GK Random Flashcards
যুব উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য সম্প্রতি ‘কামাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন কোন বাংলাদেশী?
মাসুমা মরিয়ম
Who is the youngest gold medalist in Tokyo 2020 Olympics?
Momizi Nishia, Japan
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১’ পেয়েছেন দেশের কতজন নারী
মমতাজ বেগম,জয়া পতি,নরুন্নাহার বেগম,জোবেদা খাতুন ও নাদিরা জাহান
জাতিসংঘের উন্নয়ন গবেষণার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কোন বাংলাদেশী?
নজরুল ইসলাম
সম্প্রতি কোন বাংলাদেশী জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার ‘ নির্বাচিত হয়েছেন?
অধ্যাপক হারুন অর রশিদ
দেশে এখন পর্যন্ত কতটি স্টার্টআপকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে?
১৭০ টি
গাড়ির ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে বিশ্বের প্রথম শহর কোনটি?
দারুস সালাম,তানজানিয়া ; তৃতীয় - ঢাকা শহর।
.বাংলাদেশে প্রথমবারের মতো কত টাকা মূল্য সংযোজন কর(VAT) দিলো গুগল?
২ কোটি ২৯ লাখ
সম্প্রতি দুই হাজার বছর আগের মহাসড়ক আবিষ্কৃত হয়েছে কোন দেশে?
নেদারল্যান্ডস
মধ্যপ্র্যাচের কোন দেশে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে?
কাতার
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের শহর ‘লালিবেলা’ আফ্রিকার কোন দেশে অবস্থিত?
ইথিওপীয়
‘A Snow Burning Fire’ উপন্যাসের লেখক কে?
পলা হকিন্স
২০২০ সালে কতজন ব্যক্তি নোবেল পুরষ্কার লাভ করেন?
১১ জন
Auction Theory’ উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক?
পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন
কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন?
উইনস্টন চাচিল
‘Physical cosmology’ নিয়ে গবেষণায় পদার্থবিজ্ঞানে কোন তিন বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছেন?
রজার পেনরোজ (যুক্তরাজ্য), রিয়েনহার্ড গেঞ্জেল (জার্মানি) ও আন্দ্রেয়া গেজ (যুক্তরাষ্ট্র)
Hepatitis C virus’ শনাক্ত করার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন কোন তিন বিজ্ঞানী?
হার্ভি জে অল্টার (মার্কিন), মাইকেল হিউটন ( ব্রিটিশ) ও চার্লস এম রাইস (মার্কিন)।
‘Genome editing or Genome engineering’ পদ্ধতির বিকাশে অবদানের জন্য রাখার জন্য রসায়নে কোন দুই নারী বিজ্ঞানী নোবেল পেলেন?
ইমানুয়েল শারপঁসিয়(ফরাসি) ও জেনিফার এ ডাউডনা(মার্কিন)
সাহিত্যে ২০২০ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কোন মার্কিন কবি?
লুইস গ্লুক (সাহিত্য কর্ম- Firstborn)
২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা?
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)
নোবেল পুরষ্কারের প্রবর্তক?
আলফ্রেড বার্নার্ড নোবেল
আলফ্রেড নোবেলের জন্ম কখন ও কোথায়?
১৮৩৩ সালে (সুইডেনের স্টকহোমে)
আলফ্রেড নোবেলের মৃত্যু?
১০ ডিসেম্বর, ১৮৯৬
আলফ্রেড নোবেল পুরষ্কারের জন্য উইল করে যান কত?
৩১ কোটি ১০ লাখ ক্রোনা
নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় কবে? নোবেল পুরষ্কার কবে থেকে দেওয়া হয়?
১৯০০, ১৯০১
নোবেল পুরষ্কার প্রদান করা হয় কয়টি বিষয়ে?
৬ টি
অর্থনীতিতে কখন ও কেন নোবেল দেওয়ার স্বীদ্ধান্ত নেওয়া হয়?
১৯৬৮, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের ৩০০ বছর পূর্তিতে
অর্থনীতিতে নোবেল পুরষ্কার প্রদান করা শুরু হয়?
১৯৬৯
নোবেল পুরষ্কার প্রদান করা সংস্থা কয়টি?
৪ টি
ভারতীয় উপমহাদেশ থেকে নোবেল কয়জনে পায়?
১০ জন
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল কত সালে পান?
১৯১৩ সালে
সি ভি রমন - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
ভারত, ১৯৩০, পদার্থ বিজ্ঞান
এইচ জি খোরানা - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
ভারত, ১৯৬৮, চিকিৎসা
মাদার তেরেসা - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
ভারত, ১৯৭৯, শান্তি
আব্দুস সালাম - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
পাকিস্তান, ১৯৭৯, পদার্থ বিজ্ঞান
অমর্ত্য সেন - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
ভারত, ১৯৯৮, অর্থনীতি
ড মোহাম্মদ ইউনুস - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
বাংলাদেশ, ২০০৬, শান্তি
কৈলাশ সত্যার্থী - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
ভারত, ২০১৪, শান্তি
মালালা ইউসুফজাই - দেশ, নোবেল প্রাপ্ত সাল, বিষয়?
পাকিস্তান, ২০১৪, শান্তি
উপমহাদেশে এখন পর্যন্ত নোবেল পায়নি কোন বিষয়ে?
রসায়নে
মালালা ইউসুফজাই সবচেয়ে কনিষ্ঠতম হিসেবে নোবেল পুরষ্কার লাভ করেন কত বছর বয়সে?
১৭