সমার্থক শব্দ Flashcards
ঢেউ
তরঙ্গ, ঊর্মি, লহর, লহরী, কল্লোল, উল্লোল, হিল্লোল, বীচি
বিদুৎ
অশনি, অনুপ্রভা, ক্ষণপ্রভা
চপলা, চঞ্চলা, চিকুর
শম্পা, দামিনী, সৌদামিনী
অন্ধকার
তমঃ/তমসা, তিমির, তমিস্র
ধ্বাস্ত, নভাক, শর্বর, অমানিশা
আলো
ভাস, আভাস (আভা, বিভা, প্রভা), সুভাস, উদ্ভাস
ভাত, ভাতি
রৌশন, রশ্মি, কিরণ, কর, জ্যোতি, দীপ্ত
ময়ূখ, অংশু, প্রদত, দীধিতি
রাত্রি
অমা, অমানিশা,আমসী
তমা, তামসী,রজনী, যামিনী
নক্ত, নিশীথ, নিশীথিনি
ত্রিযামা, শর্বরী, বিভাবরী, ক্ষণদা
পদ্ম
রাজীব, মৃণাল, উৎপল, নলিনী, অরবিন্দ
সরোজ, সরসিজ, সরোরূহ
কোমল, কুমুদ, কুবলায়, কোকনদ
পঙ্কজ, পুষ্কর, পুন্ডরীক, তামরস, শতদল
সমুদ্র
জলধি (জলধর, জলনিধি), অম্বুধি (নীলাম্বু), বারিধি (বারীন্দ্র), পয়োধি, উদধি
ইরাবান, নদীকান্ত, পাথার, পারাবার, সিন্ধু, অর্ণব, রত্নাকর, সায়র
পানি
জল, অম্বু,বারি, পয়ঃ, তোয়, নীর, উদঃ
ইরা, ইলা, সলিল, সুধা, অম্ভঃ
নদী
সমুদ্রকান্তা, সমুদ্রবল্লভা
স্রোতস্বিনী, স্রোতস্বতী, স্রোতোবহা
তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, কলম্বিনী, মান্দাকিনী, নির্ঝরিণী, ককল্লোলিনী, তটিনী
কূলবতী, দরিয়া, ধুনি, সরিৎ, অপগা
গিরি, নিঃস্রাব
পর্বত
ভূধর, ভূভৃৎ, মহীধ্র, মহীধর
মেদিনীধর, ক্ষিতিধর
শৃঙ্গ, শিখরী, গিরি, শৈল
অদ্রি, অগ, অচল, নগ
পৃথিবী
নিখিল,মেদিনী, অখিল, অবনি, মহী, অদিতি
ক্ষিতি, ক্ষোণি, উর্বী, রত্নাবতী
ভূ, ভূমন্ডল
বসুধা, বসুন্ধরা, বসুমাতা, বসুমতি
ধারা, ধরণি, ধারিত্রী
বাতাস
বাত, বায়ু , অনিল
মরুৎ, মারুত
সমীর, সমীরণ
পবন, প্রভঞ্জন
গন্ধবাহ
আকাশ
খ, খগোল, খলোক
দ্যু, দ্যুলোক, ছায়ালোক
অভ্র, অম্র, অন্তরিক্ষ
ক্রন্দসী, নীলিমা, ব্যোম, শূন্য
অম্বর, ইথার, সুরপথ
মেঘ
জলদ (জলধর), অম্বুদ (অম্বুবাহ), বারিদ, পয়োদ (পয়োধর), তয়োদ (তয়োধর), নীরদ (নীরধর)
বলাহক, বায়ুবাহ, ঘন, পর্জন্য, কাদম্বিনী, জীমূত, মাহতাব
সূর্য
অরূণ, অর্ক, অর্যমা, আদিত্য, আফতাব
পূষা, পূষণ, সবিতা, দীনেশ, মিহির, তপন
দিবাকর, দিনকর, প্রভাকর, কিরণমালী, বিভাকর, বিভাবসু, বিবস্বান
ভানু, ভাস্কর, মার্তণ্ড, সুর
চন্দ্র
ইন্দু, হেলাল, রাকা, রাকেশ, রজনীকান্ত, শশী
নিশাকর, নিশাপতি, নিশানাথ
কলাভৃৎ, কলানাথ, কলাধর, কলানিধি
হিমকর, শীতকর, সুধাকর, হিমাংশু, শীতাংশু
মৃগাঙ্ক, শশাঙ্ক
সোম, বিধু, দ্বিজরাজ, কুমুদনাথ, উডূপ
অগ্নি
অনল, অর্চি, পাবক, দহন
সর্বভুক, সর্বশুচি
বায়ুসখা, বৈশ্বানির, বীতিহোত্র, বহ্নি
হুতাশন, কৃশানু
নারী
তন্বী, তিলোত্তমা, কান্তা
ললনা, কামিনী, ভামিনী, বামা, রামা, সুস্মিতা, শুচিস্মিতা
অঙ্গনা, জেনানা, ধনি
কেশ/ চুল
শিরসিজ, শিরোরূহ, শিরোজ
কেশ, কচ, কৃশলা
চিকুর, চুলক, মূর্ধজ, কবরী
কপাল
অলিক, অদৃষ্ট, দৈব, বরাত
নসিব, নিয়তি, ললাট, ভাল
ঈশ্বর
অমরেশ, নিরঞ্জন, জগন্নাথ
বিধি, বিভু, ধাতা, ঈশ, ইষ্ট, সুর, অন্তর
[পরমাত্মা, পরমেশ্বর, ব্রক্ষ, স্বয়ম্ভ[
হস্তী
দ্বিপ, দ্বিরদ, দন্তী
গজ, কুঞ্জন, করী
মাতঙ্গ, বারণ, হাতি
অশ্ব
তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম
বাজী, বামী, ঘোটক, কীকট, হয়
কোকিল
পরভৃত, পরপুষ্ট, অন্যপুষ্ট, কাকপুষ্ট
বসন্তী, বসন্তদূত
মধুসখ, মধুবন
পিক, কলকন্ঠ
সাপ
ভুজ, ভুজঙ্গ, ভুজঙ্গম
ফণী, ফণধর, ফণাধর
আশীবিষ, বিষধর, অহি
উরগ, পন্নগ, কাকোদর, বায়ুভুক
অতিথি
মেহমান, অভ্যাগত, অগন্তুক, নিমন্ত্রিত, কুটুম
অনুশীলন
তালিম, মকশো, রেওয়াজ
অপবাদ
অপযশ, নিন্দা, দোষারোপ
অভিজ্ঞান
নিদর্শন, পরিচায়ক, স্মারক
অশ্রু
নেত্রবারি, বিন্দুমোচন, লোর
আনন্দ
হর্ষ, পুলক,স্ফুরণ, আহ্লাদ, স্ফূর্তি, পরিতোষ
ইতি
বিরাম, সাঙ্গ, সমাপন, রফা
ইচ্ছা
এষণা, আকিঞ্চন, বাঞ্ছা, মনোরথ, স্পৃহা
[অভিপ্রায়, অঅভিরুচি, অভিলাষ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, সাধ]
উচ্ছ্বাস
উল্লাস, বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ, স্ফীতি
উপরোধ
অনুরোধ, খাতির, প্রার্থনা, মিনতি, সুপারিশ
ঋত্বিক
যাজক, হোমক, যজ্ঞকর্তা, যজ্ঞের পুরোহিত
কথ
জব, বোল [উক্তি, কথন, জবান, জবানি, বাক্য, বচন, বাণী, ভাষণ, বিবৃতি, বুলি, বাক]
কুল
কৌলিন্য, গোত্র, গোষ্ঠী, জাতি, প্রবর
কূল
কিনারা, তট, তীর, পুলিন, পাড়
কন্যা
আত্মজা, তনয়া, দুহিতা, দুলালী, নন্দিনী, মেয়ে
কবুতর
কপোত, পারাবত, পায়রা,নোটন, লোটন
কাক
পরভৃৎ, বায়স, বৃক, বলিভুক
কুহক
মায়া, ভেল্কি, ইন্দ্রজাল, ছলনা, ধোঁকা, ভ্রম, জাদু
খবর
সন্দেশ, সন্ধান, ফরমান, সংবাদ, বার্তা, তথ্য
খড়গ
অসি, কৃপাণ, তরবারি, তলোয়ার
গা
কাত্র, গাত্র, তনু, দেহ, শরীর
গাল
কপোল, গণ্ডদেশ, গণ্ডকূপ
গৃহ
আগার, ধাম, বাটী, সদন [আলয়, আবাস, আশ্রয়, ঘর, নিকেতন,নিলয়,নিবাস,নীড়]
চক্ষু
ঈক্ষণ, দৃক
[আঁখি, অক্ষি, দৃষ্টি, নয়ন, নেত্র, লোচন]
ঝড়
বাত্যা
[ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝা, ঝটিকা, প্রবলবায়ু]