নাটক সিরাজউদ্দৌলা Flashcards
১ম অঙ্ক, ১ম দৃশ্য তারিখ?
১৯ জুন, ১৭৫৬
১ম অঙ্ক, ১ম দৃশ্যের স্থান?
ফোর্ট উইলিয়াম দুর্গ
‘ভিক্টরি অর ডেথ’ কে বলে
ক্লেটন
তা বলে বাঙালি কাপুরুষ নয়- কে বলে?
ওয়ালি খান
দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য - কে বলেন?
উমিচাঁদ
‘সন্ধি না আত্মসমর্পণ’ - কে বলেন?
মিরমর্দান
বাংলার বুকের দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে আমি তার কৈফিয়ত চাই - কে বলেন?
নবাব সিরাজউদ্দৌলা
বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশিভূত করেছ- কে?
নবাব সিরাজ
আলিনগরের দেওয়ান কাকে নিযুক্ত করা হয়?
রাজা মানিকচাঁদ
১ম অঙ্ক, ২য় দৃশ্য তারিখ?
৩ জুলাই, ১৭৫৬
১ম অঙ্ক, ২য় দৃশ্য স্থান
কোলকাতার ভাগীরথী নদিতে ফোর্ট উইলিয়াম জাহাজ
নবাব ইংরেজদের ব্যবসা সমূলে ধ্বংস করতে চান না - কে বলেছে?
হলওয়েল
১ম অঙ্ক, ৩য় দৃশ্য তারিখ?
১০ অক্টোবর, ১৭৫৬
১ম অঙ্ক, ৩য় দৃশ্য স্থান?
ঘসেটি বেগমের বাড়ি
শওকতজঙ্গ নিতান্তই অকর্মণ। ভাঙের গ্লাস ও নাচওয়ালী ছাড়া সে আর কিছুই জানে না - কে কাকে বলেন?
জগতশেঠ ঘসেটি বেগমকে বলেন
কাজেই আমাদের পক্ষে নগদ কারবারী ভালো - কে বলেছে?
জগতশেঠ
যুদ্ধের খরচ বাবব টাকা আমি দিব অবশ্য যা আমার সাধ্য - কে বলেছে?
জগতশেঠ
আমাকেও পদাধিকারের একটা একরারনামা সই করে দিতে হবে - কে বলেছেন?
রায়দুর্লভ
সিরাজের পতন কে না চায়?
ঘসেটি বেগম
দওলাত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়, আমি দওলাতের পূজারি - কে বলেছেন?
উমিচাঁদ
নবাবি করতে হবেনা বেশিদিন। কেয়ামত নাজিল। আমি তা দেখব দেখব
ঘসেটি
২য় অঙ্ক, ১ম দৃশ্য তারিখ?
১০ মার্চ, ১৭৫৭
২য় অঙ্ক, ১ম দৃশ্য স্থান?
নবাবের দরবার
আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচারপ্রার্থী - কে বলেন?
সিরাজ
ওই একটি পথ সিপাহশালার - দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ - কে বলেছেন?
সিরাজ
বোঝা যতোই দুর্বহ হোক, একাই তা বহিবার চেষ্টা করব - কে বলেন?
সিরাজ
২য় অঙ্ক, ২য় দৃশ্য - তারিখ?
১৯ মে, ১৭৫৭
২য় অঙ্ক, ২য় দৃশ্য - স্থান?
মিরজাফরের আবাস
আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পেয়েছে, প্রকাশ পায়নি তার চেয়ে বহুগুণ বেশি - কে বলেছেন?
রাজবল্লভ
শেষ পর্যন্ত ১০ লাখ টাকা খেসারত দিয়ে তবে তাঁর মুক্তি - কে কার ব্যাপারে বলেছে?
জগতশেঠ, রাজা মানিকচাঁদ
মানিকচাঁদের মুক্তিমূল্য ৫০ কোটি টাকার কম হবে না - কে বলেছেন ?
রাজবল্লভ
আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলেও এক কোটি টাকা হবেনা - কে বলেছে?
জগতশেঠ
তাই আমাদের স্বিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করে নেওয়াই আমার প্রস্তাব - কে বলেছে?
মিরজাফর
একটু নুন যোগাড় হলেই কাঁচা খাব বলে মুলোটা হাতে নিয়েই ঘুরছিলাম - কে বলেন?
রাইস
তাকে বলো ২ নম্বর জায়গায় আগামী মাসের ৮ তারিখ সবকিছু লেখাপড় হবে - কে, কাকে, কার ব্যাপারে বলছে?
মিরজাফর, রাইস, উমিচাঁদ
২য় অঙ্ক, ৩য় দৃশ্য - তারিখ?
৯ জুন, ১৭৫৭
২য় অঙ্ক, ৩য় দৃশ্য - স্থান?
মিরনের আবাস
তোমরা আছো বলেই বেঁচে থাকতে ভালো লাগে - কে বলেছেন?
মিরন
আমাকে আপনি নৃত্যগীতের সুধারসে একেবারে নিরাসক্ত বলেই ধরে নিয়েছেন - কে কাকে বলেছেন?
রায়দুর্লভ, মিরনকে
সবাই উচ্চভিলাষী। সবাই সুযোগ খুঁজছে। তা না হলে রায়দুর্লভ মাসে মাসে আমার কাছে থেকে যে বেতন পাচ্ছে তাতেই তার স্বর্গ পাবার কথা - কে বলেছেন?
রাজবল্লভ
যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাঞ্জাঞ্চি, দেওয়ান, আমির, ওমরাহ সবাই প্রতারক তার কোনো ক্ষমতা থাকতে পারেনা - কে বলেছেন?
ক্লাইভ
আপনারা সব পারেন। আজ আমাদের ডুবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি করে বিশ্বাস করা যায়? - কে বলেছেন?
ক্লাইভ
উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। আমাদের প্লানের কথা সে নবাবকে জানিয়ে দিয়েছে! কলকাতা অ্যাটাক-এর সময়ে তার যা ক্ষতি হয়েছিল নবাব তা কমপেনসেট করতে চেয়েছেন। - কে বলেন?
ক্লাইভ
থার্টি লাক্স অফ রুপিস ইজ নো জোক - কে বলেন?
ক্লাইভ
ওয়াটসনের সই কে লাল করেছে?
লুসিংটন
ওয়াটসনের সই কে লাল করে দিয়েছে লুসিংটন - কে বলেছেন?
ক্লাইভ
যুদ্ধে সিরাজের পতন হলে কোম্পানি কত পাবে?
১ কোটি
যুদ্ধে সিরাজের পতন হলে কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ কত পাবেন?
সত্তর লাখ টাকা
যুদ্ধে সিরাজের পতন হলে ক্লাইভ সাহেব পাবেন?
১০ লাখ টাকা
নবাবের তহবিল দুবার করে লুট করলেও তিন কোটি টাকা পাওয়া যাবে কি না - কে বলেছে?
রাজবল্লভ
নবাবের তহবিল কয়বার লুট করলেও কত কোটি টাকা পাওয়া যাবেনা?
২ বার লুট করেও ৩ কোটি
দলিলে সই করার পর কেমন সঙ্গিত চলবে?
করুণ
৩য় অঙ্ক, ১ম দৃশ্য তারিখ
১০ জুন, ১৭৫৭
৩য় অঙ্ক, ১ম দৃশ্য স্থান
লুৎফুন্নিসার কক্ষ
অদৃষ্টের পরিহাস - তাই ভুল করেছিলাম — কে বলেন?
ঘসেটি
আপনাকে আমরা মায়র মতো ভালোবাসিম মায়ের মত শ্রদ্ধা করি - কে বলেন?
লুৎফা
দরিদ্র নারী আমি - কে বলেন?
ঘসেটি
সিরাজ বাংলার নবাব আমি তার প্রজা - কে বলেন?
ঘসেটি
তাকে বুকে-পিঠে করে মানুষ করেছি - কে বলেন?
ঘসেটি
তুমি কম সাপিনী নও– কে বলেন কাকে?
ঘসেটি, আমিনাকে
তুমি অনর্থক বীষ উদগার করছো বড় আপা - কে বলেন?
আমিনা
বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ন রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন - কে কাকে বলেন?
সিরাজ, ঘসেটিকে
রাজনৈতিক প্রাধান্য লাভের আশায় আপনি উন্মাদ – কে কাকে বলেন?
সিরাজ, ঘসেটিকে
অন্তত আমি আপনাকে সে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চাই - কে কাকে বলেন?
সিরাজ, ঘসেটিকে বলেছেন
দেখতে পাচ্ছ না, শুধু অপমান নয় আমাকে ধ্বংস করবার আয়োজনে সবাই কিরকম মেতে উঠেছে - কে কাকে বলেন?
সিরাজ, লুৎফাকে
দুপায়ের দশ আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে আছি যেন - কে বলেছেন?
সিরাজ
ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব - কে বলেন?
সিরাজ
আমাদের মাঝখানে একটি রাজত্বের দেইয়াল - কে বলেন ও কাদের মধে
সিরাজ, সিরাজ-লুৎফা
৩য় অঙ্ক, ২য় দৃশ্য তারিখ?
২২ জুন, ১৭৫৭
৩য় অঙ্ক, ২য় দৃশ্য স্থান?
পলাশীতে সিরাজের শিবির
ঘুম নেই শুধু শেয়াল আর সিরাজউদ্দৌলার চোখে - কে বলেন
সিরাজ
তারা শৃঙ্খলা মানে, শাসন মেনে চলে - কে কাদের ব্যাপারে বলেছে?
সিরাজ, ইংরেজদের ব্যাপারে
ইংরেজদের মোট সৈন্য কতজনের বেশি নয়?
তিন হাজার
নবাবের সৈন্য সংখ্যা কত?
৫০ হাজারের বেশি
ইংরেজদের ও সিরাজের সৈন্যের কামান কতটি?
গোটা দশেক ও পঞ্চাশের অধিক
সিপাহসালারের আরও একখানা গোপন চিঠি ধরা পড়েছে - কে বলেন?
মোহনলাল
ক্লাইভের আরো তিনখানা চিঠি ধরা পড়েছে - কে বলেন?
মোহনলাল
গঙ্গাতীরের ছোট বাড়িটা এখান থেকে কতদূরে?
এক ক্রোশ দূরে
নবাবের ছাউনির সামনে কারা থাকবে?
মোহনলাল, সাঁফ্রে আর আমি
কত বড় শক্তি, তবু কত তুচ্ছ মিরমর্দান - কে বলেন?
সিরাজ
মোহনলাল, সাঁফ্রে ও মিরমর্দানের বাহিনীতে কি রয়েছে
৫ হাজার ঘোড়সওয়ার আর আট হাজার পদাতিক সেনা
সিরাজ উৎকর্ণ হয়ে কি শুনলেন?
প্যাঁচার ডাক
৩ অঙ্ক, ৩য় দৃশ্য তারিখ?
২৩ জুন, ১৭৫৭
৩ অঙ্ক, ৩য় দৃশ্য স্থান?
পলাশীর যুদ্ধক্ষেত্র
আপনার বিরাট সেনাবাহিনী চুপ দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং লাইফ পিলার্স - কে বলেন?
সাঁফ্রে
ফরাসিরা প্রাণপন লড়বে - কে বলেন?
সাঁফ্রে
আমি যুদ্ধে যাব। আমার এতোদিনের ভুল সংশোধনের এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। - কে বলেন?
সিরাজ
শুধু আমি রইলাম-নতুন করে প্রস্তুতি নিতে হবে- ke bolen?
সিরাজ
নারান সিং কে?
রাইসু জুহালা
সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
নারান সিং/ রাইসু জুহালা
নারান সিং। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। - কে বলেন?
মিরজাফর
৩য় অঙ্ক, চতুর্থ দৃশ্য তারিখ
২৫ জুন, ১৭৫৭
৩য় অঙ্ক, চতুর্থ দৃশ্য স্তান?
মুর্শিদাবাদের নবাব দরবার
ইনি কি নবাব না ফকির? - কে বলেন?
ক্লাইভ
মিরজাফর বেইমান নয়, কর্নেল ক্লাইভ। - কে বলেন?
মিরজাফর
৪র্থ অঙ্ক, ১ম দৃশ্য তারিখ?
২৯ জুন, ১৭৫৭
৪র্থ অঙ্ক, ১ম দৃশ্য স্থান?
মিরজাফরের দরবার
জমাদারের অধীনে কত সৈন্য?
২০০
মুর্শিদাবাদে কত সৈন্য সংগ্রহ হবে?
১০,০০০
ইরিচ খাঁ পালিয়েন গেলেন! সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিচ খাঁ? - কে বলেন?
সিরাজ
ভিরু প্রতারকের দল চিরকালই পালায় - কে বলেন?
সিরাজ
অস্ত্রের চেয়েও বড় কি আছে?
দেশপ্রেম ও স্বাধীনতা রক্ষার সংকল্প
পলাশীতে যুদ্ধ না হয়ে কি হয়েছে?
যুদ্ধের অভিনয়
সিরাজউদ্দৌলা হেরে গ্লে উমিচাঁদকে কত টাকা দেওয়ার কথা ছিল?
২০ লক্ষ
ইনাম দিচ্ছি বার্ষিক চার লক্ষ টাকা জমিদারি ২৪ পরগণার স্থায়ী মালিকানা - কে কাকে দিচ্ছেন?
মিরজাফর, ক্লাইভকে
তার জন্যে যে সিম্প্যাথি দেখাবে সে ট্রেটার। আর আইনে ট্রেটারের শাস্তি মৃত্যু। - কে কার ব্যাপারে কাকে বলছে?
ক্লাইভ, সিরাজের ব্যাপারে, মিরজাফরকে
পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। - কে বলেন?
ক্লাইভ
সিরাজউদ্দোয়লা কে হত্যা করতে মোহাম্মদী বেগকে কত টাকা দিতে হবে, অগ্রিম কত?
১০,০০০ ও ৫,০০০ অগ্রিম
৪র্থ অঙ্ক, ২য় দৃশ্য তারিখ?
২রা জুলাই, ১৭৫৭
৪র্থ অঙ্ক, ২য় দৃশ্য স্থান?
জাফরাগঞ্জের কয়েদখানা
আসামির সে অধিকার থাকে নাকি - কে বলেন?
মিরন
জগতশেঠের আসল নাম কি ছিল?
ফতেহ চাঁদ
ঘসেটি বেগমের আরেক নাম?
মেহেরুন্নেসা
ভাস্কো দা গামা কবে ভারত এসেছিলেন?
১৪৯৮ সালে
আলিবর্দির প্রকৃত নাম?
মির্জা মুহাম্মদ আলি
আলিবর্দি বাংলা, বিহার ও উরিষ্যার নবাব কখন ছিলেন?
১৭৪০-১৭৫৬
আল্লিবর্দি কত বছরে বয়সে কবে মারা যান?
৮০, ১০ এপ্রিল ১৭৫৬
ক্ষমতায় আসার সময় সিরাজের বয়স কত ছিল?
২৩
কাশিমবাজারে কুঠি অধিকার করে কাদের কে বন্দি করেন সিরাজ
ওয়াটস ও কলেট
মিরজাফরের গুপ্তচর?
উমর বেগ
মাটি আর অশ্রু সিকানদার আবু জাফরের কোন ধরণের রচনা?
উপন্যাস
কেউ এক চুঁল নড়লে প্রাণ যাবে - কে বলেন?
মানিকচাঁদ
কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দেবেন এ তো ভালো কথা নয় - কে কাকে বলেন?
জগতশেঠ, ক্লাইভকে
যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির ফৌজ পিছু হটে কোথায় অবস্থান নিয়েছিল?
লক্ষবাগে
কে যুদ্ধ বন্ধ করতে চাননি?
মোহনলাল
উপযুক্ত মর্যাদায় কার লাশ দাফন করতে হবে?
মিরমর্দানের
সিরাজউদ্দৌলা নাটোকে কোন মহারানির উল্লেখ আছে?
নাটোরের
সব ব্যাপারে সবার মাথা গলানো সাজে না - কে বলেন?
মার্টিন
মিরকাশেমের সৈন্যরা সিরাজকে কোথায় বন্দি করেন?
ভগবানগোলায়
তামা-তুলসী-গঙ্গাজল ছুয়ে ঈশ্বরের নামে শপথ করেন কে?
রাজবল্লভ
কার অনুমতি পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করে?
জাহাঙ্গিরের
বাংলা সাহিত্যে কোন নাটক যুগান্তকারি পরিবর্তন ঘটায়?
শর্মিষ্ঠা
ডাচরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসেন কখন?
ষোল শতকে
যুদ্ধ করত করতে প্রাণ দেবার প্রতিজ্ঞা কে করেছিলেন?
ক্লেটন
শওকতজঙ্গের মায়ের নাম?
মায়মুনা বেগম
নকল চিঠি পাঠানোর বুদ্ধিটা কার?
রাজবল্লভ
মহাকবি আলাওল সিকান্দার আবু জাফরের কোন ধরণের রচনা?
নাটক
চন্দননগর কাদের অধিকৃত ছিল?
ফরাসিদের
মার্টিন ও কিলপ্যাট্রিক কোম্পানির কত টাকা বেতনের কর্মচারী?
৭০
কিলপ্যাট্রিক কতজন সৈন্য নিয়ে মাদ্রাজ থেকে এসেছেন?
২৫০
যত বড় মুখ নয় তত বড় কথা - কে বলে?
ক্লেটন
সিকানদার আবু জাফর নাট্যচর্চার জন্য কবে বাংলা একাডেমি পুরষ্কার পান?
১৯৬৬ সালে