Chapter 5 Flashcards
বর্তমানে ছোট বড় মিলে বাংলাদেশের ভূখণ্ডের কয়টি নদী আছে
৭০০
নদী গুলোর আয়তন দৈর্ঘ্য কত
২২১৫৫
গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়
হিমালয় গঙ্গোত্রী হিমবাহ
যমুনার সাথে কোথায় পদ্মা মিলিত হয়েছে
গোয়ালন্দ
পদ্মা কোথায় মেঘনা মিলিত হয়েছে
চাঁদপুরে
গঙ্গা পদ্মার বিধৌত অঞ্চলের আয়তন কত?
৩৪১৮৮
কোথায় বহ্মপুত্র নদীর উৎপত্তি?
তিব্বতের মানস সরোবরে।
কোথা পর্যন্ত যমুনা নদী বহ্মপুত্র বলে পরিচিত?
দক্ষিণের গোয়ালন্দ পর্যন্ত।
যমুনার উপনদী কি কি?
করতোয়া ও আত্রাই।
ব্রহ্মপুত্রের উপনদী কি কি?
ধরলা ও তিস্তা।
ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত?
২৮৯৭ কিমি
বহ্মপুত্রের অববাহিকার আয়তন কত?
৫,৮০,১৬০ km²
ব্রহ্মপুত্রের কত কিমি বাংলাদেশে অবস্থিত
৪৪০৩০ km²
মেঘনার উৎপত্তি কোথায়?
আসামের বরাক নদীর নাগা মনিপুর অঞ্চলে।
বরাক নদী সিলেটের কোন নদীর সাথে মিলিত হয়েছে?
সুরমা ও কুশিয়ারা।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদী কি?
কর্ণফুলী
কর্ণফুলী উৎপত্তি কোথায়?
লুসাই পাহাড়ে।
কর্ণফুলী দৈর্ঘ্য কত?
৩২০ কিমি
তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
সিকিমের পার্বত্য অঞ্চলে।
তিস্তা নদীর দৈর্ঘ্য কত?
১৭৭ কি মি
খুলনার দক্ষিণে কি নদী অবস্থিত?
ভৈরব বা রুপসা।
খুলনা বরিশাল নৌপথ হিসেবে কোন নদীর গুরুত্বপূর্ণ?
পশুর নদী।
সাঙ্গু নদীর উৎপত্তি কোথায়?
আরাকান পাহাড়ে।
সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত
২৯৪ কিমি
ফেনী নদীর উৎপত্তি কোথায়?
পার্বত্য ত্রিপুরা অঞ্চলে।
মাতামুহুরী নদীর উৎপত্তি কোথায়?
লামার মাইভার পর্বতে।