1. Pronouns for kids Flashcards
I
- আমি
I am happy. আমি খুশি।
I go to school. আমি স্কুলে যাই।
My
- আমার
This is my toy. এটা আমার খেলনা।
My dad is a doctor. আমার বাবা একজন ডাক্তার।
Me
- আমাকে/আমার সাথে
Please help me. আমাকে সাহায্য করো।
Come with me. আমার সাথে আসো।
Myself
- নিজে
I did it myself. আমি এটা নিজেই করেছিলাম/ করলাম।
I take care of myself. আমি নিজের যত্ন নিই।
Mine
- আমার
This toy is mine. এই খেলনাটি আমার।
The red book is mine. লাল বইটি আমার।
We
- আমরা
We are friends. আমরা বন্ধু।
We play together. আমরা একসাথে খেলি।
Our
- আমাদের
This is our house. এটা আমাদের বাড়ি।
Our school is big. আমাদের স্কুল বড়।
Us
- আমাদেরকে/আমাদের সাথে
Help us, please. আমাদের সাহায্য করো।
Come with us. আমাদের সাথে আসো।
Ourselves
- নিজেরা
We made it ourselves. আমরা এটা নিজেরা বানিয়েছিলাম/ বানালাম।
We should care for ourselves. আমাদের নিজেদের যত্ন নেওয়া উচিত।
Ours
- আমাদের
The blue bag is ours. নীল ব্যাগটা আমাদের।
This toy is ours. এই খেলনাটি আমাদের।
You
- তুমি/তোমরা
You are my friend. তুমি আমার বন্ধু।
You can do it! তুমি এটা করতে পারো!
Your
- তোমার/তোমাদের
This is your book. এটা তোমার বই।
Where is your bag? তোমার ব্যাগ কোথায়?
You (object)
- তোমাকে/তোমাদেরকে
I like you. আমি তোমাকে পছন্দ করি।
We will help you. আমরা তোমাকে সাহায্য করব।
Yourself
Yourselves
- তোমার নিজের
Take care of yourself. তোমার যত্ন নিও।
You should do it yourself. তোমার এটা নিজেরা করা উচিত।
- তোমাদের নিজেদের
Take care of yourselves. তোমাদের যত্ন নিও।
You should do it yourselves. তোমাদের এটা নিজেরা করা উচিত।
Yours
- তোমার/তোমাদের
The red ball is yours. লাল বলটি তোমার।
This book is yours. এই বইটি তোমার।
He
- সে (ছেলে)
He is my brother. সে আমার ভাই।
He plays football. সে ফুটবল খেলে।
His
- তার (ছেলে)
This is his car. এটা তার গাড়ি।
His dog is cute. তার কুকুরটি সুন্দর।
Him
- তাকে (ছেলে)
I gave him a gift. আমি তাকে একটি উপহার দিয়েছি।
Help him! তাকে সাহায্য করো!
Himself
- সে নিজে (ছেলে)
He did it himself. সে নিজে করেছিলো/ করলো।
He talks to himself. সে নিজের সাথে কথা বলে।
She
- সে (মেয়ে)
She is my sister. সে আমার বোন।
She loves to sing. সে গান গাইতে পছন্দ করে।
Her
- তার
This is her doll. এটা তার পুতুল।
Her house is big. তার বাড়ি বড়।
Her (object)
- তাকে
I helped her. আমি তাকে সাহায্য করেছিলাম/ করলাম।
I saw her at the park. আমি তাকে পার্কে দেখেছি্লাম/ দেখলাম।
Herself
- সে নিজে (মেয়ে)
She made it herself. সে নিজে এটা করেছিলো/ করলো।
She talks to herself. সে নিজের সাথে কথা বলে।
They
- তারা
They are my friends. তারা আমার বন্ধু।
They are playing. তারা খেলছে।
Their
- তাদের
This is their room. এটা তাদের ঘর।
Their dog is barking. তাদের কুকুরটি ঘেউ ঘেউ করছে।
Them
- তাদেরকে
I saw them at school. আমি তাদের স্কুলে দেখেছিলাম।
Help them! তাদের সাহায্য করো!
Themselves
- তারা নিজেরা
They made it themselves. তারা নিজেরা বানিয়েছিলো/ বানালো।
They are talking to themselves. তারা নিজেদের সাথে কথা বলছে।
Theirs
- তাদের
The red ball is theirs. লাল বলটি তাদের।
This book is theirs. এই বইটি তাদের।
It
- এটা
It is a cat. এটা একটি বিড়াল।
It is sleeping. এটা ঘুমাচ্ছে।
Its (possessive)
- এর
Its color is white. এর রং সাদা।
I like its tail. আমি এর লেজ পছন্দ করি।
Itself
- এটা নিজে
The dog closed the door itself. কুকুরটি নিজেই দরজা বন্ধ করেছিলো/ করলো।
It moved by itself. এটা নিজে থেকে নড়েছিলো/ নড়লো।
It (object)
- এটা
I can do it.
He made it. সে সফল হয়েছিল/ হলো। বা সে পেরে গেছিলো/ গেলো।
Mahid
- মাহিদ
Mahid is my friend. মাহিদ আমার বন্ধু।
Mahid plays football. মাহিদ ফুটবল খেলে।
Mahid’s
- মাহিদের
This is Mahid’s book. এটা মাহিদের বই।
Mahid’s house is big. মাহিদের বাড়ি বড়।
Mahid (object)
- মাহিদকে
I know Mahid.
I saw Mahid yesterday.
This
(এটা)
Used for one thing that is near.
Examples:
This is my toy.এটা আমার খেলনা।
This is a red ball.এটা লাল বল।
I like this book.আমি এই বইটা পছন্দ করি।
That
(ওটা)
Used for one thing that is far away.
Examples:
That is my bag.ওটা আমার ব্যাগ।
That is a big tree.ওটা একটা বড় গাছ।
I want that toy.আমি ওই খেলনাটা চাই।
These
(এগুলো)
Used for more than one thing that is near.
Examples:
These are my shoes.এগুলো আমার জুতা।
These apples are red.এগুলো লাল আপেল।
I like these flowers.আমি এই ফুলগুলো পছন্দ করি।
Those
(ওগুলো)
Used for more than one thing that is far away.
Examples:
Those are my friends.ওগুলো আমার বন্ধু।
Those stars are bright.ওগুলো উজ্জ্বল তারা।
I want those toys.আমি ওই খেলনাগুলো চাই।
Everybody
Anybody
Nobody
Somebody
Everybody (সবাই)
Anybody (যে কেউ)
Nobody (কেউ না)
Somebody (কেউ একজন); একজন ব্যক্তি, কিন্তু নির্দিষ্ট নয়।
_____ can play.
_____ can dance!
_____ can help me.
_____ is coming.
_____ is singing.
_____ is here.
Everybody is happy. সবাই খুশি।
Everybody loves ice cream. সবাই আইসক্রিম পছন্দ করে।
Everybody is dancing. সবাই নাচছে।
Anybody can join the game.
Can anybody help me? কেউ কি আমাকে সাহায্য করতে পারবে?
Everyone
Anyone
No one
Someone
Everyone (সবাই)
Anyone (যে কেউ)
No one (কেউ না)
Someone (কেউ একজন); একজন ব্যক্তি, কিন্তু নির্দিষ্ট নয়।
_____ can play.
_____ can dance!
_____ can help me.
_____ is coming.
_____ is singing.
_____ is here.
Everybody is happy. সবাই খুশি।
Everybody loves ice cream. সবাই আইসক্রিম পছন্দ করে।
Everybody is dancing. সবাই নাচছে।
Anybody can join the game.
Can anybody help me? কেউ কি আমাকে সাহায্য করতে পারবে?
Everything
Anything
Nothing
Something
Everything (সবকিছু)
Anything (যেকোনো কিছু)
Nothing (কিছু না)
Something (কোনো একটা); একটা, কিন্তু নির্দিষ্ট নয়।
____ is here.
I saw ______.
I want _____.
I want to say _____.
Do you want _____?
I can do anything. আমি যেকোনো কিছু করতে পারি।
I want to eat everything. আমি সবকিছু খেতে চাই।
Everything is fine. সবকিছু ঠিক আছে।
He knows everything. সে সব জানে।
Nothing is in the bag. ব্যাগে কিছু নেই।
I have something for you. আমার তোমার জন্য কিছু আছে।
Each
(প্রত্যেকটি/প্রত্যেকে)
Each child has a toy. প্রত্যেক শিশুর একটি খেলনা আছে।
Each flower is beautiful. প্রত্যেকটি ফুল সুন্দর।
Either
(যেকোনো একটি/দুটোর যেকোনো একটি)
You can take either toy. তুমি যেকোনো একটি খেলনা নিতে পারো।
You can choose either red or blue ball..
Neither (কোনোটাই না/দুটোর একটিও না)
Neither (কোনোটাই না/দুটোর একটিও না)
Neither bag is mine. কোনোটাই আমার নয়।
He likes neither apples nor bananas. সে আপেল বা কলা কোনোটাই পছন্দ করে না।
আমি খুশি।
I am happy. আমি খুশি।
We are happy.
You are happy.
He is happy.
She is Happy.
They are happy.
It is happy.
Mahid is happy.
I am a student. আমি একজন ছাত্র।
He is playing football. সে ফুটবল খেলছে।
Mahid is my friend. মাহিদ আমার বন্ধু।
I was tired.
I was tired. আমি ক্লান্ত ছিলাম।
We were tired.
You were tired.
He was tired.
She was tired.
They were tired.
It was tired.
Mahid was tired.
She was at the park. সে পার্কে ছিল।
I have been good today.
I have been good today. আমি আজ ভালো ছিলাম।
We have been good today.
You have been good today.
He has been good today.
She has been good today.
They have been good today.
It has been good today.
Mahid has been good. মাহিদ ভালো ছিল।
We have been kind. আমরা সদয় ছিলাম।
You have been nice. তুমি ভালো ছিলে।
I do my homework.
I do the homework. আমি হোমওয়ার্ক করি।
We do the homework.
you do the homework.
He does the homework.
She does the homework.
They do the homework.
It does the homework.
We do it every day. আমরা এটি প্রতিদিন করি।
She does the dishes. সে বাসন ধোয়।
Mahid does his chores. মাহিদ তার কাজগুলো করে।
I did my homework.
I did the homework. আমি হোমওয়ার্ক করেছিলাম।
We did the homework.
you did the homework.
He did the homework.
She did the homework.
They did the homework.
It did the homework.
Mahid did the homework.
I have done my homework.
I have done the homework. আমি হোমওয়ার্ক করেছি।
We have done the homework.
You have done the homework.
He/ She has done the homework.
They have done the homework.
It has done the homework.
Mahid has done the homework.
She has done her chores. সে তার কাজগুলো করেছে।
They have a pet cat.
I have a pet cat. আমার একটি পোষা বিড়াল আছে।
We have a pet cat.
You have a pet cat.
He/ She has a pet cat.
They have a pet cat.
It has a a pet cat.
Mahid has a pet cat.
Have - I have a book. আমার একটি বই আছে।
Has - She has a puppy. তার একটি ছোট কুকুর আছে।
I have a toy. আমার একটি খেলনা আছে।
We have a big house. আমাদের একটি বড় বাড়ি আছে।
You have many crayons. তোমার অনেক ক্রেয়ন আছে।
He has a car. তার একটি গাড়ি আছে।
I had a kite.
I had a kite. আমার একটি ঘুড়ি ছিল।
We had a kite.
You had a kite.
He/ She had a kite.
It had a kite.
Mahid had a kite.
We had a picnic yesterday. আমাদের গতকাল পিকনিক ছিল।
He had a cold last week. তার গত সপ্তাহে ঠান্ডা লেগেছিল।
Had - We had a great time. আমরা দারুণ সময় কাটিয়েছিলাম।
I love ice-cream.
I love ice-cream. আমি আইসক্রিম ভালোবাসি।
We love ice-cream.
You love ice-cream.
He/ She loves ice-cream.
They love ice-cream.
It loves ice-cream.
Mahid loves ice-cream.
He goes to school.
I eat breakfast.
I liked t-shirt.
I liked t-shirt. আমি টি-সার্ট পছন্দ করেছিলাম
We liked t-shirt.
You liked t-shirt.
He liked t-shirt.
She liked t-shirt.
They liked t-shirt.
It liked t-shirt.
Mahid liked t-shirt.
He went to school.
I ate breakfast.