Human Heart Flashcards
হৃৎপিণ্ড কাকে বলে?
দেহের যে প্রকোষ্ঠ ময় পেশল অঙ্গের নিরবচ্ছিন্ন ছন্দোময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়।
কয়বার গড়ে স্পন্দিত হয়?
২৬০০ বার
কতটা রক্ত বের করে?
প্রতি ventricle থেকে প্রায় ১৫৫ মিলিয়ন
প্রাপ্ত বয়স্ক পুরুষের হৃৎপিণ্ড এর ওজন কত?
২৫০-৩৯০ গ্রাম
স্ত্রীতে হৃৎপিণ্ড এর ওজন?
২০০-২৭৫ গ্রাম
চওড়া উর্ধমুখী অংশটি_______
ক্রমশ সরু অংশটি_______
বেস, অ্যাপেক্স
দৈর্ঘ্য আর প্রস্থ?
১২ সেমি, ৮ সেমি
পাতলা দিস্তরী আবরণের নাম?
পেরিকার্ডিয়াম
সেরাস পেরিকার্ডিয়াম কয়ভাগে বিভক্ত?
parietal, visceral
NB: তাদের মাঝখানে parietal fluid থাকে
বাম অ্যাট্রিয়াম কোথায় অবস্থিত ও কেমন?
বাম পাশে, অপেক্ষাকৃত ছোট ও পুরু প্রাচীরবিশিষ্ট
Epicardium:
পাতলা, স্বচ্ছ, যোজক টিস্যু নির্মিত, সর্ববহিস্থ স্তর, বিক্ষিপ্তভাবে চর্বি লাগানো
কার্ডিয়াক পেশি কাকে বলে?
হৃদপিণ্ডের মায়োকার্ডিয়াম স্তর যে বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত
হৃদপেশির কোষের দৈর্ঘ্য ও ব্যাস?
০.৮ mm ১২-১৫
কোষ ________নামক ঝিল্লি দ্বারা আবৃত
সারকোলেমা
সারকোপ্লাজমে সমান্তরালে সজ্জিত _______ নামের সূক্ষ্ম তন্তু থাকে
মায়োফাইব্রিল
ইন্টারক্যালেটেড ডিস্ক কি?
দুটি কোষের সং্যোগস্থলে সারকোলেমা ঘন সন্নিবিষ্ট হয়ে অনুপ্রস্থভাবে পুরু চাকতির মতো গঠন তৈরি করে
heart এর উপরের দুটি?
অ্যাট্রিয়া
heart এ নিচের দুটি?
ভেণ্ট্রিকল
atrium এর তুলনায় ventricle এর প্রাচীর____?
পুরু ও পেশিবহুল
SAN কোথায় থাকে?
right atrium এ
হৃদস্পন্দন কোথা থেকে শুরু হয়?
right atrium থেকে
R.A. তে কোথা থেকে রক্ত আসে?
superior ভেনাক্যাভা ও inferior ভেনাক্যাভা র মাধ্যমে যথাক্রমে দেহের সম্মুখ ও পশ্চাৎ অঞ্চল থেকে
করোনারি শিরা ও সাইনাসের মাধ্যমে হৃপ্রাচীর থেকে
কিসের মাধ্যমে R.A. R.V তে উন্মুক্ত হয়?
right atrio ventricular aperture এর মাধ্যমে
RAVA তে কোন valve থাকে
Tricuspid valves
L.A. কেমন?
অপেক্ষাকৃত ছোট ও পুরু
L.A. কোথা থেকে রক্ত আনে এবং কোথায় প্ররণ করে?
পাল্মোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে
LAVA এর মাধ্যমে L.V. তে
কলামনি কর্নি কি?
নিলয় প্রাচিরের অন্তর্গাত্র হতে যেসব মাংসল অভিক্ষেপ প্রসারিত থাকে তাদের
মায়োজেনিক হৃদস্পন্দনে বিদ্যুৎ প্রবাহের সঠিক পথ?
SAN–>AVN–>Bundle of HIS–>purkinje fibre
Systemic circulation?
R.V. –> Pulmonary artery–> lungs–> Pulmonary veins–>L.A.–>L.V.
Pulmonary circulation
l.v. –> aorta–>tissue and parts–> vanacava–> R.A. –>R.V