Lesson 2 - Conversation Flashcards
What do you do?
তুমি কি করো?
I work in an office.
আমি আফিসে কাজ করি ।
Does your Father work there?
তোমার বাবা কি সেখানে কাজ করেন?
No, he does not work there.
না, তিনি সেখনে কাজ করেন না ।
What does your father do?
তোমার বাবা কি করেন?
He doesn’t do any work at all.
তিনি কোনো কাজ করেন না ।
Do you have any brothers?
তোমার কি কোরেন ভাই আছে?
Yes, I have two brothers.
হাঁ, আমার দুজন ভাই আছে ।
Where do they live?
তারা কোতায়?
They live at home.
তারা বাড়িতে থাকে ।
Where does your older brother work?
তোমার বড় ভাই কোথায় কাজ করেন?
He works in an office.
তিনি অফিসে কাজ করেন ।
What does your younger brother do?
তোমার ছোট ভাই কি কাজ করে?
My younger brother studies.
আমার ছোট ভাই পড়ে ।
How old is he?
তার বয়েস কত?
He is twenty.
তার বয়েস কুড়ি ।
Does your younger brother study in college?
তোমার ছোট ভাই কি কলেজে পড়ে?
Yes, he studies in college.
হাঁ, সে কলেজে পড়ে ।
Does your younger brother go to college every day?
তোমার ছোট ভাি কি রোজ কলেজে যায়?
No, four days a week he does not go to college.
না, সপ্তাহে চার হিন কলেজে যায় না ।
Which days of the week does he not go to college?
সে সপ্তাহে কোন দিন কলেজে যায় না?
“He does not go to college Sundays, Mondays, Tuesdays or Wednesdays.
He goes to college only Thursday, Friday and Saturdays.”
“সে সপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার আর বুধবার কলেজে যায় না ।
সে কেবল বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার কলেজে যায় ।”