1. Pronouns for kids Flashcards
I
- আমি
I am happy. আমি খুশি।
I go to school. আমি স্কুলে যাই।
My
- আমার
This is my toy. এটা আমার খেলনা।
My dad is a doctor. আমার বাবা একজন ডাক্তার।
Me
- আমাকে/আমার সাথে
Please help me. আমাকে সাহায্য করো।
Come with me. আমার সাথে আসো।
Myself
- নিজে
I did it myself. আমি এটা নিজেই করেছিলাম/ করলাম।
I take care of myself. আমি নিজের যত্ন নিই।
Mine
- আমার
This toy is mine. এই খেলনাটি আমার।
The red book is mine. লাল বইটি আমার।
We
- আমরা
We are friends. আমরা বন্ধু।
We play together. আমরা একসাথে খেলি।
Our
- আমাদের
This is our house. এটা আমাদের বাড়ি।
Our school is big. আমাদের স্কুল বড়।
Us
- আমাদেরকে/আমাদের সাথে
Help us, please. আমাদের সাহায্য করো।
Come with us. আমাদের সাথে আসো।
Ourselves
- নিজেরা
We made it ourselves. আমরা এটা নিজেরা বানিয়েছিলাম/ বানালাম।
We should care for ourselves. আমাদের নিজেদের যত্ন নেওয়া উচিত।
Ours
- আমাদের
The blue bag is ours. নীল ব্যাগটা আমাদের।
This toy is ours. এই খেলনাটি আমাদের।
You
- তুমি/তোমরা
You are my friend. তুমি আমার বন্ধু।
You can do it! তুমি এটা করতে পারো!
Your
- তোমার/তোমাদের
This is your book. এটা তোমার বই।
Where is your bag? তোমার ব্যাগ কোথায়?
You (object)
- তোমাকে/তোমাদেরকে
I like you. আমি তোমাকে পছন্দ করি।
We will help you. আমরা তোমাকে সাহায্য করব।
Yourself
Yourselves
- তোমার নিজের
Take care of yourself. তোমার যত্ন নিও।
You should do it yourself. তোমার এটা নিজেরা করা উচিত।
- তোমাদের নিজেদের
Take care of yourselves. তোমাদের যত্ন নিও।
You should do it yourselves. তোমাদের এটা নিজেরা করা উচিত।
Yours
- তোমার/তোমাদের
The red ball is yours. লাল বলটি তোমার।
This book is yours. এই বইটি তোমার।
He
- সে (ছেলে)
He is my brother. সে আমার ভাই।
He plays football. সে ফুটবল খেলে।
His
- তার (ছেলে)
This is his car. এটা তার গাড়ি।
His dog is cute. তার কুকুরটি সুন্দর।
Him
- তাকে (ছেলে)
I gave him a gift. আমি তাকে একটি উপহার দিয়েছি।
Help him! তাকে সাহায্য করো!
Himself
- সে নিজে (ছেলে)
He did it himself. সে নিজে করেছিলো/ করলো।
He talks to himself. সে নিজের সাথে কথা বলে।
She
- সে (মেয়ে)
She is my sister. সে আমার বোন।
She loves to sing. সে গান গাইতে পছন্দ করে।
Her
- তার
This is her doll. এটা তার পুতুল।
Her house is big. তার বাড়ি বড়।
Her (object)
- তাকে
I helped her. আমি তাকে সাহায্য করেছিলাম/ করলাম।
I saw her at the park. আমি তাকে পার্কে দেখেছি্লাম/ দেখলাম।
Herself
- সে নিজে (মেয়ে)
She made it herself. সে নিজে এটা করেছিলো/ করলো।
She talks to herself. সে নিজের সাথে কথা বলে।
They
- তারা
They are my friends. তারা আমার বন্ধু।
They are playing. তারা খেলছে।