২. কয়েকশত এন্টিনা পিগমেন্ট
৩. একটি প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা
প্রতিটি ফটোসিস্টেমে কয়টি ও কি কি অংশ থাকে?
৩ টি।
১. আলোক শোষণ অংশ( light harvesting part)
২. বিক্রিয়া কেন্দ্র(reaction centre)
৩. ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন(ETC)
ফটোঅ্যাক্টিভেশন কি?
পিগমেন্ট অনুর একটি ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে শক্তিকৃত হওয়াকে বলা হয় ফটোঅ্যাক্টিভেশন।
বিক্রিয়া কেন্দ্র কোথায় অবস্থিত?
থাইলাকয়েড মেমব্রেনের বাইলিয়ারে।
বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কি?
P680⁺
Photosynthesis শব্দটি সর্বপ্রথম কে এবং কবে ব্যবহার করেন?
চার্লস বার্নেস, ১৮৯৮
কোনটিতে ক্লোরোপ্লাস্ট নেই এবং তার পরিবর্তে কি থাকে?
সায়ানোব্যাকটেরিয়া তে ক্লোরোপ্লাস্ট নেই।
তাতে থাইলোকয়েডের গায়ে ফটোসিনথেন্টিক পিগমেন্ট থাকে।
ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে?
পাতার মেসেফিল টিস্যুতে।
ফটোসিনথেসিস অঙ্গ
উদ্ভিদের সবুজ অঙ্গ, বিশেষত সবুজ পাতা
ফটোসিনথেসিস অঙ্গাণু
ক্লোরোপ্লাস্ট
ফটোসিনথেসিস এর স্থান
ক্লোরোপ্লাস্ট এর থাইলাকয়েড
সালোকসংশ্লেষণে জড়িত রঞ্জক পদার্থ
ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস
ক্লোরোপ্লাস্ট এ কোন পিগমেন্ট সমূহ থাকে?
ক্লোরোফিল a, ক্লোরোফিল b ,জ্যান্থোফিল, ক্যারোটিন
ক্লোরোফিল a, ক্লোরোফিল b ,জ্যান্থোফিল, ক্যারোটিন এর বর্ণ কীরূপ?
ক্লোরোফিল a =হলদে সবুজ
ক্লোরোফিল b =নীলাভ সবুজ
জ্যান্থোফিল =হলুদ
ক্যারোটিন = কমলা